তথ্য ও প্রযুক্তি

এখন TVS বাইক কিনলে পাচ্ছেন Tecno Camon 19 Pro 5G স্মার্টফোন ফ্রি

Tecno Camon 19 Pro 5G BD

Tecno Camon 19 Pro 5G BD! বন্ধুরা আজকে বিদেশে থেকে এ দেশে বিক্রি বাড়ছে , এ বছর বাজার কাঁপাতে TVS কোম্পানির মোটরসাইকেল। তার সাথে থাকছে Tecno Camon 19 Pro 5G BD, শীঘ্রই আসতে চলা Tecno Camon 19 Pro 5G BD স্মার্টফোনটি অসাধারণ ফিচার

বাজার কাঁপাবে TVS

ভারতের যানবাহনের বাজার গুটিগুটি পায়ে ২০২৩ -এর মার্চ অতিক্রম করেছে। এপ্রিল মাস শুরু হতেই দেশের তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা টিভিএস মোটর তাদের গত মাসের যানবাহন বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গিয়েছে গত মাসে তারা মোট 3,13,440 টি টু ও থ্রি-হুইলার বিক্রি করেছে।

তুলনাস্বরূপ ২০২৩ -এর মার্চ এর সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল 2,78,856। আবার গত মাসে মোট 3,98,658 টি দু’চাকারগাড়ি বিক্রি করেছে টিভিএস। গত বছরের ওই সময়ে 2,67,786টি বাইক ও স্কুটার বিক্রি হওয়ায় এবারে সংস্থার বিক্রিতে 15 শতাংশ উত্থান ঘটেছে।

অন্য দিকে, কেবলমাত্র দেশীয় বাজারে গতবারের তুলনায় টু-হুইলারের ১৫% বিক্রি বৃদ্ধি পেয়েছে। গত মাসে টিভিএস-এর মোট 2,01,924 টি টু-হুইলার নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে।

তুলনাস্বরূপ, ২০২৩ -এর ওই সময় তাদের মোটরসাইকেল ও স্কুটারের বেচাকেনার পরিমাণ ছিল 1,75,170। আগের বছরের তুলনায় এবছরের এপ্রিল এ কেবল বাইকের বিক্রি 1,37,874 থেকে বেড়ে হয়েছে 1,50,972। আবার ২০২৩-এর  এপ্রিল চেয়ে গত মাসে কেবল স্কুটারের বেচাকেনা 73,811 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 1,11,196।

তবে গত মাসে ইস্কুটার গাড়ির বিক্রি কিছুটা কমতে দেখা গেছে। গত বছর  তুলনায়  এ মাসে থ্রি-হুইলারের বিক্রি 16,177 থেকে কমে হয়েছে 14,981। তবে দেখিয়েছে সংস্থার একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube। এবারের এপ্রিলে স্কুটারটি 6,305 জন নতুন ক্রেতা পেয়েছে। যেখানে গেল বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল 2,708 ইউনিট।

এছাড়া, গত বছরের এর চেয়ে এবারে রপ্তানি 1,03,134 থেকে ৯% বৃদ্ধি পেয়ে 1,12,033 হয়েছে। আবার টু হুইলারের রপ্তানির ১২% বৃদ্ধির খবর সামনে এসেছে। গত মাসে 98,716 টি স্কুটার এবং মোটরসাইকেল বিদেশের বাজারে রপ্তানি করেছে টিভিএস। যেখানে আগের বছরের  রপ্তানির সংখ্যা ছিল 87,560 ইউনিট।

 বাজারে  আসছে Tecno Camon 19 Pro 5G স্মার্টফোনটি

Tecno Camon 19 Pro 5G স্মার্টফোনটি রিলিজ করার আগে, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্মার্টফোনটির প্রচারণা চালান হয়েছিল।Tecno Camon 19 Pro 5 G স্মার্টফোনটি অনেক তাড়াতাড়ি ভারতে ও বাংলাদেশের মার্কেটে রিলিজ করা  হয়েছে,,,  এটি Camon 19 সিরিজের তৃতীয় স্মার্টফোন।

স্মার্টফোনটির একটি ধারন ক্ষমতা দিক হচ্ছে এর বেজেল অনেক কম। মাত্র ০.৯ মিলিমিটার। এটির স্ক্রিনের মধ্যে পাঞ্চহোল কাট-আউট রয়েছে। ডিভাইসের ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে দুটি বৃত্তাকার ক্যামেরার রিং রয়েছে। এ ধরনের ডিজাইন আগের স্মার্টফোনেও দেখা গেছে। প্রথম ক্যামেরাটি ৬৪ মেকাপিক্সেলের হবে এবং নাইট মোড ফিচার ইন্সটল করা থাকবে।

প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা যাবে। পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা তো আছেই। স্মার্টফোনটির ডিসপ্লে এর সাইজ হবে ৬.৮ ইঞ্চি। এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ৮ জিবি র‍্যাম এবং অভ্যন্তরীণ স্টোরেজ ২৫৬ জিবি ইন্সটল করা আছে।

৫ হাজার মেগাহার্জের ব্যাটারি ইনস্টল করা রয়েছে। ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং অপশন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। টেকনো সম্নার্টফোনে ১৬ মেগাপিছেল সেলফি ক্যামেরা  আছে।

ভারতের মূল ২১৯৯৯ রুপি ও
বাংলাদেশে ২৫ হাজার টাকা

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।