ক্রিপ্টোকারেন্সি

বিটকয়েনের ইতিহাস ও বর্তমান মূল্য (১ বিটকয়েন সমান কত টাকা)

বিটকয়েনের ইতিহাস! মানবজীবন উন্নত হওয়ার সাথে সাথে মানুষ আজ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে লেনদেন ব্যবস্থাকে এক অন্য মাত্রায় নিয়ে এসেছে।

বিটকয়েনের ইতিহাস

ডিজিটাল ট্রানজেকশন যেমন  google pay, phonepe এবং অন্যান্য ওয়ালেট এর মাধ্যমে টাকা লেনদেন বা কেনাবেচা সম্পর্কে প্রায় সকলেই অবগত। ঠিক তেমনি ইন্টারনেট আজ অনলাইন ইনকাম ও বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যারা টাকা বিনিয়োগ করে লাভ করতে ভালোবাসে বর্তমানে তাদের কাছে বিটকয়েন বেশ জনপ্রিয়তা পেয়েছে।

বিটকয়েন হল এমন একটি মুদ্রা যা কাগজে ছাপা হয় না। সোনা, রুপা কিংবা তামার কয়েনও নয়। বিটকয়েন হল এমন একটি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি যা দিয়ে শুধু নেট জগতে লেনদেন করা যায়। শুধুমাত্র ইন্টারনেটে কেনাবেচার ক্ষেত্রেই এর গুরুত্ব। যার একটি কয়েনের বর্তমান মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ লক্ষ টাকারও বেশি। ও বাংলাদেশি টাকা প্রায় ৪৪ লক্ষ টাকার সমান। বিভিন্ন দেশে এর মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে শেয়ার মার্কেটের মত একটি বিটকয়েনের দাম উপর নিচ হতে থাকে।

অর্থাৎ আজকে যা একটি বিটকয়েনের মূল্য কাল তা বাড়তেও পারে আবার কমতেও পারে। ব্যাপারটা কিছুটা শেয়ার মার্কেটের মত মনে হলেও শেয়ার মার্কেটের সাথে বিটকয়েনের কোন সরাসরি যোগ সূত্র নেই।

বিটকয়েন হলো একটি ডি কন্ট্রোলাইজ ভার্চুয়াল কারেন্সি অর্থাৎ এটি একটি দ্বিকেন্দ্রীয় ভার্চুয়াল মুদ্রা, যার কোন নিয়ন্ত্রণকারী দেশ, ব্যাংক এবং সংস্থা নেই সহজ কথায় বললে বিটকয়েন এর কোনো মালিক নেই। যেভাবে ইন্টারনেটের কোন মালিক নেই। কিন্তু আমরা সকলেই কয়েনের মতো এটি ব্যবহার করছি।

ঠিক সেভাবেই যে কেউ ডেইলি এই মুদ্রা ব্যবহার করতে পারবে। তবে বিটকয়েন ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। বিটকয়েন হল বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি। তবে এর সূত্রপাত নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ২০০৮ সাল নাগাদ নেট দুনিয়ার কেনাবেচার মাধ্যম হয়ে ওঠে এটি। সাতাসি নাকামুত নামে কোন এক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিটকয়েনের স্রষ্টা বলে মনে করা হয়। তবে বাস্তবে তার কোন অস্তিত্ব বা খোঁজ পাওয়া যায়নি।

 ২০০৮ সালে অক্টোবর মাসে সাতাসি নাকামুত ছদ্মনামে বিটকয়েনে পেয়ার টু পেয়ার ইলেকট্রিক ক্যাপ সিস্টেম নামক ৯ পৃষ্ঠার একটি প্রস্তাবনা অনলাইন প্রকাশ করেন। সেখানেই প্রথম বিটকয়েন সম্পর্কে ধারণা দেওয়া হয়। যার সারসংক্ষেপে বলা হয় এটি একটি পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থা যেটির মাধ্যমে একজন অন্যজনের সঙ্গে কোন তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের কাছে না গিয়ে এবং হোস্ট পেন্ডিং বা অন্য কোন ব্যয় ছাড়াই লেনদেন করতে পারবে।

