ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টো মার্কেটে এই ১৫টি কয়েনে বিনিয়োগ করলেই দিগুণ লাভ

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো  long time এর জন্য ক্রিপ্টোকারেন্সির যে কয়েন গুলোতে আপনি ইনভেস্ট করলে অবশ্যই আপনার ইনভেস্টমেন্টে প্রফিট আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার মত 15টি কয়েন সম্পর্কে।

ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট

ক্রিপ্টোকারেন্সির কয়েন গুলোতে ইনভেস্ট করার আগে আমরা যদি মার্কেটের অবস্থা দেখি তাহলে দেখতে পাবো। ক্রিপ্টোকারেন্সির মার্কেট এখন হালকা আপের দিকে আছে। এখানে বিটকয়েন, ইথিরিয়াম ছাড়াও সমস্ত কয়েন কিন্তু আপের দিকে রান করছে। তাই আজকে আমি যে সমস্ত কয়েনের কথা বলব ওই সমস্ত কয়েন লং টাইমের জন্য (যেমন মিনিমাম 3 থেকে 5 বছর আপনাকে) ইনভেস্ট করার পর অপেক্ষা করতে হবে এবং আশা করা যায় এই সময়টি আপনি অপেক্ষা করতে পারলে ক্রিপ্টোকারেন্সির মার্কেট থেকে একটি মানসম্মত প্রফিট পাবেন। তাহলে চলুন দেখে নেই কোন  কয়েন গুলোতে লং টাইমের জন্য ইনভেস্ট করলে আমরা প্রফিট আর্ন করতে পারব।

1/ eCASH (XEC)

এই কয়েনের কারেন্ট প্রাইস ডলারে $0.00005601 সিরিজে রান করছে। যার মার্কেট ক্যাপ এখন 57এবং 1 লক্ষ 69 হাজার ওয়াজ লিস্ট রয়েছে। এর অলটাইম হাইট ছিল $0.0005926 এবং অল টাইম লো ছিল $ 0.0000173 । এই কয়েন 91% ডাউনে আছে তার অলটাইম হাইট থেকে তাই আপনারা এই কয়েনকে আপনার পোর্টফলিওতে রাখতে পারেন।

2/ Gala

এই কয়েনের নাম আমরা হয়তো সকলেই শুনেছি। এই কয়েনের কারেন্ট প্রাইস $0.07908 সিরিজে রান করছে। পাঁচ লক্ষেরও বেশি ওয়াজ লিস্ট রয়েছে এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 82।  এটি একটি গেমিং কয়েন এই কয়েনের বা গেমিং কয়েনের পারফরম্যান্স সব সময় খুব ভালো হয়ে থাকে। বর্তমানে এই  কয়েনটা অনেকটাই ডাউনে রয়েছে কিন্তু এটি অতি শীঘ্রই আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই কয়েনের অলটাইম হাইট ছিল $ 0.8367 এবং অলটাইম লো ছিল $ 0.000151 ।

3/ Harmony (ONE Koyen)

হারমনি বা ওয়ান কয়েনের কারেন্ট প্রাইস $0.04273 এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 83মার্কেট ক্যাপ রিগার্ডিং এবং এই কয়েন এর ওয়াজ লিস্ট রয়েছে 4 লক্ষেরও বেশি। আবার এই কয়েনের অলটাইম হাইট $0.3798 এবং অল টাইম লো $0.001257 এই কয়েনটি অল টাইম হাইটের চেয়ে 88% ডাউনে রয়েছে।

4/ Dent Koyen

এটি একটি নেটওয়ার্ক  বেস কয়েন। আমরা হয়তো সকলেই e সিম কার্ডের নাম শুনেছি। এই e সিম কার্ডের জন্যই কাজ করে Dent কয়েক। এই কয়েনের কারেন্ট প্রাইস $0.001311 সিরিজে রান করছে।  এই কয়েনের মার্কেট  র‍্যাঙ্ক রয়েছে 184 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং এবং এই কয়েন্টের ওয়াজ লিস্ট রয়েছে 2 লক্ষেরও বেশি। Dent কয়েনের অলটাইম হাইট ছিল $ 0.1114 এবং অলটাইম লো ছিল $0.00007049 এই কয়েনটি অলটাইম হাইট এর চেয়ে 98% ডাউন এ রয়েছে। এই কয়েনটিও আপনি আপনার পোর্টফলিতে রাখতে পারেন কেননা লং টাইমের জন্য এটিও একটি প্রফিটেবল কয়েন।

