তথ্য ও প্রযুক্তি

OnePlus 10 Pro 5G Specifications, Price 2024 & Display

OnePlus 10 Pro 5G Specifications, Price 2024 & Display! হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি নতুন ফোনের রিভিউ নিয়ে চলে আশলাম।

OnePlus 10 Pro 5G

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন। যারা হাই বাজেটে নতুন ফোন নেওয়ার কথা ভাবছেন পোস্টটি তাদের জন্য। আর যারা এক লাখ টাকার নিচে প্রায় 90000+ টাকার কাছাকাছি একটি ভালো ফোন   নিতে যাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি। ওয়ানপ্লাস কোম্পানি এই ফোনটিতে আমাদের জন্য কি কি দিচ্ছে তা জানতে পারবেন। আমরা যে ফোনটা নিয়ে কথা বলতেছি সেটি হল OnePlus 10 Pro 5G । তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট পোস্টটি স্কিপ না করে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে পোস্ট।

1/Display: ডিসপ্লেটে থাকছে Size: 6.7 inches, আর ডিসপ্লে কোয়ালিটি  QHD+ 1440 x 3216 pixels (525 ppi)আর তার সাথে থাকছে : Technology LTPO2 Fluid AMOLED Touchscreen। Protection: Corning Gorilla Glass Victus। Features: HDR10+, 120Hz refresh rate, always-on display, 1300 nits max. brightness ইত্যাদি।

2/Camera: Back Camera থাকছে Triple 48+8+50 Megapixel আর এর সাথে নতুন কিছু Features দিচ্ছে,   Multi-directional PDAF, laser AF, OIS, ultrawide, telephoto, 3.3x optical zoom, Hasselblad Color Calibration আরো অনেক কিছু। Video Recording করতে পারবেন: 8K (UHD-2), auto HDR, gyro-EIS পর্যন্ত।Front Camera থাকছে:  32 Megapixel । আর এর সাথে Features  দিচ্ছে :F/2.2, auto HDR, 1/2.74″, 0.8µm আরো অনেক কিছু। Video Recording করতে পারবেন  Full HD (1080p), gyro-EIS।

3/Battery power: ব্যাটারির পাওয়ার হিসেবে থাকছে 5000 mAh (non-removable) আর এখানে Fast Charging টেকনোলজি 80W Fast Charging (100% in 32 minutes) কোম্পানি ওয়েবসাইট থেকে জানা গেছে মাত্র 32 মিনিটে ১০০% চার্জ হবে। আরো ফাস্ট চার্জ করার জন্য নতুন নতুন কিছু ফিউচার এখানে দেওয়া হয়েছে। যেমন,

– 50W Fast Wireless Charging

– USB Power Delivery Reverse Charging  Reverse Wireless Charging এর সুবিধা থাকছে ।

 4/Performance: এই ফোনটি Operating System     Android 12 (OxygenOS 12.1) ভার্সনে রান করবে।Chipset : এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 (4 nm)।Processor: ব্যবহার করা হয়েছে Octa core, up to 3.0 GHz ,GPU   Adreno 730

5/Storage : ROM   ব্যবহার করা হয়েছে 256 GB ,RAM  ব্যবহার করা হয়েছে 12 GB । এখানে একটি মজার ব্যাপার হল MicroSD Slot দেওয়া হয়নি। যেটা আমার খুব খারাপ লাগছে।

6/Gaming performance : ফোনটিতে গেমিং পারফরম্যান্স ভালোই ছিল। ফোনটিতে আমরা পাবজি রান করে দেখি প্রথমে। pubg তে ফোনটি হাই কোয়ালিটি গ্রাফিক এবং অ্যানিমেশন দিয়ে খেলা যাচ্ছিল।

ফোনটি অনেকক্ষণ খেলার পরেও খুব একটা গরম হচ্ছিল না। প্রায় চার পাঁচ ঘন্টা খেলার পর ফোনটি হালকা গরম হচ্ছিল। আর ফ্রি ফায়ার খুব ভালোই খেলা যাচ্ছিল। আবার Call of duty খেলার সময় ফোনটি একটু হালকা হালকা গরম হচ্ছিল আর action moment  গেলে ২-১ জায়গায় lakh problem দেখা দিচ্ছিল।  সবকিছু ঠিকঠাকই ছিল ফোনটি Gaming performance মোটামুটি ভালো  ।

OnePlus 10 Pro 5G

এবার আসা যাক ফোনটি আপনি কিনবেন কিনা। ফোনটিতে সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কয়েকটি জিনিসের মধ্যে কিছু কমতি লাগছে। ফোনটির মধ্যে আমার কমতি লাগছে ফোনটি  Front Camera video  যদি 4K video record করা যেত তাহলে ফোনটি প্রায় এই দামে ঠিকঠাকই ছিল। আর এখানে MicroSD slot দোয়ার দরকার ছিল। কারণ প্রায় এত টাকা দামের ফোনের মধ্যে এই জিনিসগুলো খুবই দরকারি বলে মনে হয়েছে আমার ।

এত কিছু কথার মধ্যে ফোনটি দান সম্পর্কে আপনাদের আমি কিছুই বললাম না , চলুন জেনে আসা যাক OnePlus 10 Pro 5G এর  official price 12/256 GB এর দাম হল 94,990। এই ফোনটির বাকি বিষয়গুলো দেখলে সবকিছুই ঠিকঠাক। কিন্তু এর কয়েকটি বিষয়ের জন্য ফোনটির দাম আর অল্প কিছু কম হলেই ভালো হতো।  বন্ধুরা এই ছিল আজকের ফোনের রিভিউ। ফোনটির কোনটা ভালো কোনটা খারাপ সবদিকেই তুলে ধরা হয়েছে। এখন আপনার ইচ্ছে অনুযায়ী ফোনটি কিনবেন কিনা,সম্পূর্ণ আপনার ব্যাপার। তাহলে বন্ধুরা আজকের মত এতটুকুই। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।