আইপিএল লখনউ সুপার জায়ান্টস স্কোয়াড! লখনউ সুপার জায়ান্টস ভারতের লখনউ শহরের প্রতিনিধিত্বকারী একটি দল। দলটি ২০২১ সালের ২৫শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
দলটি এখন অব্দি আইপিএলে অংশগ্রহণ করে আসছে। ২০২৪ আইপিএল এর জন্য লখনউ সুপার জায়ান্টস ইতোমধ্যে তাদের পূর্ণাঙ্গ স্কোয়ার্ড ঘোষণা করেছে। যেখানে বহু নামিদামি এবং দেশি খেলোয়াড় নিয়ে মূল স্কোয়াড সাজানো হয়েছে।
আজকে আমরা আইপিএল ২০২৪ এর জন্য লখনউ সুপার জায়ান্টস এর স্কোয়াড, সময়সূচী ও আইপিএলের অন্যান্য ইতিহাস সম্পর্কে জানব। যারা লখনউ সুপার জায়ান্টসের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইপিএল ২০২৪ লখনউ সুপার জায়ান্টস স্কোয়াড
লখনউ সুপার জায়ান্টস ২০২৪ আইপিএল-এর জন্য মোট ২৩ জন খেলোয়াড় দলে ভিরিয়েছে। যেখানে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছে। এছাড়া বিদেশী খেলোয়াড় হিসেবে কুইন্টন ডি কক, নিকোলাস পুরান সহ অন্যান্য সুপারস্টার রয়েছে। নিচে লখনউ সুপার জায়ান্টস পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।
- লোকেশ রাহুল (অধিনায়ক),
- কুইন্টন ডি কক,
- নিকোলাস পুরান,
- আইয়ুশ বাদোনি,
- কাইল মেয়ার্স,
- দীপক হুডা,
- দেবদূত পাডিকাল,
- রবি বিষ্ণোই,
- নাভিন উল হক,
- ক্রুণাল পান্ডিয়া,
- যুধবীর সিং,
- প্রিয়াঙ্ক মানকাড়,
- ইয়াশ ঠাকুর,
- অমিত মিশ্র,
- মার্ক উড,
- মায়াঙ্ক যাদব,
- মহসিন খান,
- শিভাম মাভি,
- আরশিন কুলকার্নি,
- মানিমারান সিদ্ধার্থ,
- অ্যাস্টন টার্নার,
- ডেভিড উইলি,
- আরশাদ খান
লখনউ সুপার জায়ান্টস আইপিএল ইতিহাস
আইপিএল ২০০৮ সাল থেকে শুরু হলেও লখনউ সুপার জায়ান্টস ২০২১ সালে অংশগ্রহণ করে। ফলে এখন অব্দি তাদের আইপিএলে অংশগ্রহণ করার মোট ৩ বছর হলো।
যেখানে দলটি এখন অব্দি ফাইনালে অথবা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বরাবরই দলটি আইপিএলের জন্য অন্যান্য দলের কাছে বিধ্বংসী দল হিসেবে খ্যাতি অর্জন করতে পেরেছে। কেননা যেকোনো পরিস্থিতিতে দলটি দক্ষতার সঙ্গে প্রতিপক্ষের মোকাবেলা করতে সক্ষম। দলটির বর্তমান মালিক আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। দলটির নিজস্ব মাঠ হিসেবে বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ ব্যবহৃত হয়ে থাকে।
লখনউ সুপার জায়ান্টস ২০২৪ সময়সূচী
দল | তারিখ | সময় |
ভেন্যু |
LSG বনাম RR |
২৪ মার্চ, ২০২৪ | বিকাল 3:30 মিনিট | সওয়াই মানসিংহ ইন্ডোর স্টেডিয়াম |
LSG বনাম PBKS | ৩০ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
একনা ক্রিকেট স্টেডিয়াম |
LSG বনাম RCB |
০২ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
LSG বনাম GT | ০৭ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
একনা ক্রিকেট স্টেডিয়াম |
LSG বনাম DC |
১২ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | লাখনৌ |
LSG বনাম KKR | ১৪ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
কলকাতা |
LSG বনাম CSK |
১৯ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | লাখনৌ |
LSG বনাম CSK | ২৩ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
চেন্নাই |
LSG বনাম RR |
২৭ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | লাখনৌ |
LSG বনাম MI | ৩০ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
লাখনৌ |
LSG বনাম KKR |
০৫ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | লাখনৌ |
LSG বনাম SRH | ০৮ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
হায়দ্রাবাদ |
LSG বনাম DC |
১৪ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | দিল্লি |
LSG বনাম MI | ১৭ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মুম্বাই |
এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়
বন্ধুরা আইপিএল ২০২৪ সকল দলের স্কোয়াড সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় সম্পর্কে। আমরা ইতিমধ্যে জেনেছি আইপিএলের নিলাম প্রথমবারের মতো ইন্ডিয়ার বাইরে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩৩৩ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ৭৭ জন খেলোয়ারকে দলে ভিরিয়েছে দলগুলো।
আর এই ৩৩৩ জন খেলোয়াড়ের মধ্যে এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। যাকে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিরিয়েছে। আর এরই সাথে মিচেল স্টার্ক আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পেয়ে গেছে।
এরপরে প্যাট কামিন্স ২০ কোটি ৫০ লাখ রুটিতে এবারের আইপিএলে হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। তবে একটি মজার বিষয় হচ্ছে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি দুই খেলোয়াড়ী অস্ট্রেলিয়ার। আর বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবে মুস্তাফিজুর রহমান। তাকে চেন্নাই সুপার কিংস ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিরিয়েছে।