ট্রাভেল

Royal Enfield Hunter 350 দাম ২০২৪, কালার & মাইলেস

Royal Enfield Hunter 350

Royal Enfield Hunter 350: এশিয়ার বাজারে লঞ্চ হয়েছে Royel Enfield Hunter 350l এবার ভারতে দেখা যাবে এই বাইক। যা টিভিএস রনিন ও জাভা ৪২-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। দেখে নিন, কে সেরা।।। Royel Enfield Hunter অন্যান্য বাইকের মতো একই ইঞ্জিন পেয়েছে। বাইক একটি ৫-স্পিড গিয়ারবক্স সহ 20,,2 বিএইচি ও 27 নিউট মিটার শক্তি তৈরি করে।

রনিনের সাথে পাওয়ারের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই Hunter এর । কারণ এই বাইকটিতে 5- স্পিড গিয়ারবক্স সহ 20,,1 বিএইচপি ও 19,93 নিউটন মিটার টর্ক দিতে সক্ষম। এই তুলনামূলক আলোচনায় জাভা 27 বিএইচপি ক্ষমতা দিতে পারে । এতেপাবেন 5 স্পিড গিয়ারবক্স। বাকি দুটিতে পাচ্ছেন 4 -স্পিড গিয়ারবক্স।

বাইকের ওজন 1,81kg

Royel Enfield Hunter অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা। এই বাইকের ওজন 1,81kg। তবে অন্যার্ন বাইকের তুলনায় রনিন সবথেকে হালকা। এর ওজন ১৬০ কেজি। জাভার ওজন 170 kg । রনিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 এমএম। যেখানে হান্টার 350-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 এমএম। জ্বালানি ট্যাঙ্কের ধারণ ক্ষমতার দিক থেকে, Hunter 350-তে রয়েছে 14 লিটারের ট্যাঙ্ক। বাকি দুটিতে পাবেন 12লিটারের ট্যাঙ্ক । মাইলেজের ক্ষেত্রে তিনটিই 35-40 km দেবে বলে বলেছেন কোম্পানিl

Royal Enfield Hunter 350

Hunter 350 একটি আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে পাবেন। যার বৈশিষ্ট্যের তালিকায় ঐচ্ছিক ট্রিপার ন্যাভিগেশন সিস্টেম দিয়েছে কোম্পানি। এই বাইক টিভিএস রনিনের মতো সুসজ্জিত নয়। যেখানে সম্পূর্ণ LED লাইট, একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও স্মার্টফোন অ্যাক্সেসের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন আপনি। জাভা বৈশিষ্ট্যের দিক থেকে Hunter and Ronin এর সঙ্গে মেলে না। TVS Ronin এখানে টপ-এন্ডের জন্য 1,7 লক্ষ টাকা দাম নেয়। সেখানে zava 42-এর দাম টপ-এন্ডেরজন্য ১.৭২ লক্ষ টাকা রাখা হয়েছে। অন্যান্য বাইকের সঙ্গে প্রতিযোগিতায় Royel Enfield Hunter 350 এর দাম আগ্রাসী হতে পারে।।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।