খেলাধুলা

বিপিএল ২০২৫ খুলনা টাইগার্স প্লেয়ার তালিকা, সময়সূচী এবং ভেন্যু

খুলনা টাইগার্স স্কোয়াড

খুলনা টাইগার্স বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই দলটি খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে। ২০২৪ বিপিএল এর জন্য খুলনা টাইগার্স  ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

আজকে আমরা বিপিএলের শুরু থেকে খুলনা টাইগার্সের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। পাশাপাশি বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করি,

খুলনা টাইগার্স স্কোয়াড

খুলনা টাইগার্স এনামুল হক বিজয়কে সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছে এবং গতবারের প্লেয়ার হিসেবে ধরে রেখেছে তিনজনকে। পাশাপাশি সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নিয়েছে তিনজন। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের প্লেয়ার ড্রাফট থেকে দলে ভিরিয়েছে দলটি। নিচে খুলনা টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড দেয়া হলো।

  • এনামুল হক বিজয়
  • এভিন লুইস,
  • ফাহিম আশরাফ,
  • ধনঞ্জয়া ডি সিলভা
  • আফিফ হোসেন,
  • রুবেল হোসেন,
  • পারভেজ হোসেন ইমন,
  • হাবিবুর রহমান সোহান,
  • কাসুন রাজিথা,
  • দাসুন শানাকা,
  • মুকিদুল ইসলাম মুগ্ধ,
  • আকবর আলী, সুমন খান
  • নাসুম আহমেদ,
  • নাহিদুল ইসলাম,
  • মাহমুদুল হাসান জয়

খুলনা টাইগার্স সময়সূচী

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২০ জানুয়ারি খুলনা-চট্টগ্রাম শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২২ জানুয়ারি বরিশাল–খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৬ জানুয়ারি রংপুর-খুলনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দুপুর ২টা
২৯ জানুয়ারি খুলনা-ঢাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট সন্ধ্যা ৬টা ৩০
০৩ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট দুপুর ১টা ৩০
০৭ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
০৯ ফেব্রুয়ারি সিলেট-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ২টা
১৩ ফেব্রুয়ারি রংপুর-খুলনা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০
১৪ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০
১৬ ফেব্রুয়ারি খুলনা-ঢাকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টা
২০ ফেব্রুয়ারি খুলনা-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ১টা ৩০
২৩ ফেব্রুয়ারি সিলেট-খুলনা শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৭টা
২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা দুপুর ১টা ৩০
২৫ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
০১ মার্চ প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল শেরে-ই -বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সন্ধ্যা ৬টা ৩০

বিপিএলে খুলনা টাইগার্সের ইতিহাস

বিপিএলে সর্ব প্রথম যে ৬টি দল অংশগ্রহণ করেছিল সেই ৬টি দলের একটি হলো খুলনা টাইগার্স। তখন দলটি নাম ছিল খুলনা রয়েল বেঙ্গলস। এরপরে দলটির দুই বার মালিকানা হস্তান্তর হলে পর্যায়ক্রমের নাম পরিবর্তন হতে থাকে। ২০১৬ সালে খুলনা টাইটান এবং সর্বশেষ ২০১৯ সালে খুলনা টাইগার্স নামে দলটি বিপিএলে অংশগ্রহণ করে আসছে। ২০২৪ বিপিএলে দলটি খুলনার টাইগার্স নামে অংশগ্রহণ করবে।

বিপিএলে খুলনা টাইগার্সের তেমন কোনো বড় অর্জন এখন পর্যন্ত করতে পারেনি। তারা ২০২০ সালে সর্বপ্রথম বিপিএল এর ফাইনালে অংশগ্রহণ করে। যেখানে রাজশাহী রয়েলসের বিপক্ষে হেরে হানার্সআপ হয়। এরপর থেকে দলটি শক্তিমত্তার দিক দিয়ে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি।

তবে ২০২৪ সালের বিপিএলের জন্য দলটি দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে। যেখান থেকে তারা দেশি-বিদেশি সর্বমোট ১৬ জন ক্রিকেটার দলে ভিরিয়েছে। এ বিবেচনা করলে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলের দাবিদারের তালিকায় অন্যতম দল হিসেবে খুলনা টাইগার্স আবির্ভাব হতে পারে।

খুলনা টাইগার্সের বর্তমান কোচ ও মালিক

খুলনা টাইগার্স দলের বর্তমান কোচ জেমস ফাস্টার। তিনি একজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং খুলনা টাইগার্সের বর্তমান মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই। খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে ২০২৪ বিপিএল মাতাবেন মুশফিকুর রহিম। যাকে দলটি সরাসরি চুক্তিতে দলে ভিরিয়েছেন।(খুলনা টাইগার্স স্কোয়াড)

এবারের বিপিএলে ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারের ভিত্তি মূল্য

ক্যাটাগরি অনুযায়ী বিদেশী খেলোয়াড়ের সংখ্যাই অনেক বেশি। যেখানে এফ এবং জি ক্যাটাগরিতে কোন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়নি।

এমনকি এ ক্যাটাগরিতে শুধুমাত্র একজন বাংলাদেশী এবং বিদেশি খেলোয়াড় হিসেবে ১৮ জনকে রাখা হয়েছে। নিচে ক্যাটাগরি অনুযায়ী দেশী এবং বিদেশী খেলোয়াড়ের সংখ্যা দেওয়া হলো।

             ক্যাটাগোরি               লোকাল                বিদেশি              সর্বমোট
                    A             ১ জন             ১৮ জন             ১৯ জন
                    B            ০৪ জন             ১৬ জন             ২০ জন
                    C            ১৮ জন             ৬০ জন             ৭৮ জন
                    D            ৩১ জন             ৯৭ জন             ১২৮ জন
                    E            ৭৫ জন             ২৫৫ জন            ৩৩০ জন
                    F            ২৯ জন                     –             ২৯ জন
                   G            ৪৫ জন                     –             ৪৫  জন

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।