তথ্য ও প্রযুক্তি

Oppo A16e New Price 2024 & More Information

Oppo A16e Price

Oppo A16e Price! হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন , অবশ্যই আপনারা ভালো আছেন । আজকে চলে এসেছি Oppo কোম্পানিরং কাছে। আর আজকের এই কোম্পানির ফোন সম্পর্কে কথা বলব । আর আমাদের এই ফোন কি কি আমাদের জন্য অফার করছে তা জানাবো আজকের এই পোস্টটিতে তাই স্কিপ না করে পুরো পোস্টে মনোযোগ দিয়ে পড়ুন।

 Oppo A16e ফোনটি সম্পর্কে নতুন তথ্যঃ

  • Display: Display থাকছে 6.52 inches আরো থাকছে HD+ 720 x 1600 pixels (269 ppi থাকছে আর টেকনোলজি তে থাকছে IPS LCD touch screen।
  • Camera: Back ক্যামেরায় থাকছে Quad13 Megapixel সাথে future দিচ্ছে PDAF, LED flash, f/2.2, 1/3.1″, 1.12µmএবং আরো অনেক কিছু দিচ্ছে তারা। ভিডিও Recording করতে পারবেন Full HD (1080p)Front Camera থাকছে: 5 Megapixel আর Video Recording করতে পারবেন Full HD (1080p)।
  • Battery power: Lithium-polymer 4230 mAh (non-removable) আপনি যদি হেবি ইউজার হন তাহলে দিনশেষে একবার চার্জ করতে হবে। আর যদি নরমাল ইউজার হন তাহলে একদিন প্লাস প্লাস চার্জ করতে পারবেন।
  • Performance: Android 11 (ColorOS 11.1) রান করবে।Chipset : হিসাবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio P22 (12 nm)Processor : রয়েছে Octa core, up to 2.0 GHz আর GPU PowerVR GE8320
  • Storage: 3 / 4 GB RAM আর ROM 32/64 GB আছে।External Slot আর Uses SIM2 slot আছে ।
  • Security: Face Unlock আছে।

Gaming performance : ফোনটিতে গেমিং পারফরম্যান্স ভালোই ছিল। ফোনটিতে আমরা পাবজি রান করে দেখি প্রথমে। pubg তে ফোনটি classic mode গ্রাফিক এবং অ্যানিমেশন দিয়ে খেলা যাচ্ছিল। ফোনটি অনেকক্ষণ খেলার পর গরম হচ্ছিল । প্রায় ২/৩ ঘন্টা খেলার পর ফোনটি হালকা গরম হচ্ছিল। আর ফ্রি ফায়ার খুব ভালোই খেলা যাচ্ছিল কিন্তু গরম হচ্ছিল। আবার Call of duty খেলার সময় ফোনটি একটু হালকা গরম হচ্ছিল আর action moment গেলে প্রচুর lakh problem দেখা দিচ্ছিল । সবকিছু ঠিকঠাকই ছিল ফোনটি Gaming performance বেশি ভাল ছিল না ।

official price

এবার আসা যাক ফোনটি আপনি কিনবেন কিনা। ফোনটিতে সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কয়েকটি জিনিসের মধ্যে কিছু কমতি লাগছে। ফোনটির মধ্যে আমার কমতি লাগছে ফোনটি Camera video যদি 2K video record করা যেত তাহলে ফোনটি প্রায় এই দামে ঠিকঠাকই ছিল । গেম খেললে ফোনটি গরম হচ্ছিল । কারণ প্রায় এত টাকা দামের ফোনের মধ্যে এই জিনিসগুলো খুবই দরকারি বলে মনে হয়েছে আমার। এত কিছু কথার মধ্যে ফোনটি দাম সম্পর্কে আপনাদের আমি কিছুই বললাম না , চলুন জেনে আসা যাক Oppo A16e এর official price 4/64 GB ৳13,990 টাকা । এই ফোনটির বাকি বিষয়গুলো দেখলে সবকিছুই ঠিকঠাক। কিন্তু এর কয়েকটি বিষয়ের জন্য ফোনটির দাম আর অল্প কিছু কম হলেই ভালো হতো প্রায় ১০ হাজার টাকা।

বন্ধুরা এই ছিল আজকের ফোনের রিভিউ। ফোনটির কোনটা ভালো কোনটা খারাপ সবদিকেই তুলে ধরা হয়েছে। এখন আপনার ইচ্ছে অনুযায়ী ফোনটি কিনবেন কিনা,সম্পূর্ণ আপনার ব্যাপার। তাহলে বন্ধুরা আজকের মত এতটুকুই। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।