খেলাধুলা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ স্কোয়াড, লাইভ টিভি চ্যানেল এন্ড সময়সূচী

U19 World Cup Bangladesh Squad! বন্ধুরা শুরু হয়ে গেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দামামা। যেখানে ১৯ শে জানুয়ারি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের।

U19 World Cup Bangladesh Squad

যুব বিশ্বকাপের এবারের আসরটি ১৫ তম। যেখানে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। এই ১৬ টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করে করা হয়েছে। আর বাংলাদেশ এ গ্রুপে অবস্থান করছে। বাংলাদেশের এই গ্রুপে প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড। বন্ধুরা চলুন জেনে নেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড, সময়সূচী ও আপনি কিভাবে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন সেসব টিভি চ্যানেল সম্পর্কে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ স্কোয়াড

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ প্রতি দুই বছর পর পর আয়োজন করে থাকে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ সর্বপ্রথম ২০২০ সালে ভারতকে হারিয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। বিসিবি অনেক আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে।

বিসিবি ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য অধিনায়কের দায়িত্ব দিয়েছে মাহফুজুর রহমান রাব্বিকে। কেননা তার নেতৃত্বে বাংলাদেশ এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে  বিসিবি তার ওপরেই আস্থা রাখতে চায়। তাছাড়া এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রয়েছে উদয়মান তরুণ ফাস্ট বোলার আদিল বিন সিদ্দিক, মোঃ শিহাব জেম সহ অন্যান্যরা। যারা এবারের এশিয়া কাপে তাদের দক্ষতার প্রমাণ দেখিয়েছে। তাই আশা করা হচ্ছে এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে।

  • মাহফুজুর রহমান রাব্বি (অধি.)
  • আহরার আমিন (সহ-অধি.)
  • আশিকুর রহমান শিবলী (উই.)
  • জিশান আলম
  • মোহাম্মদ রোহানাত দৌল্লা
  • মোহাম্মদ আসরাফুজ্জামান
  • মোহাম্মদ ইকবাল (উই.)
  • আরিফুল ইসলাম
  • শেখ পাভেজ জীবন
  • মারুফ মৃধা
  • মোহাম্মদ রফিউজ্জামান রাফি
  • চৌধুরী মোহাম্মদ রিজওয়ান
  • আদিল বিন সিদ্দিক
  • মোহাম্মদ শিহাব জেমস
  • ওয়াসি সিদ্দিকী

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ গ্রুপ পর্বে বাংলাদেশের সময়সূচি ২০২৪

এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কান সরকার ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করায় আইসিসি তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। আর এ নিয়ে মোট তিনবার যুব বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। নিচে ২০২৪ সালের যুব বিশ্বকাপের সময়সূচি দেওয়া হয়নি।

ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু 
১৯ জানুয়ারি আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২০ জানুয়ারি বাংলাদেশ বনাম ভারত  মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২০ জানুয়ারি স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২০ জানুয়ারি পাকিস্তান বনাম আফগানিস্তান বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২১ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে  কিম্বারলে ওভাল, কিম্বারলে
২১ জানুয়ারি নিউজিল্যান্ড বনাম নেপাল বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২২ জানুয়ারি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২২ জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া কিম্বারলে ওভাল, কিম্বারলে
২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২৩ জানুয়ারি নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২৩ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম নামিবিয়া কিম্বারলে ওভাল, কিম্বারলে
২৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২৪ জানুয়ারি নেপাল বনাম পাকিস্তান বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২৫ জানুয়ারি  ভারত বনাম আয়ারল্যান্ড মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২৫ জানুয়ারি জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া কিম্বারলে ওভাল, কিম্বারলে
২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২৬ জানুয়ারি  আফগানিস্তান বনাম নেপাল বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২৭ জানুয়ারি জিম্বাবুয়ে বনাম নামিবিয়া কিম্বারলে ওভাল, কিম্বারলে
২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম স্কটল্যান্ড জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২৭ জানুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
২৮ জানুয়ারি ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা কিম্বারলে ওভাল, কিম্বারলে

অনুরোধ ১৯ বিশ্বকাপ নকআউট পর্বের ম্যাচ

ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু
৩০ জানুয়ারি এ১ বনাম ডি২ মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
৩০ জানুয়ারি সি২ বনাম বি৩  কিম্বারলে ওভাল, কিম্বারলে
৩০ জানুয়ারি ডি১ বনাম এ৩ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
৩১ জানুয়ারি এ৪ বনাম ডি৪ উইলোমুর পার্ক, বেনোনি
৩১ জানুয়ারি ডি৩ বনাম এ২ মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
৩১ জানুয়ারি সি১ বনাম বি২ কিম্বারলে ওভাল, কিম্বারলে
৩১ জানুয়ারি সি৩ বনাম বি১ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
১ ফেব্রুয়ারি বি৪ বনাম সি৪  উইলোমুর পার্ক, বেনোনি
২ ফেব্রুয়ারি এ১ বনাম ডি৩ মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
২ ফেব্রুয়ারি বি৩ বনাম সি১ কিম্বারলে ওভাল, কিম্বারলে
২ ফেব্রুয়ারি বি১ বনাম সি২ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
৩ ফেব্রুয়ারি  ডি১ বনাম এ২ উইলোমুর পার্ক, বেনোনি
৩ ফেব্রুয়ারি ডি২ বনাম এ৩ মানগাং ওভাল, ব্লুমফন্টেইন
৩ ফেব্রুয়ারি বি২ বনাম সি৩ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়সূচি

ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু
৬ ফেব্রুয়ারি সেমিফাইনাল ১ উইলোমুর পার্ক, বেনোনি
৮ ফেব্রুয়ারি সেমিফাইনাল ২ উইলোমুর পার্ক, বেনোনি
১১ ফেব্রুয়ারি ফাইনাল উইলোমুর পার্ক, বেনোনি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরাসরি দেখার টিভি চ্যানেল

আমরা অনেকেই রয়েছি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেখার জন্য বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলোতে অনুসন্ধান করে থাকি। এছাড়াও টিভি চ্যানেলের সামনে বসে খুঁজতে থাকি কোন চ্যানেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও আমরা দেখতে পারি না। নিচে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরাসরি দেখার জন্য বিভিন্ন অঞ্চল বা দেশের টিভি চ্যানেলের নাম দেওয়া হল। আপনি চাইলেই এসব দেশ বা অঞ্চল থেকে খুব সহজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ম্যাচগুলো উপভোগ করতে পারেন।

Country/Region Broadcaster TV Channel(s) Live Streaming Platform
Bangladesh G TV, T Sports, channel I Toffee apps
India Disney Star Sports 1 (SD+HD)
Star Sports Select 2 (SD+HD)
Disney+ Hotstar
Australia Amazon N/A Prime Video
UK Sky Sports Sky Sports Mix
Sky Sports Cricket
Sky Sports Interactive
ICC.tv (selected matches)
Sub-Saharan Africa Supersport Supersport Variety 1
Supersport Variety 1 Africa
Supersport Variety 2
Supersport Variety 2 Africa
Supersport Action
Supersport Action Africa
Supersport Cricket
Supersport Cricket Africa
SuperSport App
USA Willow Willow, Willow Xtra Willow TV app
Canada Willow Willow Canada Willow TV app
Caribbean & South America ESPN ESPN Caribbean ESPN Play Caribbean
New Zealand SKY Sport Sky Sports Pop-Up 1
Sky Sport 2
Sky Sport 3
Sky Sport 4
Sky Now & Sky Go

ICC.tv (selected matches)

MENA e& Criclife Max Starzplay
ROW ICC.tv N/A ICC.tv

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।