১ আনা সোনার কত! বন্ধুরা আপনারা সবাই তো সোনার দাম সম্পর্কে জানতে চান। সোনা যে শুধু মহিলাদের সাজসজ্জার কাজে ব্যবহৃত হয় এমনটা নয়। কেননা আমাদের বিপদের সময়ও স্বর্ণ অনেক কাজে লাগে। বর্তমান বিশ্বের প্রতিটি দেশ মুদ্রাস্ফীতি তে জর্জরিত। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তাই বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও স্বর্ণের দাম বেড়ে যায়। আর বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। তাই আজকের পোস্টটি সোনার দাম সম্পর্কে হতে যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্ট,,
বর্তমান সোনার বাজার –বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক আজকের স্বর্ণের বাজার দর নিয়ে আমাদের এ আর্টিকেল। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন। দৈনন্দিন জীবনে স্বর্ণের প্রয়োজনীয়তা কি তা আপনাদের আলাদা করে বোঝানোর কোন দরকার হবে না বলে মনে করি।তবে অনেকেই আছেন বর্তমান সোনার বাজার জানতে আগ্রহী। অনেক ভদ্র লোক আছেন যাদের পরিবারে কোনো এক অনুষ্ঠানে শোনার প্রয়োজন। সে ক্ষেত্রে দ্রুত গতিতে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে প্রতি আনা সোনার দাম জেনে নিতে পারবেন।
বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে
বিভিন্ন বিয়ে, অনুষ্ঠানে স্বর্ণের প্রয়োজন হয় । তাই স্বর্ণের দাম জানা আপনাদের জন্য খুবই জরুরী । আপনারা জানেন যে , বিশ্ব বাজারে স্বর্ণের দাম এর উপর অভ্যন্তরীণ বাজারগুলোতেও স্বর্ণের দাম পরিবর্তন হয়। তাই আজকে আমরা এর মাধ্যমে 22, 21 এবং 18 ক্যারেটের স্বর্ণের দাম কত সে সম্পর্কে জানব।
বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সর্বশেষ ২০২৩ সালে স্বর্ণের দাম কত সামনে জানাবো। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। এবং স্বর্ণের দাম কত সেটা জেনে নিবেন। আমরা হয়তো অনেকেই স্বর্ণের মাপ সম্পর্কে তেমন ভাল জানিনা বা বুঝিনা। কিন্তু আমরা সচরাচর শুনে থাকি এক ভরি, এক রতি ও এক আনা সহ অনন্য মাপের কথা। আজকে আমরা স্বর্ণের দাম জানার আগে জেনে নিব স্বর্ণের মাপ সম্পর্কে।
৬ রতি | ১ আনা |
১৬ আনা | ১ ভরি |
১ ভরি | ১১ দশমিক ৬৬ গ্রাম প্রায় |
১ কেজি | ৮৫ দশমিক ৭৩ ভরি |
তাহলে বন্ধুরা আমরা জানলাম ছয় রতি স্বর্ণ সমান এক আনা, ষোল আনা সমান হচ্ছে এক ভরি । এবং এক ভরি স্বর্ণ সমান হচ্ছে 11.66 গ্রাম প্রায়। এবং 1 কেজি স্বর্ণ সমান 85 দশমিক 73 ভরি। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক।
আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমান বাজারমূল্য অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম কত । আজকে আমরা এর মাধ্যমে সকল তথ্য উপস্থাপন করব । ২২ ক্যারেট ১ আনা স্বর্ণের দাম ৫৬৯৩ টাকা।দুই আনা স্বর্ণের দাম ১১ হাজার ২৯৩ টাকা। এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৪৩৮ টাকা এবং দুই আনা স্বর্ণের দাম ১০৮৩৮ টাকা। ১৮ ক্যারেট ১ আনা স্বর্ণের দাম ৪৬৬১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।
নিচে ক্যারেট ও প্রতি আনা স্বর্ণের দাম উল্লেখ করা হলো
সোনার পরিমাণ | ২২ ক্যারেট (দাম) | ২১ ক্যারেট (দাম) | ১৮ ক্যারেট (দাম) |
