খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান স্কোয়াড এন্ড সময়সূচি

টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান স্কোয়াড

টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান স্কোয়াড: আমরা সকলেই জানি টি-টোয়েন্টি মানেই যেন চার ছক্কা। আর এই চার ছক্কার পরিমাণ যে দল সবচেয়ে বেশি মারতে পারে টি-টোয়েন্টিতে তারাই জয়ী হয়ে থাকে।

এক্ষেত্রে আমরা দেখে থাকি বড় বড় দলগুলো অনেক বেশি পরিমাণে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে দর্শকদের আনন্দ দিয়ে থাকে। আর পাকিস্তান হলো তেমনি একটি অন্যতম দল যে দলে বিশ্বের নামকরা সব তারকা ক্রিকেটার খেলে আসছে।

বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে জানাবো আসন্ন ২০২৪ টি২০ বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড, সময়সূচী ও অন্যান্য তথ্য সম্পর্কে। আপনারা যদি পাকিস্তান দলের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আজকের পোস্টটি হতে চলেছে অত্যান্ত মনোমুগ্ধকর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অর্জন

পাকিস্তান সর্বপ্রথম ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অঙ্গনে পদার্পণ করে। এরপর থেকে দলটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

আইসিসি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করলে পাকিস্তান সেবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মোকাবেলা করে। তবে দুঃখের বিষয় ভারতের সঙ্গে পাকিস্তান শোচনীয় ভাবে হেরে রানার্সআপ হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এখন পর্যন্ত মোট ৩টি ফাইনাল খেলেছে। যেখানে ২০০৯ সালে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে এবং সর্বশেষ ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়।

উল্লেখ্য যে পাকিস্তান এখন অব্দি মোট ১৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে তারা ১১৭ ম্যাচে জয় এবং ৬৪ ম্যাচে পরাজয় ৩টা টাই ও ৫টির কোন ফলাফল হয়নি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এ গ্রুপে অবস্থান করছে। যেখানে পাকিস্তান মোকাবেলা করবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের। এছাড়াও আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

এখনো ঘোষণা হয়নি।

পাকিস্তান সময়সূচি এন্ড ভেন্যু

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবারে নবম আসরে গড়াবে। যেখানে আয়োজক দেশের মর্যাদা অর্জন করেছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মোট ৮টি ভেন্যুতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান সময়সূচি দেওয়া হলো।

পাকিস্তান গ্রুপ পর্বের সময়সূচি

 তারিখ দল ভেন্যু

 সময়

৬ জুন

পাকিস্তান বনাম  যুক্তরাষ্ট্র ডালাস রাত ৯টা ৩০
৯ জুন পাকিস্তান বনাম ভারত নিউ ইয়র্ক

রাত ৮টা ৩০

১১ জুন

পাকিস্তান বনাম কানাডা নিউ ইয়র্ক রাত ৮টা ৩০
১৬ জুন পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ফ্লোরিডা

রাত ৮টা ৩০

সুপার এইট সময়সূচি

তারিখ

দল ভেন্যু

 সময়

১৯ জুন

এ ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২০ জুন বি ১ Vs সি ২ সেন্ট লুসিয়া

ভোর ৬টা ৩০

২০ জুন

সি ১ Vs এ ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২১ জুন বি ২ Vs ডি ২ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২১ জুন

বি ১ Vs ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২২ জুন এ ২ Vs সি ২ বার্বাডোস

ভোর ৬টা ৩০

২২ জুন

এ ১ Vs ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২৩ জুন সি ১ Vs বি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

২৩ জুন

এ ২ Vs বি ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২৪ জুন সি ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২৪ জুন

বি ২ Vs এ ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২৫ জুন সি ১ Vs ডি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

সেমিফাইনাল এবং ফাইনাল সময়সূচি

তারিখ দল ভেন্যু

সময়

১৯ জুন

এ ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২০ জুন বি ১ Vs সি ২ সেন্ট লুসিয়া

ভোর ৬টা ৩০

২০ জুন

সি ১ Vs এ ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২১ জুন বি ২ Vs ডি ২ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২১ জুন

বি ১ Vs ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২২ জুন এ ২ Vs সি ২ বার্বাডোস

ভোর ৬টা ৩০

২২ জুন

এ ১ Vs ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২৩ জুন সি ১ Vs বি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

২৩ জুন

এ ২ Vs বি ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২৪ জুন সি ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া

ভোর ৬টা ৩০

২৪ জুন

বি ২ Vs এ ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২৫ জুন সি ১ Vs ডি ২ সেন্ট ভিনসেন্ট

ভোর ৬টা ৩০

বন্ধুরা আপনারা কি মনে করেন পাকিস্তান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পুনরায় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। যদি আপনার কাছে এমনটা মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।

আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচগুলো লাইভ সম্প্রচার দেখতে চান তাহলে আমাদের পরবর্তী পোস্টে সম্পূর্ণ লিংক দেওয়া আছে। সেখান থেকে চাইলেই আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচ দেখে নিতে পারেন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।