তথ্য ও প্রযুক্তি

Nothing Phone (1) Price 2024 & More Details

 Nothing phone (1) Price! এন্ড্রয়েড ফোনের কম্পিটিশন করাতে চলে এসেছে মাঠে নতুন খেলোয়াড় যার নাম হলো nothing phone 1 ।

Nothing phone (1) Price

আজকাল দেশের বিদেশের বাজারে নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে কিন্তু কোন ফোনেই নতুনত্ব কিছুই থাকে না। আমি বলতে চাচ্ছি যে, realme, infinix, xiaomi, Poco ,Samsung, iPhone ইত্যাদি ফোনে কোন নতুনত্ব থাকতেছে না, এসব ব্রান্ড চেঞ্জ করে আবার একই প্রসেসর একই র‍্যাম একই মাদারবোর্ড নিয়ে আসতেছে, কিন্তু নতুনত্ব বা আপডেট দেখিয়ে বলতেছে আমাদের ফোন সেরা। আবার কেউ ডিজাইনের দিক দিয়ে ফোনকে দেখিয়ে বলতেছে আমার ফোন সেরা, কিন্তু আসলেই কোনো brand, ফাইভ জেনারেশন এর জন্য কোন একবারে নতুন যাকে বলে ,এরকম কোন কিছু কোনো ব্র্যান্ডই নিয়ে আসতে পারতেছে না।

 

এই নতুনত্ব খুঁজতে গিয়ে ই চলে এসেছে আমাদের মাঝে nothing phone 1। আজকের পোস্টটিতে কথা বলব নাথিং ফোনকে নিয়ে এতে কি কি ভালো থাকছে । দাম কত থাকছে ,দেশের এবং বিদেশের বাজারে এটি কবে লঞ্চ হচ্ছে ,এই বিষয় নিয়ে আজকের এই পোস্টটি থাকবে আর এটিতে কি কি ভালো আর কি কি খারাপ খারাপ থাকছে, এসব বিষয় নিয়ে আজকের পোস্টটি ।তাই স্ক্রিপ না করে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

প্রথমে জানা যাক নাথিং ব্রান্ড বা কোম্পানির ইতিহাস

আসলে নাথিং ব্রান্ড টা আসলে নতুন কোন ব্রান্ড নয়, এই ব্রান্ড প্রথম নিয়ে আসতে চলেছেন nothing phone 1 । আসলেই nothing brand ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে ওয়ানপ্লাস কোম্পানির ইতিহাস।

আসলে ওয়ান প্লাস ফোন এত জনপ্রিয় কেন কেউ কি জানেন? আসলে ওয়ান প্লাস ফোন জনপ্রিয়তার কারণ হচ্ছে, এদের ফোন ২০১৪ সালের প্রথম লঞ্চ করে। ওয়ানপ্লাস এর জার্নি শুরু হয় কালপ্রিট এর সাথে। ওয়ান প্লাস ২০১৪ সাল থেকে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল তার কয়েকটি কারণ হলো , বেল কোয়ালিটি নজর দিয়েছিল, তারা আপডেটেই নজর রেখেছিল , সিকিউরিটি আপগ্রেড প্রসেসিং upgrade রেখেছিল।

আবার তারা security base আপডেট এর উপর বিশেষ নজরে রেখেছিল। তাদের আইওএস ছিল নতুন আপডেটেড ভার্সন, আর তারা নতুন নতুন আপডেট এর উপর বেশি আগ্রহ ছিল। আবার কাস্টমাইজেশনের ফিউচার ও ছিল তাদের। এটা বেশি বেশি পছন্দ করতে থাকে ব্যবহারকারী রা।এসব বিষয়ে ব্যবহারকারীদের আরো বেশি পছন্দ লাগে।

