খেলাধুলা

আইপিএল ২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড & সময়সূচী

RCB প্লেয়ার তালিকা ২০২৪

RCB প্লেয়ার তালিকা ২০২৪! রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সংক্ষেপে আরসিবি বলে ডাকা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করে দলটি।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন পর্যন্ত ৩বার ফাইনালে অংশগ্রহণ করলেও একবারও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। দলটিতে রয়েছে বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। যে কিনা ২০১৬ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে একাই ৪টি শতক হাকিয়ে ছিলেন। দলটির বর্তমান ব্রান্ড ভ্যালু ৫৭৯ কোটি রুপি। যা ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ স্থান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০২৪ আইপিএল এর জন্য সর্বমোট  ২৪ জন খেলোয়াড় দলে ভিরিয়েছে। যেখানে রয়েছে দেশি-বিদেশি অনেক তারকা খেলোয়াড়। নিচে দলটির পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল,

  • ফাফ ডু প্লেসি (অধিনায়ক),
  • বিরাট কোহলি,
  • গ্লেন ম্যাক্সওয়েল,
  • মোহম্মদ সিরাজ,
  • দীনেশ কার্তিক,
  • রজত পাতিদার,
  • রিস টপলি,
  • উইল জ্যাকস,
  • সূয়াশ প্রভুদেশাই,
  • অনুজ রাওয়াত,
  • মাহিপাল লমরোর,
  • মনোজ ভান্ডাগে,
  • কার্ন শর্মা,
  • মায়াঙ্ক ডাগার,
  • বিশাখ বিজয়কুমার,
  • আকাশ দীপ,
  • রাজন কুমার,
  • হিমাংশু শর্মা,
  • আলজারি জোসেফ,
  • ইয়াশ দয়াল,
  • টম কারান,
  • লকি ফার্গুসন,
  • স্বপ্নীল সিং,
  • সৌরভ চৌহান

আইপিএল ২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সময়সূচী

দল

তারিখ সময়

ভেন্যু

 RCB বনাম CSK

২২ মার্চ, ২০২৪ রাত্রি 8:00 মিনিট এম এ চিদাম্বরম স্টেডিয়াম
RCB বনাম PBKS ২৫ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

এম চিন্নাস্বামী স্টেডিয়াম

RCB বনাম KKR

২৯ মার্চ, ২০২৪ রাত্রি 7:30 মিনিট এম চিন্নাস্বামী স্টেডিয়াম
RCB বনাম LSG ০২ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

এম চিন্নাস্বামী স্টেডিয়াম

RCB বনাম RCB

০৬ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট সওয়াই মানসিংহ ইন্ডোর স্টেডিয়াম
RCB বনাম MI ১১ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

মুম্বাই

RCB বনাম SRH

১৫ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট বেঙ্গালুরু
RCB বনাম KKR ২১ এপ্রিল, ২০২৪ বিকাল 3:30 মিনিট

কলকাতা

RCB বনাম SRH

২৫ এপ্রিল, ২০২৪ রাত্রি 7:30 মিনিট হায়দ্রাবাদ
RCB বনাম GT ২৮ এপ্রিল, ২০২৪ বিকাল 3:30 মিনিট

আহমেদাবাদ

RCB বনাম GT

০৪ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট বেঙ্গালুরু
RCB বনাম PBKS ০৯ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

ধর্মশালা

RCB বনাম DC

১২ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট বেঙ্গালুরু
RCB বনাম CSK ১৮ মে, ২০২৪ রাত্রি 7:30 মিনিট

বেঙ্গালুরু

 এখন পর্যন্ত আইপিএলে আরসিবির অর্জন

আরসিবি হল এমন একটি দল যারা কিনা এখন পর্যন্ত আইপিএল ফাইনালে অংশগ্রহণ করলেও একবারও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। তারা সর্বপ্রথম ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে ফাইনালে অংশগ্রহণ করে।

RCB প্লেয়ার তালিকা ২০২৪ যেখানে তখনকার দল ডেকান চার্জার্স এর মোকাবেলা করে হেরে যায়। এর পরের ২০১১ সালে পুনরায় ফাইনালে অংশগ্রহণ করে এবং চেন্নাই সুপার কিংস এর কাছে অবিশ্বাস্যভাবে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়। তারা সর্বশেষ ২০১৬ সালে আইপিএলের ফাইনালে অংশগ্রহণ করে।

যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবেলায় দলটি হেরে যায়। এরপর থেকে এখন পর্যন্ত দলটি ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি। তবে দলটি এখনো অব্দি মোট ৪বার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে। আরসিবির স্বাগতিক মাঠ এমএ চিন্নাস্বামী স্টেডিয়াম। এই মাঠে একসঙ্গে বসে প্রায় ৩৬ হাজারের বেশি দর্শক খেলা উপভোগ করতে পারে। আর এই মাঠে আরসিবির অনেক রেকর্ড রয়েছে।

আইপিএল ২০২৪ লাইভ অ্যাপস

আমরা অনেকেই রয়েছি যাদের টেলিভিশনের সামনে বসে খেলা দেখার সুযোগ হয়ে ওঠেনা। এর একটি মূল কারণ সারাদিন কর্ম ব্যস্ততা থাকার কারণে।

আর এজন্য অনেকেই রয়েছে যারা বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে জনপ্রিয় আইপিএল এর বিভিন্ন ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করে থাকে। যে অ্যাপসগুলো আইপিএল চলাকালীন প্রতিটি ম্যাচের আপডেট দিয়ে থাকে আজকে আমরা যে অ্যাপস গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো।

এই অ্যাপগুলোর মধ্যে কতগুলো অ্যাপস রয়েছে যেগুলোতে আপনাকে নির্দিষ্ট সংখ্যক একটি চার্জ প্রদান করে খেলা দেখতে হবে। এছাড়াও এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে কোন চার্জ প্রদান করতে হবে না। এজন্য শুধুমাত্র আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই হবে।

নির্দিষ্ট সংখ্যক চার্জ প্রদানের মাধ্যমে আইপিএল খেলা দেখার অ্যাপস

  • Viacom18,
  • JioCinema,
  • Hotstar official App,

কোন চার্জ ছাড়াই আইপিএল খেলা দেখার অ্যাপস

  • Rabbitholebd,
  • Toffee Apps

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।