5/ Reef Koyen

এই কয়েনের মার্কেট প্রাইস $0.004531 সিরিজের রান করছে এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 299 । ওয়াচলিস্ট রয়েছে দুই লক্ষের বেশি রিপ কয়েনের অলটাইম হাইট ছিল $0.05841 এবং অল টাইম লো ছিল $0.002806 এই কয়েন 92% ডাউন এ রয়েছে।

6/ TRON (TRX)

এই কয়েনের নাম আমরা হয়তো সকলেই শুনেছি এবং এই কয়েনটি মার্কেটে খুব সুন্দর  রান করছে। এই কয়েনের কারেন্ট প্রাইস $0.08393 সিরিজের রান করছে এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 13। অনেক বড় বড় কয়েনকে টোপকে 13 নাম্বার র‍্যাঙ্কে এসেছে। তাই বুঝতে পারছেন কয়েনটির মার্কেট ভবিষ্যতে কি হতে পারে। আর এই কয়েনের চারলক্ষর বেশি হোয়াজ লিস্ট রয়েছে। এটি একটি স্ট্রং কয়েন আবার ট্রনের অনেক ব্লক চেন রয়েছে এবং এই কয়েনের অলটাইম হাইট ছিল $0.3004 এবং অল টাইম লো ছিল $0.001091 এই কয়েনটি তার হাইট থেকে 72% ডাউনে রয়েছে। যেহেতু ক্রিপ্টোমার্কেট এখন ডাউনে রয়েছে সেহেতু বিটকয়েন এবং ইথিরিয়ামের চেয়ে এই কয়েনটি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে।

7/ BitTorrent-New (BTT)

এই কয়েনটি একটি প্রফিটেবল কয়েন আমি আশা করি এই কয়েনটি সকলেরই লিস্টে রয়েছে। কেননা BTT কয়েনটি বর্তমানে এবং অদূর ভবিষ্যতে ভালো অবস্থানে যাবে। এমনকি বিটকয়েন বা ইথেরিয়াম এর পরেই তার অবস্থান হতে পারে। এই কয়েনের কারেন্ট প্রাইস হল $0.000001117 । মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 55।

এই কয়েনটি নতুন রূপে মার্কেটে এসেছে যদিও এই কয়েনটি এখন পর্যন্ত তেমন প্রফিট দিতে পারেনি। কিন্তু আশা করা যায় অদূর ভবিষ্যতে এই কয়েনটি খুব ভালো অবস্থানে যাবে। এটি একটি ওয়েব সিরিজের কয়েন। ওয়েভ ট্রি যখন ট্রেন্ডে আসবে তখন এই কয়েনটির হাইপ বেড়ে যাবে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই কয়েনটির অলটাইম হাইট ছিল $0.000003054 এবং অল টাইম লো ছিল $0.0000009956 । এটি অলটাইম হাইট থেকে 63% ডাউনে রয়েছে।

8/ VeChain (VET)

কয়েনটির কারেন্ট প্রাইস রয়েছে ডলারে $0.03202 এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 32 পাশাপাশি 9 লক্ষেরও বেশি ওয়াজ লিস্টে রয়েছে এই কয়েনটি। এই কয়েনের অলটাইম হাইট ছিল $0.2782 এবং অল টাইম লো ছিল $0.001978 পাশাপাশি কয়েনটি  88% ডাউনে রয়েছে অলটাইম হাইট থেকে।

9/ The Graph (GRT)

