তথ্য ও প্রযুক্তি

Tecno Camon 19 Pro 5G দাম ২০২৪, ক্যামেরা, RAM & ROM

Tecno Camon 19 Pro 5G price in Bangladesh

Tecno Camon 19 Pro 5G price in Bangladesh! প্রাহকের ইন্টারনেট ব্যবহার আরও সহজ করতে দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে তার।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানিয়েছে, প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড দুটি ডেটা প্যাক নিয়ে এসেছে তারা। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট। এই প্যাক দুটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১*৩৩০৯# অথবা ১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই দুর্দান্ত ইন্টারনেট প্যাক গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল চাহিদা পূরণনকরার জন্য তাই গ্রামীন সিম এত ভালো ডাটা প্যাক দিচ্ছে এবং জনগণের চাহিদা পূরণ করছে।।

প্রথম ৪৭ টাকা রিচার্জে (ফ্লেক্সিলোড থেকে) গ্রাহকরা উপভোগ ক রতে পারবেন ৩০ দিনের জন্য মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে ২০ টাকা যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা যেকোনো সময় ৪৮ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস), মেয়াদ ৩০ দিন; ২ জিবি ইন্টারনেট এবং ১৫ মিনিট মেয়াদ ৭ দিন ইত্যাদি।

জানলে অবাক হবেন যে…..
এখনই সময় আমাদের হাতে থাকা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার। এই বিশ্বাসেই গ্রামীণফোন বাংলদেশে সর্বপ্রথম নিয়ে এলো ই-সিম। ই-সিম মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না।

এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়।প্রাহকের ইন্টারনেট ব্যবহার আরও সহজ করতে দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে তারা।

বুধবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানিয়েছে, প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড দুটি ডেটা প্যাক নিয়ে এসেছে তারা। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট। এই প্যাক দুটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১*৩৩০৯# অথবা ১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ।

শীঘ্রই আসতে চলেছেTecno Camon 19 Pro 5G স্মার্টফোনটি অসাধারণ ফিচার নিয়ে রিলিজ হবে

টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্মার্টফোনটির প্রচারণা চালাচ্ছে কম্পানি কমিটি গন ।Tecno Camon 19 Pro 5 G স্মার্টফোনটি অনেক তাড়াতাড়ি ভারতে ও বাংলাদেশের মার্কেটে রিলিজ করা হবে।

তবে ঠিক ভাবে জানা যায় নি যে কত তারিখে স্মার্টফোনটি বাজারে আসবে সেটি সঠিক উত্তর পাওয়া জায় নাই । আর টেকনো মোবাইল এটির Camon 19 সিরিজের তৃতীয় স্মার্টফোন হবে ।তবে আশা করা যায় যে চলতি এই মাসে এটি স্নার্টফোনটি প্রকাশ হবে বলে জানা যায়।

টেকনো স্মার্টফোনটির একটি ধারন বিশেষ ক্ষমতা দিক হচ্ছে এর বেজেল অনেক কম। মাত্র ০.৯ মিলিমিটার হবে। টেকনো ফোনটির স্ক্রিনের মধ্যে পাঞ্চহোল কাট-আউট রয়েছে। আর এই ফোনটিতে ডিভাইসের ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত থাকবে।

স্মার্টফোনটির ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরার দুটি রিং থাকবে । এ ধরনের ডিজাইন বা নকসা আগের স্মার্টফোনেও দেখা গেছে এবং এটাতে হবে এধরনের । মেন বা প্রথম ক্যামেরাটি ৬৪ মেকাপিক্সেলের থাকবে। এবং নাইট মোড ফিচার ইন্সটল করা থাকবে।প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট ব্যবহার করা যাবে।আরো পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা তো থাকবেই এই এ স্মার্টফোনটিতে।

স্মার্টফোনটির ডিসপ্লে এর সাইজ থাকবে ৬.৮ ইঞ্চি। এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ৮ জিবি র‍্যাম রয়েছে। এবং অভ্যন্তরীণ স্টোরেজ ২৫৬ জিবি ইন্সটল করা আছে।আর এর ব্যাটারি হবে, ৫ হাজার মেগাহার্জের ব্যাটারি ইনস্টল করা রয়েছে।

আর এর চার্জার হবে, ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং অপশন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। টেকনো এ স্মার্টফোনটিতে ১৬ মেগাপিছেল সেলফি ক্যামেরা থাকবে। Tecno Camon 19 Pro 5G price in Bangladesh

ভারতের মূল হিসাবে ২১৯৯৯ রুপি হবে এই ফোনটি, ও আর
বাংলাদেশের দাম হিসাবে ২৫ হাজার টাকা হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।