U19 World Cup Champions List! বন্ধুরা যুবাদের ইন্টারন্যাশনাল কেরিয়ারে পদার্পণের মূল ফটোকটি হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।
অর্থাৎ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মাধ্যমে যুবারা তাদের ক্রিকেট ক্যারিয়ারে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। আর আইসিসি এই যুগাদের নিয়ে প্রতি দুই বছর পর পর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করে। যেখানে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য প্রাপ্ত দেশগুলো এবং কিছু সহযোগী দেশ মিলে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টির এখন পর্যন্ত মোট ১৫ টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্ট সেরা হয়েছে ইন্ডিয়া ৫বার । এছাড়াও অন্যান্য দেশের মধ্যে নিউজিল্যান্ড, আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় করেছে। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানবো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে। তাহলে চলুন শুরু করি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট
বন্ধুরা আইসিসি সর্ব প্রথম ১৯৮৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল। আর এই টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ যেতে। এরপর আইসিসি দীর্ঘ ১০ বছর এই টুর্নামেন্ট টি আয়োজন করেনি। U19 World Cup Champions List কিন্তু ১৯৯৮ সালে আইসিসি উপলব্ধি করে যুবকরা যেভাবে ক্রিকেটের প্রতি নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলছে তাই এদের স্বীকৃতি স্বরূপ একটি টুর্নামেন্ট আয়োজন করা দরকার। আর এ উপলব্ধি থেকেই আইসিসি পুনরায় ১৯৯৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করে। আজকে আমরা ১৯৯৮ থেকে ২০২৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে জানবে।
বছর | আয়োজক দেশ | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
১৯৮৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | নিউজিল্যান্ড |
২০০০ | শ্রীলংকা | ভারত | শ্রীলঙ্কা |
২০০২ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা |
২০০৪ | বাংলাদেশ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ |
২০০৬ | শ্রীলংকা | পাকিস্তান | ভারত |
২০০৮ | মালয়েশিয়া | ভারত | দক্ষিণ আফ্রিকা |
২০১০ | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
২০১২ | অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া |
২০১৪ | আরব আমিরাত | দক্ষিণ আফ্রিকা | পাকিস্তান |
২০১৬ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত |
২০১৮ | নিউজিল্যান্ড | ভারত | অস্ট্রেলিয়া |
২০২০ | দক্ষিণ আফ্রিকা | বাংলাদেশ | ভারত |
২০২২ | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ইংল্যান্ড |
২০২৪ | দক্ষিণ আফ্রিকা |
– |
– |
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজের তালিকা
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অফ দ্যা সিরিজের তালিকায় ভারতের নাম সবার উপরে। যেখানে ভারতের খেলোয়াড়রা ১৫ টি আসরের মধ্যে পাঁচটি আসরে ম্যান অব দ্যা সিরিজের যোগ্যতা অর্জন করে। এরপরই রয়েছে জিম্বাবুয়ে একবার, অস্ট্রেলিয়ায় একবার, বাংলাদেশ একবার, সাউথ আফ্রিকা একবার ও অন্যান্য দেশের খেলোয়াড়দের তালিকা।
এছাড়াও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের তালিকায়েও ভারতীয় খেলোয়াড়দের নাম সবার উপরে। এখন পর্যন্ত ভারত মোট ৫টি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে নিয়েছে। আর এই শিরোপা গুলোর মধ্যে ৪ বারই ভারতের খেলোয়াড়রা ম্যান অফ দ্যা ম্যাচের যোগ্যতা অর্জন করে। এরপরে অস্ট্রেলিয়া তিনবার, পাকিস্তান দুইবার, বাংলাদেশ একবার সহ অন্যান্য দেশ রয়েছে।
বন্ধুরা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট নিয়ে আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনি যদি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সকল ম্যাচগুলির লাইফ স্ট্রিমিং দেখতে চান তাহলে আমাদের পরবর্তী পোস্টটি ফলো করুন। আমরা সেই পোস্টে বিস্তারিত ভাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং আলোচনা করেছি ধন্যবাদ।