লাইফস্টাইল

ছেলেদের বড় চুল রাখার উপায় ও বড় চুলের যত্নে করণীয়

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি! একটা সময় ছিল যখন ছেলেরা বড় চুল রাখাতো দূরে থাক এ কথা মনেও আনতনা। কেননা তখনকার সময়ে ছেলেরা মনে করত বড় চুল রাখলে হয়তো লোকে খারাপ ভাববে।

কিন্তু সময় পরিবর্তন হয়েছে তাই নিজের লাইফস্টাইলকে আরো উন্নত করতে ছেলেরা বর্তমানে বড় চুল রাখছে। এতে করে নিজের পার্সোনালিটি প্রকাশের এটা সুযোগ পাওয়া যায়। বড় চুল রাখলে নিজেকে যেমন স্মার্ট  দেখায় একইভাবে অন্যের সামনে নিজের পার্সোনালিটি প্রকাশের একটা সুযোগ থাকে। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো ছেলেদের বড় চুল রাখার বিভিন্ন স্টাইলের ছবি এবং বড় চুল রাখার যত্ন ও বড় চুলে কি ব্যবহার করলে আরো কুচকুচে কালো দেখায় সে সম্পর্কে।

বড় চুল রাখার যত্ন

ছেলেদের বর চুল রাখার ছবি, ছেলেরা দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায়। তাই অনেক ছেলে রয়েছে ইচ্ছে করলেও বড় চুল রাখতে পারেনা বা চায়না। তবে কিছু সংখ্যক রয়েছে যারা বড় চুল রাখে তারা অনেক কষ্ট করে চুলের যত্ন নেওয়ার জন্য। আজকে আমরা আপনাদেরকে জানাবো চুলের যত্নে কি কি করতে হবে।

বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে বড় চুল রাখছেন বা বড় চুল রাখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য বলতে চাই ,বড় চুল রাখতে হলে আপনাকে প্রতিদিন গোসল করতে হবে এবং চুলের মধ্যে মশ্চারাইজার শ্যাম্পু ব্যবহার করতে হবে। শীতের সময় পরিবেশে সবচেয়ে বেশি ধুলাবালি দেখা যায়।

তাই এই সময়টাতে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন মাথায় শ্যাম্পু করতে হবে এবং গোসল করতে হবে। কেননা গোসল না করলে চুলের মধ্যে যে লোমকূপ রয়েছে তা বন্ধ হয়ে চুলের মধ্যে খুশকি এবং চুলের রংকে আরো অনুউজ্জ্বল করে তোলে। তাই প্রতিদিন গোসল করার চেষ্টা করতে হবে। এরপর মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল বা উন্নতমানের জেল ব্যবহার করতে হবে।

বড় চুল রাখার বিভিন্ন স্টাইলের ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

ছেলেদের বর চুল রাখার ছবি

বন্ধুরা আশা করি আজকের এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। লাইফস্টাইলের এরকম আরো নিত্য নতুন পোস্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের সাইটটি ভিজিট করুন। কেননা আমরা লাইফস্টাইল এর সকল আপডেটগুলি আমাদের সাইটে আপলোড করার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এর বাইরেও এ বারের শীতে আপনাকে কোন ধরনের পোশাক মানাবে সে সম্পর্কে জানতে চাইলে আমাদের পরবর্তী পোস্টগুলো ফলো করুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।