খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শ্রীলঙ্কা স্কোয়াড & সময়সূচি

টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কা স্কোয়াড

টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কা স্কোয়াড, হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের সকলেরই অনেক জানা-অজানা বিষয় সম্পর্কে আগ্রহ রয়েছে।

আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে শ্রীলংকার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড এবং সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যারা শ্রীলঙ্কান ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। তাহলে চলুন শুরু করি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অর্জন

শ্রীলংকা সর্বপ্রথম ১৯২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে। এরপর থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে সমন্বয় করে আসছে। দলটি ১৯৯০ সালের পর থেকে বিশ্ব অঙ্গনে তাদের সামর্থের জানান দিয়েছে।

তারা এখন পর্যন্ত ওডিআই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। শ্রীলংকা টি টুয়েন্টিতে এখন পর্যন্ত ৩টি ফাইনালে অংশগ্রহণ করে। যেখানে তারা সর্বপ্রথম ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে হেরে যায়। এরপর ২০১২ সালে পুনরায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয় এবং সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা ভারতকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে নিতে সক্ষম হয়।

শ্রীলংকা এখন পর্যন্ত মোট ১৫৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে ৬৮ জয়ের বিপরীতে ৮১টি ম্যাচ পরাজিত হয়েছে। আর অন্যান্য ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শ্রীলংকার গ্রুপ

শ্রীলঙ্কা ২০২৪ বিশ্বকাপের ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল এবং বাংলাদেশের মোকাবেলা করবে।

শ্রীলংকার ২০২৪ টি টোয়েন্টি স্কোয়াড

এখনো প্রকাশ হয়নি।

শ্রীলংকার ২০২৪ সালের গ্রুপ পর্বের ম্যাচের সময়সূচি

 তারিখ দল ভেন্যু সময়
৩ জুন শ্রীলঙ্কা Vs দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্ক রাত ৮টা ৩০
 ৮ জুন শ্রীলঙ্কা Vs বাংলাদেশ ডালাস ভোর ৬টা ৩০
 ১২ জুন শ্রীলঙ্কা Vs নেপাল ফ্লোরিডা ভোর ৫টা ৩০
 ১৭ জুন শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ডস সেন্ট লুসিয়া ভোর ৬টা ৩০

সুপার এইট সময়সূচী

তারিখ দল ভেন্যু বাংলাদেশ সময়
১৯ জুন এ ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২০ জুন বি ১ Vs সি ২ সেন্ট লুসিয়া ভোর ৬টা ৩০
২০ জুন সি ১ Vs এ ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২১ জুন বি ২ Vs ডি ২ অ্যান্টিগুয়া ভোর ৬টা ৩০
২১ জুন বি ১ Vs ডি ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২২ জুন এ ২ Vs সি ২ বার্বাডোস ভোর ৬টা ৩০
২২ জুন এ ১ Vs ডি ২ অ্যান্টিগুয়া রাত ৮টা ৩০
২৩ জুন সি ১ Vs বি ২ সেন্ট ভিনসেন্ট ভোর ৬টা ৩০
২৩ জুন এ ২ Vs বি ১ বার্বাডোস রাত ৮টা ৩০
২৪ জুন সি ২ Vs ডি ১ অ্যান্টিগুয়া ভোর ৬টা ৩০
২৪ জুন বি ২ Vs এ ১ সেন্ট লুসিয়া রাত ৮টা ৩০
২৫ জুন সি ১ Vs ডি ২ সেন্ট ভিনসেন্ট ভোর ৬টা ৩০

সেমিফাইনাল ও ফাইনাল সময়সূচী

তারিখ আসর ভেন্যু বাংলাদেশ সময়
২৭ জুন প্রথম সেমিফাইনাল গায়ানা ভোর ৬টা ৩০
২৭ জুন দ্বিতীয় সেমিফাইনাল-২ ত্রিনিদাদ রাত ৮টা ৩০
২৯ জুন ফাইনাল বার্বাডোস রাত ৮টা ৩০

বন্ধুরা আপনারা কি মনে করেন শ্রীলঙ্কা পুনরায় চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।

আপনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচগুলো সরাসরি সম্প্রচার দেখতে চান। তাহলে আমাদের সাইটে দেওয়া লিঙ্ক এবং পরবর্তী পোস্ট থেকে সম্পূর্ণ বিষয় জেনে নিতে পারেন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।