তথ্য ও প্রযুক্তি

Samsung Galaxy S23 দাম ২০২৩, ব্যাটারি, RAM & ROM এবং ক্যামেরা

Samsung Galaxy S23! হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টি হতে যাচ্ছে Samsung Galaxy S23, ২০০ megapixel ক্যামেরা ফোনটি কে নিয়ে। তাই বন্ধুরা আপনারা যারা এই ফোনটি সম্পর্কে জানতে চান, বা আগ্রহী তাদের জন্য আজকের এই পোস্টটি। চলুন কথা না বাড়িয়ে শুরু ্রা‌ যাক।

Samsung Galaxy S23

ফোনটি দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাংয়ের স্মার্টফোন

চলতি বছরের শুরুতে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২২ আল্ট্রা বাজারে এনে বেশ সাড়া ফেলেছে। এবার ফোনটির উত্তরসূরি হিসেবে গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। সম্প্রতি ফোনটির ফার্মওয়্যার ডেটা অনলাইনে ফাঁস হয়েছে। ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে এই ফোনটিকে নিয়ে। এ ফোনটি নিয়ে অনেকের  মনে নানা রকমের ভাবনা।

জানা গেছে যে, ফোনটির প্রথম ডেটা ফাঁস করে জনপ্রিয় টিপস্টার পরাশ গুগলানি। স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ফোনের ডেটা ফাঁস করেছেন৷ রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটিতে ডিএম৩ কোড যুক্ত রয়েছে। আর সাথে একাধিক মডেল নম্বরও থাকতে পারে। এর মানে সুষ্ঠু করে কোন কিছু বলা হয়নি।

টিপস্টার দাবি করেন, স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর পরিচালিত হবে । এতে স্যামসাংয়ের নিজস্ব ২০০ মেগাপিক্সেলের আইএসসিল এইচপি ২ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হচ্ছে ।
এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে । স্যামসাং গ্যালাক্সি এস ২৩ সিরিজের বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, আলোচিত এই মডেলটি ২০২৩ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা আছে।

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ১ লাখ ২০ হাজার টাকার

বন্ধুরা আজকের পোস্ট এই পর্যন্ত। আসলে যেসব তথ্য এই ফোনটি সম্পর্কে প্রকাশিত হয়েছে সব তথ্য আপনাদেরকে জানানো হলো। আপাতত ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। কিন্তু তাদের ওয়েবসাইটের এই ফোনটি সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হলে আমরা তা জানানোর চেষ্টা করব। তাই বন্ধুরা আপনাদের বলে রাখি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন নিয়মিত। তাহলে যে কোন বিষয় জানাও জানা তথ্য জানতে পারবেন। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।