১ আনা সোনার দাম | ৫,৮৩৯ টাকা | ৫,৫৭৪ টাকা | ৪,৪৭৮ টাকা |
২ আনা সোনার দাম | ১১,৬৭৮ টাকা | ১১,১৫৬ টাকা | ৮,৯৫৬ টাকা |
৩ আনা সোনার দাম | ১৭,৫১৭ টাকা | ১৬,৭৩৪ টাকা | ১৩,৪৩৪ টাকা |
৪ আনা সোনার দাম | ২৩,৩৫৬ টাকা | ২২,৩১২ টাকা | ১৭,৯১২ টাকা |
৫ আনা সোনার দাম | ২৯,১৯৫ টাকা | ২৭,৮৯০ টাকা | ২২,৩৯০ টাকা |
বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন স্বর্ণের দাম নির্ধারণ করেছে । আজকে আমরা এ আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব । ২২ ক্যারেট ক্যাডমিয়াম প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৯৩ টাকা ।২১ ক্যারেট ক্যাডমিয়াম প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৪৩৮ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৬৬১ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৪৩০ টাকা।এছাড়া বাংলাদেশ জুয়েলারি সমিতি রুপার দাম নির্ধারণ করেছে।(১ আনা সোনার কত)
ভরি প্রতি ( ১৮,২১,২২) স্বর্ণের কত
২২ ক্যারেট স্বর্ণের ভরি –প্রথমে আপনাদের উদ্দেশ্যে ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি আনার মূল্য জানিয়ে দিতে চাই। ২২ ক্যারেট হলমার্ক কৃত সোনার যদি আপনি প্রতি আনার এর মূল্য জানতে চান তাহলে এখান থেকে জেনে নিন। ২২ ক্যারেট হলমার্ক কৃত প্রতি আনা সোনার মূল্য ৫৪৯৮ টাকা আপনারা জানেন যে ২২ ক্যারেট স্বর্ণের দাম সবচেয়ে বেশি। কারণ ২২ ক্যারেট স্বর্ণের পরিমাণ 91 দশমিক 67 শতাংশ। ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 93,424 টাকা।
২১ ক্যারেট স্বর্ণের ভরি –21 ক্যারেট স্বর্ণের 87 দশমিক 5 শতাংশ খাঁটি স্বর্ণ থাকে। আর বাকি এলুমিনিয়াম, তামা, লোহা ও অন্যান্য উপাদান দিয়ে 21 ক্যারেট স্বর্ণকে মসৃণ করে বিক্রি করা হয়। বর্তমান বাজারে এক ভরি 21 ক্যারেট স্বর্ণের মূল্য 89,248 টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের ভরি
18 ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতার মান কম থাকে যার কারনে এর চাহিদা ও দাম তুলনামূলক কম হয়ে থাকে। আজকের বাজারে 18 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 71,648 টাকা।
এক আনা স্বর্ণের মূল্য-আপনার অনেকে জানতে চান বর্তমান সময়ে এক আনা স্বর্ণের দাম কত। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানাচ্ছি। বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে।বর্তমানে বাংলাদেশের এক আনা স্বর্ণের মূল্য ২২ ক্যারেটের দাম ৫ হাজার ৬৯৩ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের এক আনার মূল্য ৫৪৩৮ টাকা এবং 18 ক্যারেট স্বর্ণের মূল্য ৪৬৬১ টাকা।পুরাতন গহনা সোনার এক আনার মূল্য ৪৩৬৪ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম–তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭ হাজার ১৪ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৬ হাজার ৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৩ হাজার ৯৯ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তাহলে বন্ধুরা, আজকে আমরা এ পোস্টের মাধ্যমে এক আনা স্বর্ণের দাম কত। সে সকল তথ্য উপস্থাপন করলাম। আশা করি পোস্ট টি আপনাদের খুব কাজে দেবে স্বর্ণের এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন।