MI প্লেয়ার তালিকা ২০২৪! মুম্বাই ইন্ডিয়ান্স হলো মুম্বাই শহরকে প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট দল। যেটি ভারতের মধ্যে সবচেয়ে বড় ক্রিয়া গোষ্ঠী।
কেননা এরা মুম্বাই ফুটবল দল, মুম্বাই ক্রিকেট দল সহ অন্যান্য খেলার গোষ্ঠীগুলোর সঙ্গে সংযুক্ত। মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে জনপ্রিয় এবং সফলতম একটি দল। কারণ তারা এখন পর্যন্ত ৬ বার আইপিএলের ফাইনালে অংশগ্রহণ করে। যেখানে তারা মোট ৫বার এই শিরোপা নিজেদের ঘরে নিতে সক্ষম হয়। আর দলটি আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত অংশগ্রহণ করে আসছে।
দলটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৭২০ কোটি রুপি। যা আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দলের খেতাব অর্জন করেছে। আজকে আমরা আইপিএল ২০২৪ মুম্বাই ইন্ডিয়ান্সের পূর্ণাঙ্গ স্কোয়ার্ড, সময়সূচী এবং লাইভ খেলা দেখার অ্যাপস সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করি,
আইপিএল ২০২৪ মুম্বাই ইন্ডিয়ান স্কোয়াড
আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিবারই তাদের প্লেয়ার তালিকা অনেক নামিদামি এবং দক্ষ প্লেয়ারদের দ্বারা তৈরি করে থাকে। ঠিক এবারেও তার ব্যতিক্রম হয়নি।
তবে প্রতিবার আইপিএলে অধিনায়ক থাকা রোহিত শর্মাকে সরিয়ে এবারই প্রথম হার্দিক পান্ডিয়াকে দলে ভিরিয়ে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যা দলটির জন্য একটি বড় পরিবর্তন। মুম্বাই ইন্ডিয়ান্স ২০২৪ আইপিএল এর জন্য মোট ২৫ জন খেলোয়াড়কে দলে ভিরিয়েছে। নিচে দলটির পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়া হল।
- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),
- রোহিত শর্মা,
- ডেওয়াল্ড ব্রেভিস,
- সূর্যকুমার যাদব,
- ইশান কিশান,
- তিলক ভার্মা,
- টিম ডেভিড,
- বিষ্ণু বিনোদ,
- অর্জুন টেন্ডুলকার,
- স্যামস মুলানি,
- নেহাল ওয়াধেরা,
- জসপ্রীত বুমরাহ,
- কুমার কার্তিকিয়া,
- পীযূষ চাওলা,
- আকাশ মাধওয়াল,
- জেসন বেহরেনডর্ফ,
- রোমারিও শেফার্ড,
- জেরাল্ড কোয়েতজে,
- দিলশান মাদুশঙ্কা,
- শ্রেয়াস গোপাল,
- নুয়ান থুসারা,
- নোমান ধীর,
- আনশুল কাম্বোস,
- মোহাম্মদ নবি,
- শিবালিক শর্মা
আইপিএল ২০২৪ মুম্বই ইন্ডিয়ান্স সময়সূচী
দল | তারিখ | সময় |
ভেন্যু |
MI বনাম GT |
২৪ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | নরেন্দ্র মোদী স্টেডিয়াম |
MI বনাম SRH | ২৭ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
MI বনাম RR |
০১ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
MI বনাম DC | ০৭ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
ওয়াংখেড়ে স্টেডিয়াম |
MI বনাম RCB |
১১ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | মুম্বাই |
MI বনাম CSK | ১৪ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মুম্বাই |
MI বনাম PBKS |
১৮ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | মুম্বাই |
MI বনাম RR | ২২ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
জয়পুর |
MI বনাম DC |
২৭ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট | দিল্লি |
MI বনাম LSG | ৩০ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
লাখনৌ |
MI বনাম KKR |
০৩ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | মুম্বাই |
MI বনাম SRH | ০৬ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মুম্বাই |
MI বনাম KKR |
১১ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | কলকাতা |
MI বনাম LSG | ১৭ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মুম্বাই |
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের অর্জন
আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স মোট ৫বার শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছে। যেখানে এবার তারা হেক্সা মিশনে নামবে। দলটি সর্বশেষ ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে শিরোপা জিতেছিল।
এরপর এখন পর্যন্ত শিরোপার সাদ নিতে পারেনি। তাই এবারে দলটি অবশ্যই তাদের হেক্সা মিশন সম্পূর্ণ করার লক্ষ্যে মাঠে নামবে। MI প্লেয়ার তালিকা ২০২৪ দলটি এখন পর্যন্ত মোট চারবার প্লে অফ খেলেছে আর সর্বমোট ৬ বার ফাইনালে অংশগ্রহণ করে এর মধ্যে তারা ৫ বার বিজয়ী হয়।
যেটি তাদের সবচেয়ে বড় অর্জন। এমনকি তারাই সর্বপ্রথম আইপিএলে ৫ বার শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছে। এর পরের স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারাও মোট ৫বার আইপিএল শিরোপা উঁচিয়ে ধরেছে। তবে সেটি মুম্বাই ইন্ডিয়ান্সের পরে । আর এটিই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এর সবচেয়ে বড় অর্জন। দলটির বর্তমান কোচ মার্ক বাউচার। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত মোট ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে
ক্রমিক নং | সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
১ | ২০১৩ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
২ | ২০১৫ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
৩ | ২০১৭ | মুম্বাই ইন্ডিয়ান্স | রাইজিং পুনে সুপার জায়ান্ট |
৪ | ২০১৯ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
৫ | ২০২০ | মুম্বাই ইন্ডিয়ান্স | দিল্লি ক্যাপিটালস |
আইপিএল লাইভ অ্যাপস এন্ড ওয়েবসাইট
বন্ধুরা আমরা অনেকেই রয়েছি দীর্ঘ সময় ধরে টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ হয় না। কেননা বর্তমান সময়ে আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সব সময় বাইরে থাকতে হয়।
এমনকি অনেকেই রয়েছে দিনের পর দিন একবারের জন্যও টিভি চ্যানেলের সামনে বসার সুযোগ হয়ে ওঠেনা। আর তাদের জন্যই আইপিএল ২০২৪ লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ করে দিয়েছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলো। কেননা বর্তমানে এই আধুনিক বিশ্বে শুধুমাত্র টিভি চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে এমনটি নয়। আপনি চাইলেই বিভিন্ন ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট ব্যবহার করেও নিমিষেই আইপিএলের স্কোর জেনে নিতে পারেন এবং চাইলেই যেকোনো স্থানে বসে লাইফ স্ট্রিমিং দেখতে পারেন।
আর লাইভ স্ট্রিম দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো mobile phone। এই ইলেকট্রিক যন্ত্রটি আমরা সকলেই ব্যবহার করে থাকি এবং চাইলেই যে কোন স্থানে বসে এই মোবাইল ফোনের মাধ্যমে আইপিএল ২০২৪ দেখতে পারি।