খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাউথ আফ্রিকা স্কোয়াড ও সময়সূচী

T20 World Cup South Africa Squad

T20 World Cup South Africa Squad, সাউথ আফ্রিকা টি টোয়েন্টিতে অত্যন্ত শক্তিশালী একটি দল। বিশেষ করে যখন তারা দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে অংশগ্রহণ করে, তখন দলটি তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করে।

কিন্তু দুঃখের বিষয় সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাউথ আফ্রিকা দলের স্কোয়াড ও সময়সূচী সম্পর্কে।

সাউথ আফ্রিকার টি টোয়েন্টি স্কোয়াড

  • এইডেন মার্করাম (অধিনায়ক),
  • ওটনীল বার্টম্যান,
  • জেরাল্ড কোয়েটজি,
  • কুইন্টন ডি কক,
  • ফরচুন বি’জন,
  • রিজা হ্যান্ডরিকস,
  • মার্কো ইয়ানসেন,
  • হেনরিখ ক্লাসেন,
  • কেশভ মহারাজ,
  • ডেভিড মিলার,
  • অ্যানরিখ নরকিয়া,
  • কাগিসো রাবাদা,
  • রায়ান রিকেলটন,
  • তাবরাইজ শামসি,
  • ত্রিস্টান স্টাবস

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার জন্য

সাউথ আফ্রিকা সর্বপ্রথম ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির মাধ্যমে বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে পদার্পণ করে। এরপর আইসিসি এই টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখে ২০০৭ সালে সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে। এরপর থেকে এখন পর্যন্ত আইসিসি মোট ৮টি আসর আয়োজন করেছে।

T20 World Cup South Africa Squad ২০২৪ সালের আসরটি হলে আইসিসি মোট ৯টি আসর অনুষ্ঠিত করবে। যেখানে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ২০২৪ সালে জন্য সাউথ আফ্রিকার দলটি অত্যন্ত ভয়ংকর হয়ে হতে পারে। কেননা এই দলে বিশ্বের সব খ্যাতনামা বলার এবং ব্যাটার রয়েছে। তাই বলা যায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার গ্রুপ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা ডি গ্রুপে শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপাল এবং বাংলাদেশের মোকাবেলা করবে।

সাউথ আফ্রিকার গ্রুপ সময়সূচী

যেহেতু এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০ টি দল অংশগ্রহণ করবে তাই আইসিসি সকল দলকে ৪টি গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে। নিচে সাউথ আফ্রিকার সময়সূচি দেওয়া হল।

 তারিখ দল ভেন্যু  সময়
 ৩ জুন শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্ক রাত ৮টা ৩০
 ৮ জুন নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্ক রাত ৮টা ৩০
১০ জুন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ নিউ ইয়র্ক রাত ৮টা ৩০
১০ জুন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ নিউ ইয়র্ক রাত ৮টা ৩০

সুপার এইট সময়সূচী

তারিখ দল ভেন্যু বাংলাদেশ সময়
১৯ জুন এ ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২০ জুন বি ১ Vs সি ২ সেন্ট লুসিয়া ভোর ৬টা ৩০
২০ জুন সি ১ Vs এ ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২১ জুন বি ২ Vs ডি ২ অ্যান্টিগুয়া ভোর ৬টা ৩০
২১ জুন বি ১ Vs ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২২ জুন এ ২ Vs সি ২ বার্বাডোস ভোর ৬টা ৩০
২২ জুন এ ১ Vs ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২৩ জুন সি ১ Vs বি ২ সেন্ট ভিনসেন্ট ভোর ৬টা ৩০
২৩ জুন এ ২ Vs বি ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২৪ জুন সি ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া ভোর ৬টা ৩০
২৪ জুন বি ২ Vs এ ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২৫ জুন সি ১ Vs ডি ২ সেন্ট ভিনসেন্ট ভোর ৬টা ৩০

সেমিফাইনাল ও ফাইনাল সময়সূচী

তারিখ আসর ভেন্যু বাংলাদেশ সময়
২৭ জুন প্রথম সেমিফাইনাল গায়ানা ভোর ৬টা ৩০
২৭ জুন দ্বিতীয় সেমিফাইনাল-২ ত্রিনিদাদ রাত ৮টা ৩০
২৯ জুন ফাইনাল বার্বাডোস রাত ৮টা ৩০

বন্ধুরা বিশ্ব ক্রিকেটে সাউথ আফ্রিকাকে চকারস নামে ডাকা হয়। এবারের ২০২৪ টি২০ বিশ্বকাপে তারা কি পারবে এই নামটি বদলাতে।  আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।