উৎসব

হ্যাপি নিউ ইয়ার উইশ ২০২৫, মেসেজ, ইতিহাস & ছবি

হ্যাপি নিউ ইয়ার উইশ ২০২৫

হ্যাপি নিউ ইয়ার উইশ ২০২৫! শুরু হলো নতুন বছর। নতুন বছরের এই দিনটিতে আমরা প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন শুভেচ্ছা মূলক মেসেজ দিয়ে থাকি।

আর এই মেসেজের মাধ্যমে প্রিয়জনকে স্মরণ করা হয়। এরকমই কিছু মেসেজ যেই মেসেজগুলো আপনি আপনার প্রিয়জনকে পাঠানোর মাধ্যমে আপনার মনের শূন্যতাকে পূরণ করতে পারবেন। যেহেতু নববর্ষ এক বছর পর পর আসে তাই আমরা না পাওয়া সকল বিষয়গুলোকে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আর জীবনের এই লক্ষ্যকে সামনে রেখে বন্ধুদেরকে বিভিন্ন মাধ্যমে মেসেজ প্রেরণ করি। আজকে এরকমই কিছু জনপ্রিয় মেসেজ রয়েছে যা আপনি আপনার বন্ধুকে উইশ করতে পারেন এবারের হ্যাপি নিউ ইয়ারে।

হ্যাপি নিউ ইয়ার উইস ২০২৫

***নতুন বছরের নতুন জীবন যেন সুখ আর শান্তিময় হয়, এই কামনায় তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫<<<<<

>>>>> নিল রঙ্গের চিঠিতে লিখে দিলাম নিউ ইয়ার এর নাম, বন্ধু তুমি গ্রহণ করো তোমার প্রতি আমার ভালোবাসার টান***

মনে জেগে উঠুক  নতুন  স্বপ্ন, দূর করে সকল কষ্ট আর দুঃখ, নতুনকে বরণ করো, সকল ইচ্ছা পূরণ করো>>>> হ্যাপি নিউ ইয়ার ২০২৫<<<<

নতুন বছরের নতুন দিন, মন থেকে বলছি শুভেচ্ছা নিন। হতাশা গুলো ঝেড়ে ফেলুন, নতুন কিছু স্বপ্ন গড়ুন, নতুন বছর নতুন আশা, রইলো অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার ২০২৫

মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি, সুখি ছিলে সুখি হও, মনের কথাগুলো খুলে কও, &&&&&হ্যাপি নিউ ইয়ার ২০২৫  &&&&&

***নতুন আলোয় নতুন ভোর, আসলো বছর কাটলো আরেকটি প্রহর, অতীতের হলো চিরো মরণ, নতুনকে চলো করি বরণ, পুরোনো সব স্মৃতিকে করে ইতি, তোমায় জানাই হ্যাপি নিউ ইয়ার এর প্রীতি<<<<<

>>> নতুন বছরে, নতুন সাজ, শুরু করো তোমার সকল কাজ, মিষ্টি  মন, মিষ্টি হাসি, তোমায় জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রাশি রাশি*****

প্রিয়জনকে হ্যাপি নিউ ইয়ার উইস মেসেজ ২০২৫

  • ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের রাত্রি শেষে
  • ১ম জনুয়ারির সকাল আসে নতুন বেশে
  • এই সকলের প্রথম আলো
  • মুছে দেবে তোমার মনের সকল কালো
  • শুভ নববর্ষ ২০২৫

 

  • বন্ধু তুমি থাকো দূরে পারিনা কো কাছে যেতে
  • ইচ্ছে করলেও পারিনা কোনো উপহার পাঠাতে।
  • তাই নতুন বছরের শুভেচ্ছা পাঠালাম
  • তোমায় এস এম এস এ
  • মন ভরে নিয় এই শুভেচ্ছা আমায় ভালোবেসে
  • হ্যাপি নিউ ইয়ার ২০২৫

 

  • নতুন আশায় নতুন প্রান
  • নতুন হাসিই নতুন গান
  • নতুন সকালে নতুন আলো
  • তাই নতুন দিন হোক ভালো
  • দুঃখকে না করে স্মরণ
  • নতুন কে করি বরন
  • Happy New Year 202৫

হ্যাপি নিউ ইয়ার এর ইতিহাস

আমরা যে হ্যাপি নিউ ইয়ার উৎসবটি পালন করে থাকি তা মূলত জর্জিয়ান ক্যালেন্ডার অনুসারে পালিত হয়ে থাকে। জর্জিয়ান ক্যালেন্ডারের প্রথম দিনের তারিখকে হ্যাপি নিউ ইয়ার নামে ডাকা হয়। যা বিশ্বের প্রতিটি দেশে পালিত হয়ে থাকে। আর এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। এই হ্যাপি নিউ ইয়ার এর প্রচলন মূলত প্রাচীন রোমান দেবতা জেনাসকে স্মরণ করার জন্য পালন করা হয়। বলা হয়ে থাকে জেনাস হলো সবচেয়ে আদি দেবতা।

হ্যাপি নিউ ইয়ার ও আমাদের সংস্কৃতি

বাঙ্গালীদের জীবনে বর্তমান সময়ে বহির্বিশ্বের সংস্কৃতি যুক্ত হয়েছে। সেখানে যেরকম ভাবে নতুনত্বের যোগান হয়েছে একইভাবে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী বিষয়গুলো হারিয়ে যাচ্ছে।

আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মিশিয়ে একাকার করেছি। যেটার ভালো দিক যেরকম রয়েছে ঠিক একই ভাবে খারাপ দিক রয়েছে। কেননা পশ্চিমার এসব সংস্কৃতির ফলে আমাদের অতি চিরচেনা সংস্কৃতির কিছু অংশ বিলুপ্তপ্রায়। তাই পশ্চিমা সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণ করে আমাদের সংস্কৃতির অতীতকে ধরে রাখার চেষ্টা করা উচিত।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।