তথ্য ও প্রযুক্তি

Samsung Galaxy F23 5G New Price 2024 & More Information

Samsung Galaxy F23 5G Price

Samsung Galaxy F23 5G Price! বাংলাদেশ মোবাইল মার্কেটে চলে আসলো আরেকটি ফাইভ-জি খেলোয়াড়। যার নাম হল Samsung Galaxy F23 5G। আপনার যদি এই Samsung galaxy F23 5G  সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি আপনার জন্য। Samsung galaxy 5g ফোনটিতে আমাদের জন্য কি কি উপহার দিচ্ছে সেটি জানবেন আজকের এই পোস্টটিতে। আর বন্ধুরা আপনি যদি সকল বিষয়ে জানতে চান আর আপনি যদি একজন Samsung galaxy ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের পোষ্টটি আপনারই জন্য করে পুরো পোস্টটি স্কিপ না করে মনোযোগ দিয়ে পড়ুন।

Dedicated Macro Camera

 প্রথমেই আসা যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে , ফোনটিতে  থাকছে 6.6 inches Full HD+ TFT LCD screen display । ফোনটি  back camera থাকছে  50+8+2 with PDAF, তার সঙ্গে থাকছে  ultrawide, dedicated macro camera ইত্যাদি। এবং Ultra HD video recording করতে পারবেন আপনি। ফোনটির front camera থাকছে  8 মেগাপিক্সেল। Galaxy F23 5G এই ফোনটির সাথে থাকছে  5000 mAh battery । আর বক্সে পেয়ে যাবেন 25W fast charging charger । GalaxyF23 5g সিপিইউ হিসেবে   2.2 GHz octa-core CPU এবং Adreno 619 GPUIt থাকছে।

প্রসেসর- এবার আসা যাক ফোনটির প্রসেসর, ফোনটির প্রসেসর থাকছে Snapdragon 750G 5G (8 nm) chipset  ।  এই ফোনটি 6GB RAM আর 128 GB internal storage এবং dedicated MicroSD slot পাবেন এই ফোনে। ফোনটি সিকিউরিটি সিস্টেমে থাকছে fingerprint ,face lock ,pattern and print lock ।

Gaming test: এই ফোনটিতে ফ্রি ফায়ার গেমিং করা হয়। যা ভালোভাবেই খেলা যাচ্ছিল, দুই তিন ঘণ্টা খেলার পর ফোনটিতে হালকা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু বেশি গরম হচ্ছিল না।।। এরপর ফোনটিতে Pubg রান করা হয়। ফুল HD গেমটি না খেলা গেলেও। Natural mood, গেমটি ভালোভাবেই খেলা যাচ্ছিল, action moment দুই এক জায়গায় টুকিটাকি lakh পাওয়া যাচ্ছিল। কিন্তু সুন্দরভাবেই গেমটি খেলা যাচ্ছিল। আবার যদি call of duty কথা বলেন তাহলে গেমটি ভালই খেলা যাচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ে ব্যবহার করলে ফোন টি হালকা গরম হয়ে যাচ্ছিল ।

Samsung galaxy F23 5G এর দাম

সবকিছুই তো বলা হলো কিন্তু ফোনটির দাম কত সেটি তো বলা হলো না। বাংলাদেশ মার্কেটে Samsung galaxy F23 5G ফোনটি  পাওয়া যাচ্ছে 6/128 এর দাম হল ২৯ হাজার ৪৯৯ টাকা। এই দামে ফোনটি বাংলাদেশের লঞ্চ হয়েছে।।। ফোনটি কোয়ালিটির উপর দেখলে ফোনটির দাম কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটি যদি ২৫ হাজার টাকার আশেপাশে পাওয়া যেত তাহলে ২৫ হাজার টাকার বাজেটের মধ্যে বেস্ট ফোন এটি হত। এখন যদি বলেন ভাই এই ফোনটি কি আপনাদের জন্য Recomment করা যাবে?

প্রথমে আমি ফোনটির কিছু ভালো দিক সম্পর্কে বলি সেটি হল ফোনটির ক্যামেরা কোয়ালিটি একদম ভালো । ভালো কোয়ালিটি ছবি তুলতে পারতেছিল। ছবির মধ্যে কালার গুলো ভালো করে  ধরে থাকতে পারতেছিল । এখানে processor হিসেবে স্নাপ ড্রাগন  ব্যবহার করা হয়েছে এটি অবশ্যই ভালো । ফোনটি গেমে গিয়ে ভালোই পারফরমেন্স ছিল। এসব বিষয়ে বিবেচনা করলে ফোনটি এই দামি ঠিক আছে ।আর ফোনটি খারাপ যে দিকগুলো আমাকে লেগেছে সেগুলো: ফোনটিতে HD+ ব্যবহার করলে ভালো লাগতো। ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করলে ৩-৪ ঘণ্টার বেশি সময় গেম খেললে ফোনটি গরম হয়ে যাচ্ছিল। স্যামসাং কোম্পানি ফোনটির ডিজাইন আরো উন্নতি করতে পারত। তাছাড়া সব বিষয়গুলোই ঠিকঠাক ছিল ।

তাই এসব বিষয় বিবেচনা করে দেখা যায়। ২৫ হাজার টাকার আশেপাশে হলেই ভালো হতো। ক্যামেরা এবং ভালো প্রসেসর চান তাহলে এই ফোনটি আপনার জন্য থাকবে। এই ছিল বন্ধুরা আজকের আমাদের পোস্ট পোস্টটি যদি ভালো লাগে আরও এরকম পোস্ট যদি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।