আইপিএল পাঞ্জাব কিংস স্কোয়াড! পাঞ্জাব কিংস পূর্বে কিং ইলেভেন পাঞ্জাব নামে আইপিএলে অংশগ্রহণ করেছিল। দলটি ২০০৮ সাল থেকে আইপিএল এ অংশগ্রহণ করে আসছে।
তখন দলটি কিনে নিয়েছিল মোহিত বর্মন, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা, করণ পাল। আর এর পিছনে প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে দলটির মালিকেরা। দলটির বর্তমান মার্কেট ভ্যালু ৩৭৩ কোটি রুপি। যা আইপিএল এর সকল দলের চাইতে দশম তম অবস্থানে। ২০২৪ আইপিএল-এর জন্য পাঞ্জাব কিংস অত্যন্ত শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। নিচে পাঞ্জাব কিংসের ২০২৪ আইপিএলের স্কোয়াড দেওয়া হল।
পাঞ্জাব কিংস ২০২৪ আইপিএল স্কোয়াড
পাঞ্জাব কিংস ২০২৪ আইপিএল এর জন্য সবচেয়ে বেশি ২৭ জন খেলোয়ারকে দলে ভিরিয়েছে। যেখানে তারা দেশী-বিদেশি মিলে একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। আশা করা হচ্ছে এবারের আইপিএলে পাঞ্জাব কিংস গেম চেঞ্জার হিসেবে মাঠে নামবে।
- শিখর ধাওয়ান ( অধিনায়ক)
- জনি বেয়ারস্টো,
- জিতেশ শর্মা,
- প্রভসিমরান সিং,
- ম্যাথু শর্ট,
- হারপ্রীত ভাটিয়া,
- অথর্ভ টাইডে,
- রিশি ধাওয়ান,
- স্যাম কারান,
- সিকান্দর রাজা,
- লিয়াম লিভিংস্টোন,
- গুরনুর সিং ব্রার,
- শিভম সিং,
- রাহুল চাহার,
- আর্শদীপ সিং,
- হারপ্রীত ব্রার,
- বিদ্বথ কাভেরাপ্পা,
- কাগিসো রাবাডা,
- ন্যাথান এলিস,
- ক্রিস ওকস,
- হার্শাল প্যাটেল,
- আশুতোষ শর্মা,
- বিশ্বনাথ সিং,
- তনয় থাগারাজন,
- প্রিন্স চৌধুরি,
- শশাংক সিং,
- রাইলি রুশো
আইপিএলে পাঞ্জাব কিংস এর অর্জন
পাঞ্জাব কিংস আইপিএলে ২০০৮ সাল থেকে অংশগ্রহণ করে আসছে। পূর্বে দলটি কিংস ইলেভেন পাঞ্জাব নামে আইপিএলে অংশগ্রহণ করলেও বর্তমানে তারা পাঞ্জাব কিংস নামে অংশগ্রহণ করে।
দলটি এখনো অব্দি আইপিএলে একবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। যেখানে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে ২০১৪ সালে শোচনীয়ভাবে হেরে রানার্সআপ হয়। তারা সর্বপ্রথম ২০০৮ সালে আইপিএলের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর থেকে এখন অব্দি দলটি সর্বোচ্চ প্লে অফ পর্যন্ত খেলতে পেরেছে। তবে ২০২৪ আইপিএল এর জন্য তারা অত্যন্ত শক্তিশালী দল তৈরি করেছে। দলটির বর্তমান মার্কেট ভ্যালু ৩৭৩ কোটি রুপি।
আইপিএল ২০২৪ পাঞ্জাব কিংস সময়সূচী
দল |
তারিখ | সময় |
ভেন্যু |
PBKS বনাম DC |
২৩ মার্চ, ২০২৪ | বিকাল 3:30 মিনিট | পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়াম |
PBKS বনাম PBKS | ২৫ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
PBKS বনাম LSG |
৩০ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | একনা ক্রিকেট স্টেডিয়াম |
PBKS বনাম GT | ০৪ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
PBKS বনাম SRH |
৯ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | মোহালি |
PBKS বনাম RR | ১৩ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মোহালি |
PBKS বনাম MI |
১৮ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | মুম্বাই |
PBKS বনাম GT | ২১ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মোহালি |
PBKS বনাম KKR |
২৬ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | কলকাতা |
PBKS বনাম CSK | ০১ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
চেন্নাই |
PBKS বনাম CSK |
০৫ মে, ২০২৪ | বিকাল 3:30 মিনিট | ধর্মশালা |
PBKS বনাম RCB | ০৯ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
ধর্মশালা |
PBKS বনাম RR |
১৫ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | গুয়াহাটি |
PBKS বনাম PBKS | ১৯ মে, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
হায়দ্রাবাদ |
আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়ারের তালিকা
আইপিএল কে খেলোয়াড়দের জন্য লটারি বলা হয়। কেননা এখানে কোন খেলোয়াড়ের চাহিদা কখন বেড়ে যাবে তা কেউ বলতে পারে না। আর এ জন্যই প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে একবারের জন্য হলেও আইপিএলে খেলার।
আইপিএল খেলার মাধ্যমে একজন খেলোয়াড় যেমন গাড়ি গাড়ি টাকা উপার্জন করতে পারে, একইভাবে আইপিএল থেকে একজন খেলোয়াড় তার পরিচিতি এবং সুনাম অর্জন করতে পারে। এজন্যই আইপিএলের সময়ে অনেক ক্রিকেট বোর্ড তাদের দলের বড় বড় খেলোয়াড়দের ছাড়পত্র দিয়ে থাকে। আসুন জেনে নেই আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা।
রুপি | ক্রিকেটার | দেশ | দল |
২৪ কোটি ৭৫ লাখ | মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া | কলকাতা নাইট রাইডার্স |
২০ কোটি ৫০ লাখ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | সানরাইজার্স হায়দ্রাবাদ |
১৪ কোটি | ড্যারিল মিচ্যাল | নিউজিল্যান্ড | চেন্নাই সুপার কিংস |
১১ কোটি ৭৫ লাখ | হারশাল প্যাটেল | ভারত | পাঞ্জাব কিংস |
১১ কোটি ৫০ লাখ | আলজারি জোসেফ | ওয়েস্ট ইন্ডিজ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
আইপিএল ২০২৪ লাইভ অ্যাপ এন্ড ওয়েবসাইট
বন্ধুরা আমরা অনেকেই রয়েছি দীর্ঘ সময় ধরে টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ হয় না। কেননা বর্তমান সময়ে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সব সময় বাইরে থাকতে হয়। এমনকি অনেকেই রয়েছে দিনের পর দিন একবারের জন্যও টিভি চ্যানেলের সামনে বসার সুযোগ হয়ে ওঠেনা।
আর তাদের জন্যই আইপিএল ২০২৪ লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ করে দিয়েছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলো। কেননা বর্তমানে এই আধুনিক বিশ্বে শুধুমাত্র টিভি চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে এমনটি নয়। আপনি চাইলেই বিভিন্ন ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট ব্যবহার করেও নিমিষেই আইপিএলের স্কোর জেনে নিতে পারেন এবং চাইলেই যেকোনো স্থানে বসে লাইফ স্ট্রিমিং দেখতে পারেন।
আর লাইভ স্ট্রিম দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো mobile phone। এই ইলেকট্রিক যন্ত্রটি আমরা সকলেই ব্যবহার করে থাকি এবং চাইলেই যে কোন স্থানে বসে এই মোবাইল ফোনের মাধ্যমে আইপিএল ২০২৪ দেখতে পারি।