খেলাধুলা

এশিয়া কাপ ফাইনাল ২০২৩ কোনরকম লড়াই ছাড়াই জিতে নিল ভারত

এশিয়া কাপ ফাইনাল ২০২৩ কে জিতেছে

এশিয়া কাপ ফাইনাল ২০২৩ কে জিতেছে! বন্ধুরা এশিয়া কাপ ২০২৩ হেরে গেল শ্রীলংকা। ভারতের বোলিং অ্যাটাকের সামনে টিকতে পারল না শ্রীলঙ্কান ব্যাটাররা। মোহাম্মদ সিরাজের দুর্ধর্ষ বোলিংয়ে ১৫ ওভার ২ বলে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৪ বলে ১৭ রান করে উইকেট রক্ষক ব্যাটার কুশাল মিন্ডিস।

টসে জিতে এদিনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। জবাবে ওপেনিং জুটিতে মাত্র দুই রান তুলেই সাজঘরে ফিরে যান কুশাল পেরেরা। এর পরে পর্যায়ক্রমে সিরাজের দুর্ধর্ষ বোলিংয়ে সাজঘরে ফিরে যান আসালাংকা, ধনঞ্জয়া ডি সিলভা, সানাকা সহ শ্রীলংকার অন্যান্য ব্যাটাররা।

এদিনে ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন যেটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এরপরে হার্দিক পান্ডিয়া ২ ওভার ২ বলে ৩ রান দিয়ে ৩ উইকেট, ভুমরা ৫ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট তলে নেন। জবাবে ভারত ব্যাট করতে নেমে ১০ উইকেট হাতে রেখেই ৬ ওভার ১ বলে ৫১ রান তুলতে সক্ষম হয়।

যেখানে ঈষাণ কিষাণ ১৮ বলে ২৩ এবং শুভভাম গিল ১৯ বলে ২৭ রান করে। এবারের এশিয়া কাপ ভারত জেতার মাধ্যমে তাদের নিজেদের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করাই যায়। কেননা এখানকার আত্মবিশ্বাস ভারত ক্রিকেট টিমে অনেকটাই প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

উল্লেখ্য এখন পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ১১ বার অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ বার এশিয়া কাপ তাদের ঘরে তুলে নেয়। অপরদিকে ভারতও এখন পর্যন্ত মোট ১১ বার এশিয়া কাপের ফাইনালে অংশগ্রহণ করে। এর মধ্যে ৮ বার এই শিরোপার নিজেদের ঘরে নেয়।

এশিয়া কাপের প্রাইজ মানি

এশিয়া কাপ মূলত ACC বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য ভুক্ত দেশ গুলকে নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আর যেহুত এটি একটি উপমহাদেশীয় খেলা সেহুত এর প্রাইজ মানি কম হয়ে থাকে। ACC মুলত চায় এশিয়া কাপ খেলার মাধ্যমে বিশ্ব ইভেন্টে এশিয়ার দেশগুলো যেন ভালো পারফর্মেন্স করতে পারে। যার কারণে এখানে প্রাইজ মানিকে তেমন গুরুত্ব দেওয়া হয়না। তার মানে এই নয় যে এখানে একেবারে কোন প্রাইজ মানি নেই। এশিয়া কাপের প্রাইজ মানি বিশ্ব ইভেন্টের কয়েক গুন কম হয়ে থাকে।

এশিয়া কাপের টোটাল প্রাইজ মানি ধরা হয় ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যেখানে বিজয়ী দল পায় ১.৫ লাখ মার্কিন  ডলার বা ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার টাকা। আর অন্য দিকে রানার আপ দল পায় ৭৫ হাজার মার্কিন  ডলার বা ৭৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এছাড়া অন্য দলগুলো মিডিয়া সত্য, টিকিট বিক্রি সহ অন্যান্য খাত থেকে ACC র কাছ থেকে টাকা পেয়ে থাকে।(এশিয়া কাপ ফাইনাল ২০২৩ কে জিতেছে)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।