সবকিছুই তারা ব্যবহারকারীদের মনের মত দিয়েছিল তাই তাদের ফোন এত জনপ্রিয়তা লাভ করে এবং তার একটি বিশেষত্ব ছিল তাদের ফোনের এড কম ছিল। যখন এ ব্র্যান্ডটি ধীরে ধীরে এগিয়ে যেতে ধরল কোনো কারণবশত কালপ্রিট বেরিয়ে আসলো সেই কোম্পানি থেকে। তারপর ধীরে ধীরে ওয়ান প্লাস যে সমস্ত দিকগুলো ছিল সেগুলো কমতে থাকে।

যেমন তাদের ফোনে অ্যাড আসতে শুরু করে, এবং বিভিন্ন ছোট বড় বিভিন্ন ধরনের সমস্যা হতে শুরু করে। বর্তমানে ২০২৪ সালে তাকিয়ে দেখলাম ওয়ান প্লাসে যে মার্কেটিং তা ২০২২-২৩-র নাগাদ প্রায় ৬৫% কমেছে। কিন্তু বাকি ব্রান্ডের সাথে সমানে সমানেএগিয়ে আছে।

 Security Version – আসলে নাথিং কোম্পানির সৃষ্টি হয় কালপ্রিট এর হাতে ধরে। তিনি বুঝতে পারেন যে মানুষের যে প্রয়োজন সেই অনুযায়ী কাজ করা। তিনি মানুষের প্রয়োজন অনুযায়ী যেসব সুবিধা ফোনের দরকার সেগুলোই তিনি ব্যবহার করেছেন। এই কোম্পানি সর্বপ্রথম একটা t w s লঞ্চ করে করে।

Nothing phone1 ফোনের তৈরির কাজ শুরু হয় 2018 সালে। তাদের ওয়েবসাইট থেকে জানা যায়, ব্যবহারকারীদের সুবিধামতো সব রকমের ফিউচার হবে এই ফোনে। আবার এই ফোনের ওয়্যারলেস চার্জিং করা যাবে। আর এই ফোনের আপডেট ভার্সন এবং security version এত উন্নত ভাবে যে সাধারণ মানুষের ধারণা বাইরে। নাথিং কোনটি দেখতে অসাধারণ, এ রকম ডিজাইনের ফোন খুবই কমই দেখা যায়।

এদের ব্যাক পেনালে এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। আর এর ডিজার এটি অসাধারণ। আবার এর ক্যামেরার পাশে নোটিফিকেশন লাইট ব্যবহার করা হয়েছে। এর যে স্টিল ফ্রেম সেটি একবারে দুর্ধর্ষ। আবার শোনা যাচ্ছে নাকি এই ফোন নাকি আইফোনের সাথে টক্কর দিবে। বর্তমানে আপনি যদি গুগল সার্চ ইঞ্জিনে যান সেখানে দেখতে পাবেন আইফোন এর থেকে নাথিং ওয়ান অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে। নাথিং কোম্পানি খুব সুন্দর ভাবে আমাদের এই ফোনটি আমাদের উপহার দিচ্ছে।

Nothing phone (1) Price

Nothing phone 1 পাওয়া যাচ্ছে

এই ফোনে এনএফসি পাওয়া যাচ্ছে। এবং এই ফোনে এমন্ড্রেট ওআইসিডি ডিসপ্লে দিচ্ছি। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রটেকশন পাওয়া যাচ্ছে। আমার ছোট্ট একটা পাঞ্চ হোল ক্যামেরা পাচ্ছি। আর এর মধ্যে Snapdragon এর processor থাকছে। এই ফোনে থাকছে docmaxicton। আরো তারা কাস্টম ইউআই স্টোর ইউ আই দিচ্ছে।

