রাজনীতি

২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের

২০২৩-২৪ অর্থ বছরের বাজেট কত! আগামী অর্থ বছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

২০২৩-২৪ অর্থ বছরের বাজেট কত

আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় এবারের বাজেটে থাকছে বড় ধরনের ঘাটতি। এ ঘাটতি মেটাতে ব্যাংক খাতের উপরেই ভরসা রাখলেন অর্থমন্ত্রী। সামাজিক নিরাপত্তা খাতে এবার ব্যয় খুব একটা বারেনি বরং আয় বাড়ানোর চাপে থাকা সরকার কর বসিয়েছে বহু দরকারি পণ্যে। বন্ধুরা কথা না বারিয়ে চলুন জেনে নেই ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য।

বিশ্বমন্দা আর যুদ্ধের পিচ্ছিল পথে হোঁচট খেয়েছে দেশের অর্থনীতি। আছে IMF এর  শর্ত পূরণ ও নির্বাচন কালিন রাজনৈতিক প্রত্যাশা মেটানোর চাপ আর সব মাথায় নিয়েই বৃহস্পতিবার সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রস্তাবনার শুরুতেই গেল এক যুগের অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র বিমোচন, অবকাঠামো আর মানব সম্পদ তৈরিতে অভাবনীয় সাফল্য তুলে ধরেন অর্থমন্ত্রী।

যেখানে জানানো হয় নতুন অর্থ বছরে অর্থনৈতিক বাবস্থাপনার রূপরেখা। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫০ শতাংশ আর মূল্যস্ফীতি ধরা হয় ৬ শতাংশ। আগামী অর্থ বছরে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার কিছুটা বেশি খরচ করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা যোগান দেবে MBR । এবার ব্যাক্তি কর মুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও স্বর্ণ, প্লট, বাড়ি , গাড়ি থেকে কর আয় বাড়াতে চান তিনি। এবারেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করতে চান অর্থমন্ত্রী।

সামাজিক নিরাপত্তা খাত

অর্থমন্ত্রীর দাবি দরিদ্রের কোথাও ভেবেছেন তিনি। কিন্তু মাত্র ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে। আর খাদ্য নিরাপত্তায় মাত্র ২ হাজার কোটি টাকা।

উন্নয়ন ব্যয়. ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি
স্কিম ৩ হাজার ৭৬৮ কোটি টাকা
এ ডি পি বহির্ভূত বিশেষ প্রকল্প ৭ হাজার ৯৮৬ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২ লাখ ৬৩ কোটি টাকা
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী ২ হাজার ৮২৮ কোটি টাকা

বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রয়েছে। ঘোষণা দিলেন সার্বজনীন পেনশন ভাতার। এর মধ্যে অর্থমন্ত্রী বরাদ্দ দিয়েছে ,

বরাদ্ধ  শতাংশ
শিক্ষা ও প্রযুক্তি ১৩ দশমিক ৭ শতাংশ
সুদ ১২ দশমিক ৪ শতাংশ
পরিবহন ও যোগাযোগ ১১ দশমিক ৩ শতাংশ
ভর্তুকি ও প্রণোদনা ১১ দশমিক ১ শতাংশ
জনপ্রশাসন ৭ দশমিক ৩ শতাংশ
সামাজিক নিরাপত্তা ও কল্যাণ ৪ দশমিক ৬ শতাংশ

অর্থসংস্থান

ঋণ করে ঘাটতি পূরণ করবে অর্থমন্ত্রী। মধ্যবিত্ত যে সঞ্চয় পত্রে বিনিয়োগ করেন সেটিকে সংকুচিত করে ধারের ক্ষেত্রে ব্যাংক খাতকেই ভরসায় রেখেছেন তিনি ।

অর্থসংস্থান
বৈদেশিক উৎস. থেকে ঋণ ১ .লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা
বৈদেশিক. ঋণ. ১ লাখ ২৭ হাজার ১৯০ কোটি.
অভ্যন্তরীণ ঋণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা
এর মধ্যে
.ব্যাংক ঋণ ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি. টাকা
ব্যাংক বহির্ভূত ঋণ ২৩ হাজার কোটি টাকা
এর মধ্যে সঞ্চয়পত্র সমূহ ১৮ কোটি টাকা
অনন্যা ৫ হাজার কোটি টাকা

অর্থমন্ত্রীর আশা প্রস্তাবিত বাজেটের কারনে বছর শেষে দেশের GDP আকার বেরে হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার সমান।

২০২৩-২৪ অর্থবছরে দাম বৃদ্ধির তালিকায় যেসব পণ্য রয়েছে

পণ্যের নাম ধার্যকৃত কর
জর্দা ,গুল ও বিভিন্ন রকম তামাক জাতীয় পণ্য ই সিগারেট ২১২.৫০% ও নিকোটিন ১৫০%
মোবাইল ফোন ০% – ৭০.৫%
লিফট ৫% – ১৫%
খেজুর, কাজুবাদাম ও বাসমতিচাল ০% -১৫%
চশমা  আমদানি শুল্ক ও মুসক বৃদ্ধি করা হয়েছে
স্বর্ণ ব্যাগেজ রুলে ২ হাজার – ৪ হাজার টাকা
প্লাস্টিকের তৈজসপত্র ও এলুমিনিয়ামের হাড়ি পাতিল ৫% – ৭.৫%
বিলাসবহুল হোটেল পণ্য আমদানিতে বিদ্যমান শুল্ক সুবিধা প্রত্যাহার
টিন সা্টিফিকেত ২ হাজার টাকা
ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, হ্যান্ড টিস্যু, হ্যান্ড টায়েল, টায়েল টিসু ৫% – ৭%
কলম বা বলপেন ০% – ১৫%

২০২৩-২৪ অর্থ বছরে দাম কমের তালিকায় যেসব পণ্য রয়েছে

পণ্যের নাম শতাংশ
মিষ্টি ১৫% -৭.৫%
ডায়াবেটিস, যক্ষ্মা, ম্যালেরিয়া ও ক্যান্সারের ঔষধ ৫% অব্যাহতি সুবিধা বহাল রয়েছে
প্রেশার কুকার, জুসার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, রেফ্রিজারেটর, ফ্রিজার ৫% অব্যাহতি সুবিধা বহাল রয়েছে
ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন মুসক অব্যাহতি সুবিধা বহাল
দেশে তৈরি সাবান, শ্যাম্পু ৫% অব্যাহতি সুবিধা বহাল রয়েছে
কৃষি যন্ত্রপাতি কর অব্যাহতি দেওয়া হয়েছে
দেশে তৈরি সুইচ ও সকেট যন্ত্রাংশ আমদানিতে কর অব্যাহতি দেওয়া হয়েছে
উড়োজাহাজের. যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে কর অব্যাহতি দেওয়া হয়েছে.

৪৭০ কোটি ডলারের ঋণ পেতে সরকারকে ৩৮ টি শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF আর সেই শর্ত পুরনে বাজেটে কর জাল বিছিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এর ফলে জীবন যাত্রার ব্যয় বাড়বে এবং চাপে পরবে সাধারন মানুষ।

বন্ধুরা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।