ট্রাভেল

দিনাজপুর জেলার থানার সংখ্যা ও দিনাজপুর জেলার ইতিহাস

দিনাজপুর জেলার ইতিহাস

দিনাজপুর জেলার ইতিহাস! রংপুর বিভাগের পশ্চিম ও উত্তর অঞ্চলের অন্যতম প্রাচীন ও বড় দিনাজপুর জেলা।উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের “এ” শ্রেণীভুক্ত একটি জেলা।দিনাজপুর জেলা উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বড় জেলা। এই অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেটের অংশ যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।

দিনাজপুরের পূর্ব নাম গোন্ডআয়ারল্যান্ড

লোকশ্রুতি অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে বৃটিশ শাসনামলে ঘোড়াঘাট সরকার বাতিল করে বৃটিশরা নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে এ জেলার নামকরণ করে দিনাজপুর।

কোম্পানী আমলের নথিপত্রে প্রথম দিনাজপুর নামটি ব্যবহৃত হতে দেখা যায়। তবে ভৌগলিকভাবে দিনাজপুর মৌজাটি অতি প্রাচীন। দিনাজপুরের ভূতপূর্ব কালেক্টর ও বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ মিঃ ওয়েষ্ট মেকট সর্বপ্রথম দিনাজপুর নাম ও তার উৎস উদঘাটন করেন বলে প্রসিদ্ধি আছে।

দিনাজপুর জেলায় মোট উপজেলা রয়েছে 13 টি সেগুলো হলো

১. সদর
২. বিরল
৩. বোচাগঞ্জ
৪. কাহারোল
৫ বীরগঞ্জ
৬ ঘোড়াঘাট
৭. হাকিমপুর
৮. পার্বতীপুর
৯. বিরামপুর
১০. খানসামা
১১. চিরিরবন্দর
১২. ফুলবাড়ী
১৩. নবাবগঞ্জ

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। এ জেলায় বাংলাদেশের সেরা লিচু উৎপন্ন হয়। এ জেলায় বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩

দিনাজপুর জেলার দর্শনীয় স্থান

কান্তজিউ মন্দির, রাজবাড়ী, স্বপ্নপুরী রামসাগর, সীতাকুণ্ড বিহার, সিংড়া ফরেস্ট, নয়াবাদ মসজিদ, শুড়া মসজিদ,সুখ সাগর, শালবাগান, ইত্যাদি

দিনাজপুর জেলার মোট আয়তন-৩,৪৪৪.৩০ বর্গকিলোমিটার (১,৩২৯.৮৫ বর্গমাইল)

দিনাজপুর জেলার মোট জনসংখ্যা- ২৬,৪২,৮৫০ জন।এর মধ্যে পুরুষ রয়েছে ১৩,৬৩,৮৯২ জন ও মহিলা রয়েছে ১২,৭৮,৯৫৮ জন,।

জনঘনত্ব-৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)

দিনাজপুর জেলায় মোট ১০৩টি ইউনিয়ন রয়েছে এবং প্রায় ২১৪২টি গ্রাম রয়েছে।

বিখ্যাত ব্যক্তি

মনোরঞ্জন শীল গোপাল (১ জানুয়ারি ১৯৬৪) বাংলাদেশের দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য। ইকবালুর রহিম (জন্ম ১৬ আগস্ট ১৯৬৫) বাংলাদেশের দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য। তাফিজুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ। আজিজুর রহমান চৌধুরী বাংলাদেশের জন্মগ্রহণকারী একজন রাজনীতিবিদ ইত্যাদি।এছাড়াও দিনাজপুর জেলায় মোট ১০৩টি ইউনিয়ন ও প্রায় ২১৪২টি গ্রাম রয়েছে। (দিনাজপুর জেলার ইতিহাস)

দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মোট নদ-নদী,এবং বিল ১৯ টি সেগুলো হলো,

১ করতোয়া (ভারত থেকে প্রবাহিত হচ্ছে)
২ আত্রাই করতোয়া (খানসামা, দিনাজপুর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে )
৩ কাঁকড়া আত্রাই (ভূসির বন্দর, চিরিরবন্দর দিয়ে প্রবাহিত হচ্ছে )
৪ ঢেপা আত্রাই (জয়ন্তিকা, বীরগঞ্জ দিয়ে প্রবাহিত হচ্ছে )
৫ পূনর্ভবা প্রাননগর (৭ নং মোহাম্মদপুর ইউপি, বীরগঞ্জদিয়ে প্রবাহিত হচ্ছে )
৬ গর্ভেশ্বরী আত্রাই নদী (২ নং সুন্দরবন ইউপি, দিনাজপুর দিয়ে প্রবাহিত হচ্ছে )
৭ ছোট যমুনা বড় চন্ডীপুর বিল (পার্বতীপুর )
৮ ইছামতি ছাতিয়ানগড় বিল (খানসামা)
৯ ভূল্লী আটোয়ারী বিল এলাকা (পঞ্চগড়)
১০ পাথরঘাটা পলাশবাড়ী বিল এলাকা, বীরগঞ্জ
১১ নর্ত সাতোর বিল এলাকা, বীরগঞ্জ ৮
১২ ছোট ঢেপা সাসলা পিয়ালা বিল (গড়েয়া, ঠাকুরগাঁও) ৩২
১৩ বেলান শেওলাকুড়ি বিল (খানসামা) ২৫
১৪ নলসীশা পাটিকা ঘাট বিল (পার্বতীপুর) ৩৬
১৫ তুলসীগংগা ধানপাড়া বিল (বিরামপুর) ২৬
১৬ চিরি জোদ মাধুব বিল (বিরামপুর) ৯
১৭ তেঁতুলিয়া (তুলাই) ১ নং ডাবোর ইউনিয়নের ডাবরা মৌজার বিল এলাকা (কাহারোল) ৫৬
১৮ মাইলা করতোয়া (মাসুদপুর, নবাবগঞ্জ) ২৪
১৯ ভেলামতি চিরির বন্দর বিল এলাকা ১৬
মোট নদী = ১৯টি
ইত্যাদি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।