তাদের আরেকটি প্রশংসা করার মত হচ্ছে, ইকো সিস্টেম। ইকো সিস্টেম কি? হলো: কানেক্টিভিটি , এখানে একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে কানেক্টিভিটি থাকছে। এখানে খুব সহজে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা যায়। এবং আপনি যে কোন নেটওয়ার্কের সাথে খুব সহজেই কারেন্ট করতে পারবেন ,সেটি হোক বা এপ্প ফোন, বা পোকোফোন, বা ইনফিনিক্স ফোন, বা এন্ড্রয়েড যেকোনো ফোন এখানে তাদের প্রশংসনীয়। যা কিন্তু অ্যাপল ডিভাইসও হয় না। অ্যাপল ডিভাইস গুলোর মতো বদ্ধ ঘরে না। নাথিং কোম্পানি ওয়ারলেস ক্ষেত্রে তারা কাজ করেই চলেছে।

তাদের ওয়েবসাইট থেকে আরো জানা গেছে যে, নাথিং কোম্পানি যে ইনভেস্ট করেছে তার মধ্যে google জড়িয়ে রয়েছে। তাদের একটি বিশাল অংশ ইনভেস্ট করেছে গুগল। তাহলে বুঝতে পারছেন সফটওয়্যার এর দিক দিয়ে বা অ্যাপ এর দিক দিয়ে বাকি সব ফোনের দিক থেকে এগিয়ে থাকবে nothing phone 1। তারা মিনিমাম tree York বা তিন বছর security bass আপডেট দিবে।

আল্ট্রা হোয়াইট, লো লাইট ইত্যাদি ক্যামেরা

বিভিন্ন কোম্পানির ফোনে যে চারটা পাঁচটা করে ক্যামেরা থাকে তাদের মধ্যে আল্ট্রা হোয়াইট, লো লাইট ইত্যাদি ক্যামেরা থাকে সেগুলো আসলে কোন কাজের থাকে না। তাই nothing phone 1 এসব ক্যামেরা বাদ দিয়ে মেন সেন্সর বা ডি সেন্সর ক্যামেরার উপর নজর দিয়েছে। তার সাথে একটু আলট্রা ওয়াইট ক্যামেরা ব্যবহার করেছে তারা। তাই বুঝা যাচ্ছে তাদের ফোনে দুটো ক্যামেরা থাকতে পারে। তাদের ফোনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেল হতে পারে।

এখানে ব্যাটারি সম্পর্কে বিশেষ কোন ধারণা দেওয়া হয়নি। তারপরও ধারণা করা হয় 4000 থেকে 5000 MS এর মধ্যেই ব্যাটারি পাওয়া যেতে পারে। আর ইউএসবি টাইপ্স সিপোর্ট দিচ্ছে তারা। এই ছিল তাদের ফোনের সকল বিষয়, এবং জানা যাচ্ছে মটররা কোম্পানির প্রসেসর Snapdragon ব্যবহার করা হবে এই ফোনে। সবকিছু মিলিয়ে এই ফোন নোয়া যায় কিনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।

দাম 30 থেকে 40 হাজারঃ

এই ফোনের দাম হতে পারে 30 থেকে 40 হাজারের মধ্যে। বাংলাদেশ মার্কেটে এর দাম আরো বেশি হতে পারে। এই ফোন সম্পর্কে ভালো-মন্দ দিকগুলো তুলে ধরা হয়েছে। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার ,এই ফোন কিনবেন কিনা।

যদি আপনি বলেন ভাই এই ফোনটা কি কিনা যাবে আপনি কি বলেন? ভাই আমি বলবো যে এই ফোনটি আগে দেশের বাজারে লঞ্চ হোক আপাতত ইন্ডিয়া এ ফোনটি পাওয়া যাচ্ছে অফিশিয়াল ভাবে আমাদের দেশের যখন লঞ্চ হবে, অনেকে ব্যবহার করুক ,তারপর অনেক ভালো মন্দ দিক উঠে আসবে। তখন আপনি এই ফোনটায় কিনতে পারেন। কিন্তু জানা যাচ্ছে শীঘ্রই ভারতে বাজারে ফোনটি লঞ্চ হওয়ার পর বাংলাদেশের বাজারে লঞ্চ হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।