এই ব্যবস্থায় সব ধরনের লেনদেন সম্পূর্ণ হবে কাজের প্রমাণের ভিত্তিতে কোনরকম আফটার ভিত্তিতে নয়। এবং সব ধরনের লেনদেন একটি নির্দিষ্ট নেটওয়ার্কের লিপিবদ্ধ থাকবে তাকে ব্লক চেন বলা হয়। এ প্রস্তাবনা প্রকাশের পর থেকে সাতাসি নাকামুত বিটকয়েন মাইনিং এর জন্য প্রথম সফটওয়্যার তৈরি করেন। মাইনিং হল বিটকয়েন তৈরি করার পদ্ধতি এবং ২০০৯ সালে জানুয়ারি মাসে প্রথম বিটকয়েন ইনভেস্ট করেন। বর্তমানে বিটকয়েন এত জনপ্রিয়তা পাওয়ার পরও এই সাতাসি নাকামুতর আসল পরিচয় এখনো অজানা।

বিটকয়েনের বিনিময়ে প্রথম পণ্য কেন হয় ২০১০ সালের ২১ শে মে। রস জ্বালো নামক এক বিটকয়েন ব্যবহারকারী ১০ হাজার বিটকয়েনের বিনিময়ে ২৫ ডলার মূল্যের একটি পিজ্জা কিনেন। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য কয়েক লক্ষ টাকা হলেও শুরুর দিকে এর মান প্রায় শূন্য ছিল। তবে ২০১০ সালের মার্চ মাসে একটি বিটকয়েনের মান ০.০০৩ ডলার ও জুলাই মাসে এর মান দাঁড়ায় ০.০০৮ – ০.০৮  ডলারে।

এরকম ২০১৩ সালের পর বিটকয়েনের মান তীব্র গতিতে বাড়তে থাকে যা বর্তমানে কয়েক লক্ষ টাকায় দাঁড়িয়েছে। প্রতিটি জিনিসেরই কিছু সুবিধা ও অসুবিধা থাকে বিটকয়েনেরও আছে। তা সত্ত্বেও বর্তমানে প্রায় যতগুলো ক্রিপ্টো কারেন্সি ব্যবহৃত হয় তাদের মধ্যে বেশ জনপ্রিয় বিটকয়েন। যা ইথিরিয়ামকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে বিশ্বব্যাপী ৩০ হাজারেরও বেশি ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করেছে।

আমেরিকার এল সালবাদর বিশ্বের প্রথম দেশ যা বিটকয়েন কে দৈনিক লেনদেনের মাধ্যম হিসেবে বৈধতা দিয়েছে। মার্কিন শেয়ারবাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান নাচ ডাকের তথ্য অনুযায়ী অনলাইন খুঁজরা বিক্রেতা overstock.com, Virqin GALACTIC, WordPress, TESLA MOTORS ছাড়াও অনলাইন ব্যাটিং ওয়েবসাইট থেকে টরেন্ট সাইট দা পাইরেট পে সকলেই বিটকয়েনের মাধ্যমে পরিষেবা আদান-প্রদান করে থাকে।

বিটকয়েন ও স্থায়ী মুদ্রার দাম

                     BTC                      দেশ                      মূল্য
1 BTC USD 29,960.59
1 BTC TRY 749,913.45
1 BTC RUB 2508, 899.40
1 BTC EUR 27,572.73
1 BTC Bangladesh 44,50000

বন্ধুরা বিটকয়েন সম্পর্কে আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের সাইটে এরকম আরো অনেক পোস্ট রয়েছে আপনি চাইলেই সেগুলো ভিজিট করতে পারেন। বিটকয়েনের বিকল্প মুদ্রা ইথিলিয়াম সম্পর্কে জানতে আমাদের পরবর্তী পোস্টটি ফলো করুন ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।