Valentine’s Day Wishes! ভ্যালেন্টাইন্স ডে কথাটি শুনলেই যেন একটু অন্যরকম অনুভূতি প্রকাশ পায়। কারণ এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা একসঙ্গে একান্ত নিরিবিলি স্থানে নিজেদের সময় কাটিয়ে থাকে।
এই দিনে নববিবাহিত অথবা বিবাহ জুটি অনেক বেশি উৎসবমুখর আমেজে দিনটি পালন করে। আর যারা দীর্ঘদিন ধরে রিলেশনের মধ্যে থাকে তারা অপেক্ষা করে দীর্ঘ একটি বছর কখন ১৪ই ফেব্রুয়ারি দিনটি আসে। কারণ এই দিনটিতে তারা তার প্রিয়জনকে সবচেয়ে সেরা উপহার দেওয়ার চেষ্টা করে।
আর বিশেষ করে ছেলেরা এই দিনটিতে তাদের প্রিয়জনকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে, দর্শনীয় স্থান সহ সারা দিনে অসংখ্য মধুর সময় কাটিয়ে থাকে। আর এই দিনটিতে আমরা অনেকেই প্রিয়জনকে অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন প্লাটফর্মে শুভেচ্ছা মেসেজগুলো অনুসন্ধান করে থাকি। আপনাদের আর চিন্তা নেই আমরা আজকের এই পোস্টে এরকমই খুব সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা বার্তা তুলে ধরবো।
যেগুলো আপনি চাইলেই আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে পারেন। অনেকে আবার রয়েছে একটু কবি প্রকৃতির। অর্থাৎ নিজে থেকেই ছন্দ আকারে কবিতা লিখে তার প্রিয়জনকে শুনিয়ে থাকে। এটিও একটি মহৎ গুণ। ফলে তার প্রিয়জন আরো অনেক বেশি খুশি হয়। তাহলে বন্ধুরা চলুন জেনে নেই ১৪ই ফেব্রুয়ারি নিয়ে আজকের শুভেচ্ছা বার্তা গুলো।
১৪ই ফেব্রুয়ারি ইতিহাস
বন্ধুরা ১৪ই ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা গুলো জানার আগে জেনে নেওয়া যাক ১৪ই ফেব্রুয়ারির ইতিহাস সম্পর্কে। ইতিহাসের পাতায় ১৪ই ফেব্রুয়ারিকে নিয়ে অনেক গল্প কাহিনী রয়েছে। তবে কোন গল্প কাহিনী গুলো সঠিক তা এখনো কেউ নির্ধারণ করতে পারেনি। তবে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য তথ্যটি হচ্ছে রোম সাম্রাজ্যে এক রাজা ছিল যে রাজা খ্রিস্টান ধর্মাবলী লোকদেরকে সহ্য করতে পারতেন না।
কিন্তু ওই সম্রাজ্যে একজন চিকিৎসক ছিলেন যিনি বিনা পয়সায় সকল শ্রেণী পেশার মানুষের সেবা করতেন এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে সেই ডাক্তারের বেশ ভালো গ্রহণযোগ্যতা ছিল। আর ডাক্তারটির নাম ছিল ভ্যালেন্টাইন্স। তবে দুঃখের বিষয় ভ্যালেন্টাইন্স ছিলেন খ্রিস্টান ধর্মাবলী। আর এ কথা রাজারকানে পৌঁছালে রাজা ভ্যালেন্টাইন্সকে কারাবন্দি করে। কারাবন্দি থাকা অবস্থায় ভ্যালেন্টাইন্স এর কাছে একজন কারারক্ষী তার মেয়েকে নিয়ে আসে এবং ভ্যালেন্টাইন্সকে বলে তার মেয়ে অন্ধ ভ্যালেন্টাইন্স যেন তার মেয়েকে ভালো করে দেয়। ভ্যালেন্টাইন্স কথামতো মেয়েটিকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে থাকে।
ভ্যালেন্টাইন্স এসব ঔষধ খাওয়াতেন ওয়াইন, দুধ এবং মধু দিয়ে। ২৭৯ খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর মৃত্যুদণ্ড দেওয়ার আগে ভ্যালেন্টাইন্স একটি সাদা কাগজে গোলাপ ফুল দিয়ে সেই মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লেখে। চিঠিটি পরবর্তীতে কারারক্ষীরা মেয়েটির হাতে দেয়। মেয়েটি হাতে নিয়ে চিঠিটিতে দেখে লাল গোলাপ দিয়ে লেখা রয়েছে ইতি তোমার ভ্যালেন্টাইন্স। অর্থাৎ সেই অন্ধ মেয়েটি ভ্যালেন্টাইন্সের চিকিৎসায় ভালো হয়ে যায়। এরপর থেকে এই কথাটি মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সেই মহান চিকিৎসক ভ্যালেন্টাইন্সের স্মরণে ৪৫০ খ্রিস্টাব্দের পর থেকে প্রতিবছর বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয় যা বর্তমানে বহাল রয়েছে।
