মেয়েদের চুলের ডিজাইন! চুল হল নারীর অহংকার। কেননা এই চুলের মাধ্যমে তাদের সৌন্দর্যতা প্রকাশ পায়। এজন্য অনেক মেয়ে রয়েছে যারা চুলের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল করে থাকে।
এসব স্টাইল তাদের নিজস্ব পার্সোনালিটিকে প্রকাশ করে। অনেকেই আবার রয়েছে বিশ্ব বিখ্যাত সেলিব্রিটিদের দিকে তাকিয়ে বা তাদের পছন্দের সেলিব্রেটিদের চুলের স্টাইল দেখে উজ্জীবিত হয়ে নিজেই সেই স্টাইল করে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে চুলের স্টাইল তখনই মানানসই হবে যখন আপনার মুখের সেপের সঙ্গে একজাস্ট হবে।
মেয়েদের চুলের ডিজাইন- আর এটির মাধ্যমেই আপনার নিজের পার্সোনালিটি প্রকাশ পাবে। তাই আপনার পছন্দের সেলিব্রিটিদের চুলের স্টাইল দেখে উজ্জীবিত হওয়ার কোন কারন নেই।আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে কয়েক ধরনের চুলের এস্টাইল সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং ২০২৪ এর বিভিন্ন ডিজাইনের চুল বাধার নিয়ম সহ অসংখ্য ছবি দেখানো হবে যেগুলো থেকে আপনি চাইলে আপনার পছন্দের চুলের ডিজাইন করতে পারেন।
১/ লম্বা চুলের বাঙালিয়ানা
বাঙালি মেয়েদের লম্বা চুলে অত্যন্ত সুন্দর দেখায়। এজন্য অনেক কবি বাঙালি মেয়েদের চুল নিয়ে কবিতা লিখেছেন। তাদের মধ্যে অন্যতম জীবনানন্দ দাশ। বাঙালি মেয়েরা অতীতে শুধুমাত্র লম্বা চুলে মাথায় মাঝখান দিয়ে সিঁথি দিত।
কিন্তু বর্তমানে চুলগুলো একপাশে হেলে দিয়ে কাধ করে সিঁথি দেওয়ার বিষয়টি এখন আসলেই ট্রেন্ডি হয়ে দাঁড়িয়েছে। এতে করে মেয়েদেরকে আরো সুন্দর ও আকর্ষণীয় দেখায়। অনেকে আবার চুলগুলো পিছনে নিয়ে এসে একটু ফুলা ভাব করে পিন দিয়ে আটকে রাখে। এতে করে সামনের দিক দিয়ে চুল গুলোকে ফুলা ফুল লাগে এবং দেখতেও সুন্দর লাগে।
২/ বব কাট হেয়ার স্টাইল
বব কাট হেয়ার স্টাইলকে ব্যাচেলার কাট বলা হয়ে থাকে। কেননা এই হেয়ার স্টাইলটি শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। এমনকি অনেক ধরনের টিভি সিরিজ ও সিনেমা গুলোতেও এই চুলের স্টাইল অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন।
আপনারা যারা বব কাট স্টাইলের চুল রাখতে চান তাদের জন্য বিষয়টি অত্যন্ত চমকপ্রদ হতে পারে। এক্ষেত্রে একটু গোল গাল ডিজাইনের মুখ হলে খুব ভালো হয়। এই স্টাইলে চুল মুখের তুতলি পর্যন্ত কাটা হয়ে থাকে এবং পিছনের চুলগুলো সামনের চুলের চেয়ে খানিকটা ছোট করা হয়।
এ স্টাইলে আপনি সিঁথি মাঝখান দিয়ে রাখতে পারেন অথবা কাধ করেও রাখতে পারেন। এছাড়া অনেকে রয়েছে যারা আরেকটু বড় চুল রাখতে চায়। সেক্ষেত্রে আপনি কাধ পর্যন্ত চুল ছোট করতে পারে। এই স্টাইলটি ও অত্যন্ত মানানসই এবং আকর্ষণীয় হয়ে থাকে।
৩/ পিক্সি হেয়ার স্টাইল
এই হেয়ারস্টাইলটি ৯০ দশকে অত্যন্ত জনপ্রিয় ছিল। এরপরে নতুন প্রজন্মের কাছে তেমনভাবে এই স্টাইলটি জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও বর্তমান সময়ে ধীরে ধীরে এই স্টাইলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
পিক্সি হেয়ার স্টাইলের মাধ্যমে চুলগুলোকে পিছন থেকে সমান করে কেটে সামনের দিকে কোকরানো অবস্থায় রাখা হয়। যাতে করে চুলগুলোকে সামনের দিক দিয়ে একটু খোলা খোলা লাগে এবং দেখতে সুন্দর দেখায়। এই স্টাইলটি পশ্চিমা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়।