এশিয়া কাপ ২০২৫ নেপালের স্কোয়াড! বন্ধুরা আজকে আমরা জানবো এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো অংশগ্রহণ করা দল নেপালের স্কোয়াড ও সময়সূচী। নেপাল ১৯৪৬ সালে সর্বপ্রথম ক্রিকেট সংস্থা গঠন করো এবং ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা বা CAN জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়।এরপর ১৯৯৬ সাল থেকে দেশটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যভূক্ত হয়। এরপূর্বে ১৯৮৮ সাল থেকে আইসিসি’র অনুমোদনপ্রাপ্ত সদস্য দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতো।
নেপালের ক্রিকেট ইতিহাস
নেপাল অনেক আগে থেকে ক্রিকেট খেলা শুরু করলেও তারা আইসিসির সদস্যপদ পায় ১৯৯৬ সালে । এরপর থেকে আরব আমিরাত, আফগানিস্তা্ন, হংকং এর মতো দেশের সঙ্গে তারা টুর্নামেন্ট খেলে আসছিল। কিন্তু এবারিই সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করছে।
১৯৪৬ সালে নেপাল ক্রিকেট সংস্থা গঠিত হয়। ১৯৫১ সালে নেপালী জনগণ রাণা পরিবারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে ক্রিকেট খেলা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা CAN জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়। এরফলে ক্রিকেটকে সমগ্র নেপালে ছড়িয়ে দেয়ার উদ্যোগী ভূমিকা নেয়া হয়।
নেপাল সর্বপ্রথম ২০১৪ সালে t20 বিশ্বকাপে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল এরপর এবারে প্রথম ২০২৩ এশিয়া কাপ নিশ্চিত করল।
নেপাল যেভাবে এশিয়া কাপ নিশ্চিত করলো
এসিসি টুর্নামেন্টে নেপালের প্রতিপক্ষ ছিল আরব আমিরাত। যেখানে আরব আমিরাত নির্দিষ্ট ওভার শেষ হওয়ার আগেই সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। জবাবে ব্যাট করতে নেমে নেপাল নিয়মিত উইকেট হারাতে থাকে। যেখানে ২২ রানের সুবাদে ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে বসে নেপাল। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৯৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতে নেয় নেপাল। যার সুবাদে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।
এশিয়া কাপে নেপালের গ্রুপ
এশিয়া কাপে নেপাল রয়েছে এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এবং ভারত। যেহেতু নেপাল এবারই এশিয়া কাপে অংশগ্রহণ করছে সেহেতু এই গ্রুপটা নেপালের জন্য খুব একটা সহজ হবে না। কেননা বিশ্ব ক্রিকেটে পাকিস্তান এবং ভারত দুটি অপ্রতিরোধ্য দল।
এশিয়া কাপে নেপালের সময়সূচী ২০২৩
এশিয়া কাপে নেপাল এ গ্রুপে অবস্থান করছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। এখানে একটি গ্রুপের প্রতিটি দল প্রতিটি দলের মোকাবেলা করবে। সে দিক দিয়ে নেপাল তাদের গ্রুপের দুটি ম্যাচ খেলবে। নিচে তাদের পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হল।
তারিখ | দল | ভেন্যু | সময় |
৩০ আগস্ট | পাকিস্তান বনাম নেপাল | মুলতান ক্রিকেট স্টেডিয়াম মুলতান পাকিস্তান | ৪:০০ মিনিট |
০৪ সেপ্টেম্বর | ইন্ডিয়া বনাম নেপাল | পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি শ্রীলংকা | ১:৩০ মিনিট |
০৬ সেপ্টেম্বর | A1 বনাম B2 | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর পাকিস্তান | ৪:০০ মিনিট |
০৯ সেপ্টেম্বর | B1 বনাম B2 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
১০ সেপ্টেম্বর | A1 বনাম A2 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
১২ সেপ্টেম্বর | A2 বনাম B1 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
১৪ সেপ্টেম্বর | A1 বনাম B1 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
১৫ সেপ্টেম্বর | A2 বনাম B2 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
১৭ সেপ্টেম্বর | সুপার ফোর1 বনাম সুপার ফোর2 | রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা | ২:৩০ মিনিট |
এশিয়া কাপ ২০২৩ নেপাল স্কোয়াড
নেপাল এবার বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের দল ঘোসনা দিয়েছঅ। যেখানে তাদের নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারা এবার এশিয়া কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে তাই তাদের প্রত্যাশাটাও একটু বেশি। নিচে নেপালের স্কোয়াড দেওয়া হল।
- Rohit Kumar Paudel (Captain)
- Mohammad Asif Sheikh
- Kushal Bhurtel
- Lalit Narayan Rajbangshi
- Bhim Sharki
- Kushal Malla
- Dipendra Singh Airee
- Sandeep lamichhane
- Karan LC
- Gulshan Kumar Jha
- MD Arif Sheikh
- somple Kami
- Pratis GC
- Kishor mahato
- Sundeep Jora
- Arjun saud
- Shyam Dhakal
বন্ধুরা এই ছিল নেপালের ক্রিকেট ইতিহাস এবং ২০২৩ এশিয়া কাপের সময়সূচী। আশাক করি নেপালকে নিয়ে আমাদের এই পোস্ট টি আপনাদের অনেক ভাল লেগেছে। এশিয়া কাপে সকল দলের ইতিহাস, স্কোয়াড এবং সময়সূচী জানতে আমাদের পেজটি ফল ফলো করুন।