Paytm অ্যাকাউন্ট খোলার নিয়ম! সম্পর্কিত আরো একটি পোস্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা Paytm একাউন্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। Paytm মূলত একটি অনলাইন ভিত্তিক পেমেন্ট সার্ভিস।
এই একাউন্টের মাধ্যমে আপনি ঘরে বসেই বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকবেন। যদি আপনি Paytm একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন।
Paytm কি?
Paytm হচ্ছে অনলাইন ভিত্তিক একটি সার্ভিস প্রক্রিয়া। এটি মূলত ইন্ডিয়ার একটি জনপ্রিয় পেমেন্টস অ্যাপস। বর্তমানে অন্যান্য দেশের মতো Paytm সার্ভিস বাংলাদেশেও অনেক বেশি জনপ্রিয়। আমাদের দেশে অনেকেই Paytm এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা উপভোগ করে আসছেন। যারা Paytm সম্পর্কে বিস্তারিত জানেন না তারা যদি আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে আশা করছি Paytm সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।
Paytm মূলত একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে। যার মাধ্যমে ব্যবহারকারী ঘরে বসেই বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকেন। এই একাউন্টের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল ডিটিএইচ রিচার্জ সার্ভিস সহ অনলাইন থেকে সহজেই পণ্য ক্রয় করতে পারবেন। অনলাইন থেকে ঘরে বসেই সকল সেবা পাওয়ার পদ্ধতি হচ্ছে Paytm।
আমরা অনেকেই হয়তো Paytm এর নাম শুনেছি, কিন্তু কিভাবে Paytm অ্যাকাউন্ট খুলতে হয় Paytm অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন Paytm অ্যাকাউন্ট থেকে কোন ধরনের সেবা পাওয়া যায় সেগুলো সম্পর্কে অবগত নই। Paytm অ্যাকাউন্ট খোলার সকল পদ্ধতি এর সেবা সমূহ সহ সকল বিস্তারিত এখানে থাকছে। আপনি যদি Paytm অ্যাকাউন্ট সম্পর্কিত সকল তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে দেরি না করে প্রথমেই জেনে নেয়া যাক কিভাবে Paytm অ্যাকাউন্ট খুলতে হয়।
ইস্টার্ন ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার ঠিকানা
আপনি যদি Paytm অ্যাকাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে আপনার প্রথমে জানা দরকার একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে যেকোনো অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে কিছু কাগজপত্র প্রয়োজন হয়। মূলত আমাদের ব্যক্তিগত কিছু তথ্য প্রদানের মাধ্যমে আমরা একাউন্ট খুলে থাকি। ঠিক একইভাবে Paytm অ্যাকাউন্ট করতে চাইলে কিছু ব্যক্তিগত তথ্যের প্রয়োজন পড়ে। তাহলে আসুন জেনে নেয়া যাক Paytm অ্যাকাউন্ট খুলতে আমাদের যা যা দরকার।
Paytm অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র
- এটিএম কার্ড
- নেট ব্যাঙ্কিং
- ক্রেডিট কার্ড
Paytm অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
Paytm হচ্ছে অনলাইন ভিত্তিক পেমেন্ট গেটওয় সার্ভিস। আপনি চাইলে খুব সহজেই বাংলাদেশের যেকোন প্রান্তে থেকে ঘরে বসেই এর অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এই অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন সেসব যদি আপনি না জানেন তাহলে আপনার পক্ষে একাউন্ট খোলা কষ্টকর হয়ে পড়বে। আপনারা যেন খুব সহজেই ঘরে বসে Paytm অ্যাকাউন্ট খুলতে পারেন সেই লক্ষ্যে আমরা নিচে পয়েন্ট আকারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি।
ওয়েবসাইট এর মাধ্যমে Paytm অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি
- একাউন্ট খুলতে চাইলে প্রথমেই ভিজিট করুন paytm.com এই ওয়েবসাইটে।
- ভিজিট করার পর দেখুন উপরের ডান কোনায় লগ ইন অথবা সাইনআপ অপশন আছে।
- আপনি সাইন আপ অপশনটিতে ক্লিক করুন।
- এবারে আপনি আপনার ইমেইল মোবাইল নম্বর সহ একটি পাসওয়ার্ড সেট করুন।
- পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনার Paytm ওয়ালেট তৈরি করুন এই অপশনটিতে ক্লিক
- আপনার প্রথম নাম এবং শেষ নাম লিখুন।
- ওটিপি নম্বরটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Paytm ওয়ালেট তৈরি করুন এ ক্লিক করুন।
- এবারে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে।
Paytm অ্যাকাউন্ট তৈরি করার আরেকটি বিকল্প পদ্ধতি হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। আপনি চাইলে খুব সহজেই Paytm অ্যাপস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারেন। ইন্ডিয়ান এই অ্যাপসটি এতটাই জনপ্রিয় যে দিন দিন গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অ্যাপ থেকে একাউন্ট করতে চাইলে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এসটি ইনস্টল করে নিন। চলুন তাহলে এবারে বিস্তারিত জেনে নেই Paytm অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে তৈরি করার পদ্ধতি সমূহ।
অ্যাপসের মাধ্যমে Paytm অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি সমূহ
- প্রথমেই প্লে স্টোর থেকে Paytm অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন।
- অ্যাপসটি সঠিকভাবে ইনস্টল সম্পন্ন হয়ে গেলে Paytm অ্যাপ্লিকেশন চালু করুন।
- এবারে অ্যাপস এর ডানদিকে প্রোফাইল আইকনে চাপুন।
- নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনে চাপুন।
- এবার আপনার মোবাইল নাম্বার আপনার ইমেইল এড্রেস সহ একটি পাসওয়ার্ড সেট করুন।
- আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই নম্বরটিতে মেসেজের মাধ্যমে একটি ওটিপি নাম্বার
- প্রেরণ করা হয়েছে।
- ওটিপি নম্বরটি সঠিকভাবে বসান।
- এবার জমা দিন অপশনে ক্লিক করুন এবং আপনার নাম পদবী সহ ডিওভি প্রবেশ করান।
- অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনে চাপুন।
Paytm হেল্পলাইন নাম্বার ২০২৪
যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই ক্ষেত্রে আমাদের হেলপ্লাইন এর প্রয়োজন পড়ে। Paytm অ্যাকাউন্টের সমস্যা সংক্রান্ত সকল বিষয়ে তথ্য পেতে Paytm তার মূল্যবান গ্রাহকদের জন্য হেল্পলাইন এর ব্যবস্থা করেছেন। আপনি যদি Paytm এর সার্ভিস সম্পর্কে কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিম্নোক্ত হেল্পলাইন নাম্বার এর মাধ্যমে সরাসরি কল করে সেবা গ্রহন করতে পারবেন।
- 0120–3888–388 (Toll-free)
- 9643979797
Paytm ব্যবহারকারীদের যাদের Paytm-এর পণ্য বা পরিষেবা সম্পর্কে প্রশ্ন আছে তারাও নিম্নলিখিত 27*7 হেল্পলাইন নম্বরগুলিতে কল করতে পারেন।
Queries Regarding | Contact Numbers |
Paytm Bank & Wallet | 011 3399 6699 |
Payments, Movies & Others | 0120 3888 388 |
Flights | 7053111905 |
Bus | 9555123123 |
Trains | 9555395553 |
Hotels | 7053111905 |
আশা করি বাংলাদেশ Paytm অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি এর হেল্পলাইন নাম্বার সহ বিস্তারিত জানতে পেরেছেন। আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সব সময় নিত্যনতুন আপডেট তথ্য প্রদান করে থাকি। আপনি যদি এরকমই আরো অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।