U 19 World Cup Live! বন্ধুরা শুরু হয়ে গেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এবারের আসরটি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে।
যেখানে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। যদিও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর আসরটি শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা থাকলেও আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই আয়োজনটি সরে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট চারটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে।
যেখানে এ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। আইসিসি প্রতি দুই বছর পর পর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টুর্নামেন্টটি আয়োজন করে থাকে। আর এই টুর্নামেন্টি দেখার জন্য পৃথিবীর সমগ্র দেশ এবং অঞ্চল থেকে অনেক ক্রিকেটপ্রেমী ভক্ত অধীর অপেক্ষায় অপেক্ষমান থাকে এবং তারা এই টুর্নামেন্ট শুরু হওয়ার পরপরই বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলোতে কিভাবে টুর্নামেন্টি দেখা যায় সে সম্পর্কে অনুসন্ধান করে থাকে। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পৃথিবীর যেকোনো অঞ্চল বা দেশ থেকে খুব সহজে কিভাবে দেখতে পারবেন সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ লাইভ টিভি চ্যানেল
বন্ধুরা আমরা অনেকেই সারাদিন কর্মব্যস্ততা থাকার পর বিকেলের দিকে নিজেকে একটু সময় দিয়ে থাকি। আর এই সময়টুকু অনেকেই আবার টিভির সামনে দিয়ে থাকে। U 19 World Cup Live আর বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী রয়েছে তারা টেলিভিশনের সামনে তার পুরো সময়টা ক্রিকেট ম্যাচগুলো দেখিয়ে কাটিয়ে দেয়। আর এই ক্রিকেট ম্যাচগুলোর মধ্যে যদি হয় বিশ্বকাপ তাহলে তো আর কথাই নেই। আর যেহেতু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হয়ে গেছে। তাই চলুন জেনে নেওয়া যাক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কোন কোন টিভি চ্যানেল গুলো সম্প্রচার করবে।
Country/Region | Broadcaster | TV Channel(s) | Live Streaming Platform |
বাংলাদেশ | G TV, T Sports, channel I | Toffee apps | |
ভারত | Disney | Star Sports 1 (SD+HD) Star Sports Select 2 (SD+HD) |
Disney+ Hotstar |
অস্ট্রেলিয়া | Amazon | N/A | Prime Video |
যুক্তরাজ্য | Sky Sports | Sky Sports Mix Sky Sports Cricket Sky Sports Interactive |
ICC.tv (selected matches) |
সাব-সাহারান আফ্রিকা | Supersport | Supersport Variety 1 Supersport Variety 1 Africa Supersport Variety 2 Supersport Variety 2 Africa Supersport Action Supersport Action Africa Supersport Cricket Supersport Cricket Africa |
SuperSport App |
আমেরিকা | Willow | Willow, Willow Xtra | Willow TV app |
কানাডা | Willow | Willow Canada | Willow TV app |
ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকা | ESPN | ESPN Caribbean | ESPN Play Caribbean |
নিউজিল্যান্ড | SKY Sport | Sky Sports Pop-Up 1 Sky Sport 2 Sky Sport 3 Sky Sport 4 |
Sky Now & Sky Go
ICC.tv (selected matches) |
মেনা | e& | Criclife Max | Starzplay |
সারি | ICC.tv | N/A | ICC.tv |
ফেসবুকের মাধ্যমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং
বন্ধুরা বর্তমান এই তথ্য প্রযুক্তি যুগে আমাদের সকলেরই নিজস্ব ফেসবুক আইডি রয়েছে। আমরা যারা টেলিভিশনের সামনে খেলা দেখার সময়টুকু পাইনা বা সময়টুকু হয়ে ওঠে না। তারা চাইলেই অনলাইন প্লাটফর্ম ফেসবুকের মাধ্যমে খুব সহজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ম্যাচগুলো উপভোগ করতে পারে। এজন্য লাইফ স্ট্রিমিং এ গিয়ে সার্চ দিতে হবে Under 19 World Cup Match Today লিখে। আর আপনার সামনে চলে আসব অনেকগুলো অপশন। যেখান থেকে আপনি বাছাই করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ম্যাচগুলো উপভোগ করতে পারেন।