ভালোবাসা দিবসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান
১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটি মূলত উনবিংশ শতাব্দীর শুরু থেকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় হতে থাকে। যদিও এর আগে থেকেই এই দিবসটি সীমিত আকারে পালন করা হতো। তবে বর্তমানে একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে ১৪ই ফেব্রুয়ারি ভালোবেসে দিবস।
আর এই দিবসটিকে সামনে রেখে অনেক ব্যবসা প্রতিষ্ঠান শুরু থেকেই প্রস্তুতি নিতে থাকে। কারণ এই দিনে প্রেমিক প্রেমিকা একে অপরকে সবচেয়ে সেরা উপহারটি দেওয়ার চেষ্টা করে। আর এসব উপহারের মধ্যে থাকে চকলেট, উপহার কার্ড সহ আরো অন্যান্য জিনিসপত্র। আর ব্যবসায়ীরা এই বিষয়টিকে কাজে লাগিয়ে ১৪ ই ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে প্রায় কয়েক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে থাকে।
এমনকি এই দিনটিতে পশ্চিমের দেশগুলতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে উন্নত দেশগুলোতে এই দিনটিকে সামনে রেখে সরকার নিজে থেকেই জনগণের স্বার্থে খরচ করে। অবশ্য সরকারের খরচ করার একটি কারণ হলো বর্তমান সময়ে মানুষ এত ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাবার মত সময় নেই। তাই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসলে মানুষ একটু মানসিক সস্তি পায়। যা দেশের জন্য এবং সমাজের জন্য কল্যাণকর। তাই সরকার নিজে থেকেই প্রণোদনা দিয়ে এসব অনুষ্ঠান আয়োজন করে থাকে।
ভ্যালেন্টাইনস ডে উইশ ২০২৪
চলার পথে আমার হাতটি ধরে রেখো তুমি সর্বদা
ভালোবাসার এই বন্ধনে পড়ুক সবই বাঁধা
তোমার আছি থাকবো তোমার কথাখানি রাখবো
দুজনে তে নতুন করে সুন্দর পৃথিবী গড়বো
>>>>>> শুভ ভালোবাসা দিবস ২০২৪ <<<<<<
যেমন ভাবে তুমি আছো
তেমনভাবেই তোমাকে চাই
চাইনা কোন পরিবর্তন
পর না হয়ে হয়ে যাও আপনজন
<<<<******শুভ ভালোবাসা দিবস ২০২৪******>>>>>
তুমি আমার চোখের মনি
তুমি আমার প্রাণ
এই দুনিয়ায় আর তো কেউ নেই
তোমার সমান
<><><><><><Happy Valentine’s Day 2024<><><><>
ভ্যালেন্টাইনস ডে ২০২৪ মেসেজ
এমনভাবে হাসিখুশি থেকো তুমি সর্বদাই
না পাওয়ার মধ্যেও তোমার মাঝে অনেক কিছুই খুঁজে পাই
<><><><><><Happy Valentine’s Day 2024<><><><>
যতই কিছু হয়ে যাক না কেন
যতই খারাপ দিন আসুক না কেন
আমরা দুজনে দুজনের সাথেই রয়েছি থাকবো
জীবনের শেষ নিশ্বাস টুকু পর্যন্ত
*<*<*<*<>*>* শুভ ভালোবাসা দিবস ২০২৪ *<*<*<*<>*>*
আমার এই মনের মাঝে দিয়েছি তোমায় ঠাঁই
মরণের পরেও যেন বিধাতার কাছে চাওয়া তোমাকেই পাই
<><><><><><Happy Valentine’s Day 2024<><><><>
বেদনাও মধুর হয় যদি ভালোবাসা দাও
মুখের কথাগুলোও গান হয়ে যায়
যদি তুমি গাও
&&&&&&&& >>Happy Valentine’s Day 2024<< &&&&&&&&&&
ভ্যালেন্টাইনস ডে ২০২৪ কবিতা
কেন ভালোবাসি, কতটা ভালোবাসি
জিজ্ঞেস করলে হয়তো কখনই বলতে পারবো না
শুধু জানি আমি তোমাকে খুব ভালোবাসি
ও আমার প্রাণের প্রিয়া
<<<<******শুভ ভালোবাসা দিবস ২০২৪******>>>>>
রাতের চাঁদ আলো ছড়ায়
সুগন্ধ ছড়ায় ফুল
তোমাকে আমি ভালোবেসে করিনিকো কোন ভুল
ভালোবাসার এই দিনে করি প্রেম নিবেদন
আমাদের প্রেমের এই বন্ধন যেন থাকে আজীবন
*<*<*<*<>*>* শুভ ভালোবাসা দিবস ২০২৪ *<*<*<*<>*>*