খেলাধুলা

বিপিএল ২০২৫ সকল দলের স্কোয়াড

বিপিএল ২০২৪ সকল দলের স্কোয়াড

বিপিএল ২০২৫ সকল দলের স্কোয়াড! হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। এবারে মাঠে গোড়াবে বিপিএলের ১০ম আসর। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে।বরাবরের মতো এবারও ঢাকা তাদের নাম পরিবর্তন করেছে।

তারা এবার পূর্বের নাম ঢাকা ডমিনেটরস বাদ দিয়ে দুর্দান্ত ঢাকা রেখেছে। এছাড়া বাকি দলগুলো পূর্বের নামেই এবারের বিপিএলে অংশগ্রহণ করবে। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এবারের বিপিএলে অংশগ্রহণকারী ৭টি দলের নাম এবং তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের পোস্টটি।

বিপিএল ২০২৪ সকল দলের নাম

১/ রংপুর রাইডার্স

২/ সিলেট স্ট্রাইকার্স

৩/ ফরচুন বরিশাল

৪/ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

৫/ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৬/ দুর্দান্ত ঢাকা

৭/ খুলনা টাইগার্স

বিপিএল ২০২৪ সকল দলের স্কোয়াড

১/ রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স মোটামুটি তাদের দলকে এবার একটু শক্তিশালী করে তৈরি করেছে। কেননা তাদের দলে রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া তারা সরাসরি যুক্তিতে দলে ভিরিয়েছে বিদেশি পাঁচজন তারকা ক্রিকেটারকে এবং গতবারের প্লেয়ার হিসেবে ধরে রেখেছেন নুরুল হাসান সোহানসহ আরো দুজনকে। নিচে রংপুর রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।

  1. সাকিব আল হাসান
  2. নুরুল হাসান সোহান,
  3. শেখ মেহেদী হাসান,
  4. হাসান
  5. আজমাতউল্লাহ ওমরজাই,
  6. নিকোলাস পুরান
  7. বাবর আজম,
  8. এহসানউল্লাহ,
  9. মাথিশা পাথিরানা,
  10. ব্রেন্ডন কিং,
  11. ওয়ানিন্দু হাসারাঙ্গা
  12. রনি তালুকদার,
  13. শামীম হোসেন পাটোয়ারি,
  14. রিপন মন্ডল,
  15. হাসান মুরাদ,
  16. মিচেল রিপন,
  17. ইয়াসির মোহাম্মদ,
  18. আবু হায়দার রনি,
  19. ফজলে রাব্বি,
  20. আশিকুজ্জামান

২/ সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্স বরাবরের মতো এবারও মাশরাফি বিন মুর্তজাকে ধরে রেখেছে। তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন জাকির হাসান এবং তানজিন হাসান সাকিব। এছাড়া সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছেন নাজমুল হাসান শান্তকে। পাশাপাশি সরাসরি চুক্তিতে বিদেশী তিন সুপারস্টারকে দলে নিয়েছে দলটি। এছাড়া মোহাম্মদ মিঠুন সহ অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে নেওয়া হয়েছে। নিচে সিলেট স্ট্রাইকার্স এর পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।

  1. মাশরাফি বিন মুর্তজা
  2. ,জাকির হাসান,
  3. তানজিম হাসান সাকিব
  4. নাজমুল হোসেন শান্ত
  5. রায়ান বার্ল,
  6. বেন কাটিং,
  7. জর্জ
  8. মোহাম্মদ মিঠুন,
  9. রেজাউর রহমান রাজা,
  10. আরিফুল হক,
  11. ইয়াসির আলী চৌধুরী,
  12. রিচার্ড এনগারাভা,
  13. দুশান হেমন্ত,
  14. নাজমুল ইসলাম অপু,
  15. শফিকুল ইসলাম,
  16. নাঈম হাসান,
  17. জাওয়াদ রুয়েন,
  18. সালমান হোসেন ইমন

৩/ ফরচুন বরিশাল

ফরচুন বরিশাল এবার ধরে রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরো দুই দেশী ক্রিকেটারকে। এছাড়া বিদেশি একমাত্র ধরে রাখা খেলোয়াড় ইব্রাহিম জাদরান। এর বাইরেও বিদেশি খেলোয়াড় হিসেবে সরাসরি সই করিয়েছে আরো ৬  সুপারস্টারকে। এই দলটির সবচেয়ে বড় চমক দেশি খেলোয়াড় হিসেবে সরাসরি যুক্ত করেছে তামিম ইকবাল খানকে। এছাড়া অন্যান্য খেলোয়াড়দেরকে প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে। নিচে ফরচুন বরিশালের সম্পূর্ণ স্কোয়াড দেওয়া হল।

  1. ইবরাহিম জাদরান
  2. মাহমুদউল্লাহ রিয়াদ,
  3. মেহেদী হাসান মিরাজ,
  4. খালেদ আহমেদ
  5. শোয়েব মালিক,
  6. পল স্টার্লিং,
  7. ফখর জামান,
  8. মোহাম্মদ আমির,
  9. আব্বাস আফ্রিদি,
  10. দুনিথ ভেল্লালাগে
  11. মুশফিকুর রহিম,
  12. রাকিবুল হাসান,
  13. মোহাম্মদ সাইফউদ্দিন,
  14. সৌম্য সরকার,
  15. ইয়ানিক কারিয়াহ,
  16. কামরুল ইসলাম রাব্বি,
  17. প্রীতম কুমার,
  18. তাইজুল ইসলাম,
  19. প্রান্তিক নওরোজ নাবিল,
  20. দীনেশ চান্দিমাল

