তথ্য ও প্রযুক্তি

এ বছর বাইক বিক্রি দিয়ে বাজার কাঁপালো TVS কোম্পানি

TVS Company! বন্ধুরা জানেন যে ভারতের যানবাহনের বাজার গুটিগুটি পায়ে ২০২৩-এর জানয়ারি অতিক্রম করেছে। জানয়ারি মাস থেকে শুরু হতেই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা টিভিএস মোটর TVS Company) তাদের গত মাসের যানবাহন বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে।

TVS Company

যেখানে দেখা যায় যে গত মাসে তারা মোট ৩,১৪,৬৩৯টি টু ও থ্রি-হুইলার বিক্রি করেছেন। তুলনাস্বরূপ বলা জায়২০২২-এর জুলাইয়ে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল ২,৭৮,৮৫৫। আবার গত মাসে মোট ২,৯৯,৬৫৮টি দু’চাকার গাড়ি বিক্রি করা হয়েছে এই টিভিএস গারি। গত বছরের ওই সময়ে ২,৬২,৭২৮টি বাইক ও স্কুটার বিক্রি হওয়ায় এবারে সংস্থার বিক্রিতে ১৪ শতাংশ বেরে চলছে।

 কেবলমাত্র দেশীয় বাজারে গতবারের তুলনায় টু-হুইলারের ১৫% বিক্রি বৃদ্ধি পেয়েছে এই টিভিএস গাড়ি

গত মাসে টিভিএস-এর মোট ২,০১,৯৪২টি টু-হুইলার নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে।তুলনাস্বরূপ, ২০২২-এর ওই সময় তাদের মোটরসাইকেল ও স্কুটারের বেচাকেনার পরিমাণ ছিল ১,৭৫,১৬৯। আগের বছরের তুলনায় এ বছরের জুলাইয়ে কেবল বাইকের বিক্রি ১,৩৮,৭৭২ থেকে বেড়ে হয়েছে ১,৫০,৩৪০। আবার ২০২২-এর জানয়ারি চেয়ে গত মাসে কেবল স্কুটারের বেচাকেনা ৭৩,৮১১ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১,১০,১৯৬।

তবে গত মাসে সংস্থার তিন চাকার গাড়ির বিক্রি কিছুটা কমতে দেখা গেছে। গত বছর জুলাইয়ের তুলনাস গত মাসে থ্রি-হুইলারের বিক্রি ১৬,১২৭ থেকে কমে হয়েছে ১৪,৯৮১। তবে বিস্ময় দেখিয়েছে সংস্থার একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube। এবারের জুলাইয়ে স্কুটারটি ৬,৩০৪ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে। যেখানে গেল বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ২,৯০৮ ইউনিট।এ বছরে আরো স্কুটার তোলা হবে।

তাছাড়া কিন্তু , ২০২২-এর জুলাইয়ের চেয়ে এবারে রপ্তানি ১,০৩,১৩৩ থেকে ৯% বৃদ্ধি পেয়ে ১,১২,০৩২ হয়েছে। আবার টু হুইলারের ১২% বৃদ্ধির খবর সামনে এসেছে। সামনের মাসে ৯৭,৭১৬টি স্কুটার এবং মোটরসাইকেল বিদেশের বাজারে রপ্তানি করেছেন টিভিএস গাড়ি । যেখানে আগের বছরের জুলাইয়ে রপ্তানির সংখ্যা ছিল ৮৭,৫৫৯ ইউনিট।

বন্ধুরা আজকের পোস্টটি এতটুকুই, দেখা হচ্ছে পরের পোস্টটি। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।