Xiaomi Mobile! হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টটি হতে যাচ্ছে Xiaomi Mobile কোম্পানির সম্পর্কে। তাই বন্ধুরা আমাদের এই পোস্টটি পুরো মনোযোগ দিয়ে পড়ুন তাহলে সবকিছু জানতে পারবেন।
আর কিছু দিন এই অফার টি থাকবে। এরপর স্বাধীনতার ৫৩ বছর পূর্তির আনন্দে মাতবে গোটা দেশ। সেক্ষেত্রে এমাজোন ফ্লিপকার্ট-এর মত বড়ই কমার্স প্ল্যাটফর্মের মতই জনপ্রিয় টেক ব্র্যান্ড Xiaomi-ও এই উপলক্ষে (পড়ুন ভারতীয় ইউজার বা ফ্যানদের আবেগের কথা ভেবে আকোর্ষনিয় অফার দিচ্ছে।
‘Xiaomi Independence Day Sale
(শাওমি ইন্ডিপেন্ডেন্স ডে সেল) নামক এই ইভেন্টে Xiaomi এবং Redmi এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি বাজেট কমাতে স্মার্টফোন খুব কমদামে কেনার সুযোগ সুবিধা পাচ্ছেন। তদুপরি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে । এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টসহ 13,000 টাকা ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
মনে রাখবেন, আগামি 5 ই আগস্ট থেকে 14 ই আগস্ট পর্যন্ত Amazon এবং Xiaomi India এর ওয়েবসাইটে এই অফারগুলির সবিধা উপোভোক করতে পারবেন। আসুন এখন দেখে নেই চলতি Xiaomi Independence Day Sale-এ কোন কোন স্মার্টফোন কিনলে আপনারা কিনতে পারবেন।
Xiaomi এর ওয়েবসাইট এবং অ্যামাজনে Xiaomi 12 Pro হ্যান্ডসেটটি এখন 61,999 টাকায় বিক্রি করা হচ্ছে
কিন্তু অ্যামাজন থেকে এই ফোনটি কিনলে ইউজাররা 5,000 টাকার একটি সুবিধা পাবেন। আবার, যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 6,000 টাকা ছাড় পেতে পারেন।
এসবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও 2,000 ছাড় পেতে পারেন। যারা কম দামে শাওমি ফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটি অবশ্যই কিনতে পারবেন। এটি বাংলাদেশের একটি উন্নত মানের ফোন। এটাতে যা যা ছাড় দেওয়ার তা সব বলা হয়েছে। ফোনটি ভালো লাগলে অবশ্যই কিনবেন।
এই ফোনটি অনেকেই কিনতে চাচ্ছেন। যারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন,, তারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে এই ফোনটির মূল্য ৪৯ হাজার ৯৯৯ হাজার টাকা। এখানে সব ধরনের ছাড় দেওয়া হয়েছে।
বন্ধুরা এই ছিল আজকে আমাদের পোস্ট। এরকমই মজার মজার ও জানা অজানা বিষয়ে পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।