এই কয়েনের কারেন্ট প্রাইস ডলারে $ 0.1633 সিরিজে রান করছে এবং মার্কেট র‍্যাঙ্ক রয়েছে 52এবং তিন লক্ষেরও বেশি ওয়াজ লিস্ট করা রয়েছে এই কয়েনের। পাশাপাশি জিয়ারটির অলটাইম হাইট ছিল $2.88 । অলটাইম হাইট থেকে 94% ডাউনে রান করছে।

10/ Shiba Inu (SHIB)

এই কয়েনের ব্যাপারে তেমন কিছু বলার নেই। কেননা এই কয়েনের ব্যাপারে হয়তো আমরা সকলেই ইতিমধ্যে জানি। কারন এই কয়েনটি ক্রিপ্টোমার্কেটে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। কয়েনটির কারেন্ট প্রাইস $0.00001112 সিরিজে রান করছে। অলটাইম হাইট ছিল $0.00008845 এবং অল টাইম লো ছিল $0.000000000082 । কয়েনটি 87% ডাউনে রয়েছে তার অলটাইম হাইট থেকে।

11/ 1inch Network (1INCH)

এই কয়েনের মার্কেট  র‍্যাঙ্ক  হলো 95 এবং মার্কেট প্রাইস $0.8842 । কয়েনটির অলটাইম হাইট ছিল $7.87 এবং অল টাইম লো ছিল $0.7184 । কয়েনটি 88% ডাউনে রয়েছে তার অলটাইম হাইট থেকে।

12/ Cardano (ADA)

এই কয়েনের প্রাইস $6.34 সিরিজে করছে। কারেন্ট রেঙ্ক হলো 6 ।  এই কয়েনটি টপ 10 ক্রিপ্টোকারেন্সির মধ্যে পড়ে। এই কয়েনের অল টাইম হাইট ছিল $3.10 এবং অল টাইম লো ছিল $0.01735 । এটি 79% ডাউনে রয়েছে তার অলটাইম হাইট থেকে।

13/ ApeCoin (APE)

এই কয়েনটি  4 সিরিজে রয়েছে। মার্কেট র‍্যাঙ্ক 36 এবং কারেন্ট প্রাইস $6.34 পাশাপাশি watch list রয়েছে 2 লক্ষের বেশি।  কয়েনটির অলটাইম হাইট ছিল $39.40 এবং অল টাইম লো ছিল $1.00 । কয়েনটি তার অলটাইম হাইট থেকে 83% ডাউন এ রয়েছে।

14/ Polkadot (DOT)

এই কয়েনের কারেন্ট প্রাইস $9.78 ডলার। র‍্যাঙ্ক হলো 11 এবং কয়েনটির হাইট $55.00 ও কয়েনটির লো $2.69 । পাশাপাশি 14 লক্ষেরও বেশি ওয়াজ লিস্ট রয়েছে। কয়েনটি তার অল টাইম হাইট থেকে 82% ডাউন এ রয়েছে।

15/ FTX Token (FTT)

এটা একটা এক্সচেঞ্জ টুকেন। অনেকেই বলে থাকেন যে নেক্সট বি এন্ড বি কিন্তু FTX এর হবে মানে। BNB  যে প্রাইজটা এখন রান করছে ওই প্রাইসটা কিন্তু FTX এর হতে পারে। এই কয়েনের এখন কারেন্ট প্রাইস $27.16 ডলারের রান করছে। কয়েনটির অলটাইম হাইট $85.02 এবং অলটাইম লো $0.8313 এটি অলটাইম হাইট থেকে 67% ডাউনে রয়েছে।

বন্ধুরা উপরে যে সমস্ত কয়েন নিয়ে আমি আলোচনা করলাম প্রতিটি কয়েন কিন্তু একটি স্ট্রং লেবেলে অবস্থান করছে। এরপরও আপনারা নিজে এনালাইস করে পছন্দ মতো ক্রিপ্টো মার্কেটের যে কোন কয়েন্টে ইনভেস্ট করতে পারেন। আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম ক্রিপ্টোকারেন্সির নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।