তথ্য ও প্রযুক্তি

Vivo X80 5G এর দাম ২০২৪, Security, RAM & ROM

Vivo X80 5G

হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্ট হতে যাচ্ছে মোবাইল ফোন রিভিউ নিয়ে। বাংলাদেশ মোবাইল মার্কেটে চলে আসলো vivo পক্ষ থেকে আরেকটি ফাইভ-জি খেলোয়াড় মাঠে নামলো। যার নাম হল Vivo X80 5G। আপনার যদি এই Vivo X80 5G সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি আপনার জন্য।

Vivo X80 5g ফোনটিতে আমাদের জন্য কি কি উপহার দিচ্ছে সেটি জানবেন আজকের এই পোস্টটিতে। আর বন্ধুরা আপনি যদি সকল বিষয়ে জানতে চান আর আপনি যদি একজন Vivo ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের পোষ্টটি আপনারই জন্য । পুরো পোস্টটি স্কিপ না করে মনোযোগ দিয়ে পড়ুন

Display: প্রথমেই আসা যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে , ফোনটিতে থাকছে 6.78 inches Full HD+ Full HD+ 1080 x 2400 pixels (388 ppi) display ।

Camera quality: ফোনটি back Triple 50+12+12 Megapixel camera থাকছে , তার সঙ্গে থাকছে Laser AF, OIS, 2x optical zoom, telephoto, ultrawide, Zeiss optics, Pixel Shift and more ইত্যাদি। এবং 4K Ultra HD (2160p), gyro-EIS video record করতে পারবেন আপনি। ফোনটির font camera 32 Megapixel , আর ভিডিও রেকর্ড করতে পারবেনূ 4K Ultra HD (2160p)।

Battery power: Vivo X80 5G এই ফোনটির সাথে থাকছে Lithium-polymer 4500 mAh (non-removable)mAh battery । আর বক্সে পেয়ে যাবেন 80W Fast Charging (50% in 11 minutes) চার্জার। এই ফোনটির একটি বিশেষ দিক হচ্ছে 11 মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে । Vivo কোম্পানি তাই বলছে ।

CPU and processor: এই ফোনটিতে থাকছে 3.05 GHz octa-core CPU আর processor থাকছে MediaTek Dimensity 9000 5G (4 nm)। এই ফোনটি Android 12 (Funtouch 12) রান করবে।

Storage: এই ফোনটি 8 or 12 GB RAM আর 128, 256 or 512 GB internal storage এবং dedicated MicroSD slot পাবেন এই ফোনে।

Security: Fingerprint আছে ডিসপ্লের মধ্যে আর Face Unlock আছে।

Gaming test: এই ফোনটিতে ফ্রি ফায়ার গেমিং করা হয়। যা ভালোভাবেই খেলা যাচ্ছিল, দুই তিন ঘণ্টা খেলার পর ফোনটিতে হালকা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু বেশি গরম হচ্ছিল না।

এরপর ফোনটিতে pubg রান করা হয়। ফুল HD গেমটি খেলা গেলেও। Natural mood, গেমটি ভালোভাবেই খেলা যাচ্ছিল, action moment দুই এক জায়গায় টুকিটাকি lakh পাওয়া যাচ্ছিল। কিন্তু সুন্দরভাবেই গেমটি খেলা যাচ্ছিল। আবার যদি call of duty কথা বলেন, তাহলে গেমটি ভালই খেলা যাচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ে ব্যবহার করলে ফোনটি হালকা গরম হয়ে যাচ্ছিল ।

সবকিছুই তো বলা হলো কিন্তু ফোনটির দাম কত সেটি তো বলা হলো না। বাংলাদেশ মার্কেটে Vivo X80 5G ফোনটি পাওয়া যাচ্ছে Official 12/256 GB এর দাম হল৳76,990 টাকা । এই দামে ফোনটি বাংলাদেশের লঞ্চ হয়েছে। ফোনটি কোয়ালিটির উপর দেখলে ফোনটির দাম কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটি যদি 70 হাজার টাকার আশেপাশে পাওয়া যেত তাহলে 70 হাজার টাকার বাজেটের মধ্যে বেস্ট ফোন এটি হত। এখন যদি বলেন ভাই এই ফোনটি কি আপনাদের জন্য recomment করা যাবে ?
প্রথমে আমি ফোনটির কিছু ভালো দিক সম্পর্কে বলি সেটি হল ফোনটির ক্যামেরা কোয়ালিটি একদম ভালো । ভালো কোয়ালিটি ছবি তুলতে পারতেছিল। ছবির মধ্যে কালার গুলো ভালো করে ধরে থাকতে পারতেছিল । এখানে 50+12+12 megapixel camera ব্যবহার করা হয়েছে তাই ছবি তো ভালো হবেই।

ফোনটি গেমে গিয়ে ভালোই পারফরমেন্স ছিল। এসব বিষয়ে বিবেচনা করলে ফোনটি এই দামি ঠিক আছে । আর ফোনটি খারাপ যে দিকগুলো আমাকে লেগেছে সেগুলো : processor হিসেবে Snapdragon ব্যবহার করা হত তাহলে এটি অবশ্যই ভালো ফোন হত ।ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করলে 5-6 ঘণ্টার বেশি সময় গেম খেললে ফোনটি গরম হয়ে যাচ্ছিল। Vivo কোম্পানি ফোনটির ডিজাইন আরো উন্নতি করতে পারত। তাছাড়া সব বিষয়গুলোই ঠিকঠাক ছিল ।

তাই এসব বিষয় বিবেচনা করে দেখা যায়। 70 হাজার টাকার আশেপাশে হলেই ভালো হতো। ক্যামেরা ভালো চান তাহলে এই ফোনটি আপনার জন্য থাকবে। এই ছিল বন্ধুরা আজকের আমাদের পোস্ট পোস্টটি যদি ভালো লাগে আরও এরকম পোস্ট যদি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন। সবাইকে ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।