খেলাধুলা

এশিয়া কাপ ২০২৫ লাইফ টিভি চ্যানেল, অ্যাপস & ওয়েবসাইট

এশিয়া কাপ লাইফ

এশিয়া কাপ লাইফ! এশিয়া কাপ ২০২৩ এবারে হতে যাচ্ছে ODI ফর্মেটে। আমরা সকলি জানি যে এশিয়া কাপ এশিয়া মহাদেশের এক জপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আর এ টুর্নামেন্ট ACC বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতি ২ বছর পরপর আয়োজন করে থাকে। যেখানে ৬ টি দল মোট ২ টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের মোকাবেলা কোরে থাকে। এবারের এশিয়া কাপে মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে এশিয়া কাপের দল, সময়সূচী এবং লাইফ টিভি চ্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যারা ক্রিকেট ফ্যান আজকের পোস্ট টি শুধু তাদের জন্য । তাহলে চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

এশিয়া কাপে দলের সংখ্যা

 এশিয়া কাপ ১৯৮৪ সাল থেকে আয়োজন করে আসছে ACC বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শুরুতে ৩ টি দল নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হলেও পরে দলের সংখ্যা বাড়ানো হয়। এশিয়া মহাদেশে যে সকল ক্রিকেট খেলুরে দেশ রয়েছে সে সকল দেশ থেকে বাছাইকৃত ৬টি দল নিয়ে প্রতি ২ বছর পর পর এশিয়া এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। তারি ধারাবাহিগতায় ২ টি গ্রুপে এবারও ৬টি দল এশিয়া কাপে অংশগ্রহণ করছে।

গ্রুপ এ = ভারত, পাকিস্তান ও নেপাল

গ্রুপ বি = বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা

এশিয়া কাপের সময়সূচী

এশিয়া কাপ যেহুতু এশিয়া মহাদেশের ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই। সেহুতু এখানকার ম্যাচগুলো ওডিআই ফরমেটে হলে দুপুর একটা থেকে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে হলে সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওডিআই ফরমেটে তাই এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর একটা থেকে। ২০২৩ এশিয়া কাপের সকল দলের সময়সূচি নিচে দেওয়া হল।

             তারিখ                দল              ভেন্যু             সময়
৩০ আগস্ট পাকিস্তান বনাম নেপাল মুলতান ক্রিকেট স্টেডিয়াম মুলতান পাকিস্তান দিবা/রাত্রি
৩১ আগস্ট শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি শ্রীলংকা দিবা/রাত্রি
০২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ইন্ডিয়া পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি শ্রীলংকা দিবা/রাত্রি
০৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান গাদ্দাফি স্টুডিয়াম লাহোর, পাকিস্তান দিবা/রাত্রি
০৪ সেপ্টেম্বর ইন্ডিয়া বনাম নেপাল পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি শ্রীলংকা দিবা/রাত্রি
০৫ সেপ্টেম্বর শ্রীলংকা বনাম আফগানিস্তান গাদ্দাফি স্টেডিয়াম লাহোর পাকিস্তান দিবা/রাত্রি
০৬ সেপ্টেম্বর পাকিস্তান Vs বাংলাদেশ গাদ্দাফি স্টেডিয়াম লাহোর পাকিস্তান দিবা/রাত্রি
০৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা Vs বাংলাদেশ রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি
১০ সেপ্টেম্বর পাকিস্তান Vs ইন্ডিয়া রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি
১২ সেপ্টেম্বর ইন্ডিয়া Vs শ্রীলঙ্কা রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি
১৪ সেপ্টেম্বর পাকিস্তান Vs শ্রীলঙ্কা রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি
১৫ সেপ্টেম্বর ইন্ডিয়া Vs বাংলাদেশ রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি
১৭ সেপ্টেম্বর সুপার ফোর1 বনাম  সুপার ফোর2 রানাসিংহে প্রেমাদ্রাসা স্টেডিয়াম কলম্বো, শ্রীলংকা দিবা/রাত্রি

বন্ধুরা এশিয়া কাপের ভেন্যু সম্পর্কে এখনও আমাদের টিমের কাছে কোন সঠিক তথ্য আসেনি সঠিক তথ্য আসার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

এশিয়া কাপ ২০২৩ লাইফ টিভি চ্যানেল, অ্যাপস & ওয়েবসাইট এশিয়া কাপ লাইফ

এশিয়া কাপ যদিও এশিয়া মহাদেশের খেলা তবুও বিশ্ব ব্যাপী এর রয়েছে ব্যাপক চাহিদা। যার মূল কারণ ভারত এবং পাকিস্তান দলের উপস্থিতি। কেননা আমরা সকলেই জানি ভারত এবং পাকিস্তান ২০১২ সালের পর থেকে আর কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি শুধু বৈশ্বিক ইভেন্টগুলোতে অংশগ্রহণ করে থাকে। ফলে এ দুটি দেশের খেলা দেখার জন্য মুখিয়ে থাকে বিশ্বের শত শত ক্রিকেট প্রেমিক ভক্ত। আর এরই বদৌলতে দেখা যায় বিশ্বব্যাপী টিভি সম্প্রচার চাহিদা। ফলে প্রতিটি দেশে এ খেলা সম্প্রচার করা হয়ে থাকে। নিচে এরকমি কিছু টিভি চ্যানেলের নাম দেওয়া হল।

দেশ টিভি চ্যানেল
বাংলাদেশ গাজী টিভি, বিটিভি, মাছরাঙ্গা, র‍্যাবিটহোল (ইউটিউব)
ভারত, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ডিডি ন্যাশনাল (ডিডি ১), স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস
যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ক্রিকেট
অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা ফক্স স্পোর্টস
মালয়েশিয়া অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি
মধ্যপ্রাচ্য ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি
সিঙ্গাপুর স্টার ক্রিকেট
কানাডা এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওইয়ার্ক)
যুক্তরাষ্ট্র উইলো টিভি

এ ছাড়া দেখা যাবে সনি লাইভ, বাইস্কোপ এবং টফি অ্যাপসের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ফ্রিতে খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিয়ে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

বন্ধুরা এশিয়া কাপ নিয়ে আমাদের এই ছোট্ট পোস্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। বিভিন্ন স্থান থেকে যারা আমাদের এই পোস্টটি  পরছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এশিয়া কাপ নিয়ে আমরা আরো অনেক পোস্ট আমাদের সাইটে আপলোড করেছি। যা আপনারা এশিয়া কাপ সম্পর্কে জানা অজানা সকল বিষয়ে অনুসন্ধান করে জেনে নিতে পারেন।

ওয়ার্ল্ড কাপ  ২০২৩  সম্পর্কে জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।