৪/ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কেননা তারা এখন পর্যন্ত মোট ৪ বার এই ট্রফি নিজেদের ঘরে নিয়েছে এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন। বরাবরের মতো তাদের দলে বিশাল চমক থেকে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও তারা দুই বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে এবং দেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিবদ্ধ একমাত্র খেলোয়াড় তাওহীদ হৃদয়। এছাড়া বেশি ক্রিকেটারদের মধ্যে ধরে রাখার তালিকায়া রয়েছে ৩ জন এবং বিদেশী ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৯ জন এবং অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিড়ানো হয়েছে। নিচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হলো।

  1. লিটন দাস,
  2. মোস্তাফিজুর রহমান,
  3. তানভীর ইসলাম
  4. মোহাম্মদ রিজওয়ান,
  5. সুনীল নারাইন
  6. তাওহিদ হৃদয়
  7. মঈন আলি,
  8. আন্দ্রে রাসেল,
  9. ইফতেখার আহমেদ,
  10. জামান খান,
  11. খুশদিল শাহ,
  12. জনসন চার্লস,
  13. নূর আহমেদ,
  14. নাসিম শাহ,
  15. রশিদ খান
  16. মৃত্যুঞ্জয় চৌধুরী,
  17. জাকের আলি অনিক,
  18. মাহিদুল ইসলাম অঙ্কন,
  19. রিশাদ হোসেন,
  20. রাহকিম কর্নওয়াল,
  21. ম্যাথু ওয়াটলার ফোর্ড,
  22. ইমরুল কায়েস,
  23. মুশফিক হাসান,
  24. এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)

৫/ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার সবচেয়ে সাদামাটা দল সাজিয়েছে। কেননা তারা দেশীয় খেলোয়াড় হিসেবে তেমন বড় কোন তারকাকে নিজেদের দলে বেড়াতে পারেনি। কিন্তু বিদেশী তারকাদের দলে ভেরাতে সক্ষম হয়েছে। নিচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হলো।

  1. শুভাগত হোম,
  2. জিয়াউর রহমান,
  3. নিহাদউজ্জামান
  4. শহিদুল ইসলাম
  5. মোহাম্মদ হারিস,
  6. নাজিবউল্লাহ জাদরান,
  7. মোহাম্মদ হাসনাইন,
  8. স্টিভ এসকানজি
  9. তানজিদ হাসান তামিম,
  10. আল-আমিন হোসেন,
  11. সৈকত আলী,
  12. ইমরানুজ্জামান,
  13. কার্টিস ক্যাম্ফার,
  14. বিলাল খান,
  15. শাহাদাত হোসেন দিপু,
  16. সালাউদ্দিন শাকিল

৬/ দুর্দান্ত ঢাকা

দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছে এবং তাসকিন আহমেদ সহ গতবারের তিনজন প্লেয়ারকে ধরে রেখেছে তারা। পাশাপাশি সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নিয়েছে তিনজন। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে দলটি। নিচে দুর্দান্ত ঢাকার পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।

  1. মোসাদ্দেক হোসেন সৈকত
  2. চতুরঙ্গ ডি সিলভা,
  3. স্যাম আইয়ুব,
  4. উসমান কাদির
  5. সাইফ হাসান,
  6. ইরফান শুক্কুর,
  7. আলাউদ্দিন বাবু,
  8. এসএম মেহরব হোসেন,
  9. লাহিরু সামারাকুন,
  10. সাদিরা সামারাবিক্রমা,
  11. নাঈম শেখ,
  12. সাব্বির হোসেন,
  13. জসিমউদ্দিন
  14. তাসকিন আহমেদ,
  15. আরাফাত সানি,
  16. মোহাম্মদ শরিফুল

৭/ খুলনা টাইগার্স

খুলনা টাইগার্স এনামুল হক বিজয়কে সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছে এবং গতবারের প্লেয়ার হিসেবে ধরে রেখেছে তিনজনকে। পাশাপাশি সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নিয়েছে তিনজন। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে দলটি। নিচে খুলনা টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।

  1. এনামুল হক বিজয়
  2. এভিন লুইস,
  3. ফাহিম আশরাফ,
  4. ধনঞ্জয়া ডি সিলভা
  5. আফিফ হোসেন,
  6. রুবেল হোসেন,
  7. পারভেজ হোসেন ইমন,
  8. হাবিবুর রহমান সোহান,
  9. কাসুন রাজিথা,
  10. দাসুন শানাকা,
  11. মুকিদুল ইসলাম মুগ্ধ,
  12. আকবর আলী, সুমন খান
  13. নাসুম আহমেদ,
  14. নাহিদুল ইসলাম,
  15. মাহমুদুল হাসান জয়

বন্ধুরা বিপিএল ২০২৪ সকল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বিপিএল এর সকল আপডেট পেতে চাইলে আমাদের সাইটটি ফলো করে সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।