পারফিউম দাম! হ্যালো বন্ধুরা; আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টটি হতে যাচ্ছে ছেলেদের দশটি সেরা ব্র্যান্ডের পারফিউম সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক,সুগন্ধি বা পারফিউম প্রসাধন হিসেবে অত্যন্ত প্রাচীন একটি সামগ্রী। নিজের ব্যক্তিত্ব আর আভিজাত্যকে প্রকাশ করতে এর তুলনা হয় না। বর্তমানে নিজেকে সব সময় ফ্রেশ আর কর্মদীপ্ত রাখতে সুগন্ধি ব্যবহারের বিকল্প নেই।
পারফিউম বা বডি স্প্রে শুধু সৌরভ-ই প্রদান করে
বিশেষত তরুণ প্রজন্মের ছেলেদের মধ্যে পারফিউম ব্যবহার বেশ চোখে পরার মত। পোশাকে একজন পুরুষ যতই শার্ট প্যান্ট পরে ফরমাল ড্রেসআপ করুক না কেন, মানানসই এবং ফ্রেশ সুগন্ধের সৌরভ যদি না থাকে তবে অন্যের থেকে নিজেকে আলাদা করে প্রকাশ করাটা কঠিন বৈকি। বরং ছেলেদের জন্য এটা আরো জরুরি। কারন পারফিউম বা বডি স্প্রে শুধু সৌরভ-ই প্রদান করে না, সেই সাথে গরমে ঘামের গন্ধ দূর করে একটি নানান অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত করে। সুতরাং নিজেকে আকর্ষণীয় এবং কুল ভাইব দিতে এর বিকল্প কিছুই হতে পারে না।
ছেলেদের জনপ্রিয় সুগন্ধি
অনেকে মনে করতে পারেন ছেলেদের আবার আলাদা সুগন্ধি কি? একটা কিছু ব্যবহার করলেই হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এখন ছেলে ও মেয়েদের সুগন্ধিতেও রয়েছে তফাত। মেয়েদের সুগন্ধিতে ফুলের সুঘ্রাণ যেমন প্রাধান্য পায়, তেমনি ছেলেদের জন্য প্রাধান্য পায় মাস্কি সেন্ট বা মৃগনাভি ধরনের সৌরভ।
ছেলেদের সুগন্ধি ব্যবহারে পারফিউমের পাশাপাশি জনপ্রিয় তালিকার শীর্ষে রয়েছে কুল বডি স্প্রে এবং আতর। পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এক্স, ডানভির, হি, এনভি, লাফজ, ওয়াইল্ড স্টোন, এমকে ম্যান, ফগ, টম ফোর্ড, স্যাভেজ, ডু ইট, পোলো, নিভিয়া, বন্ডেজ, সিকে (কেলভিন ক্লেইন), প্লেবয়, সিগনেচার, নাইকি, ইএডি, জিরো জিরো সেভেন, এন ৬৯, ওয়ান, বুলগেরি, কোচ, গুচি, বস, ওয়ান মিলিয়ন, জর্জিও আরমানি, ২১ ম্যান, ব্লু ফর ম্যান, ডলচে এন্ড গাবানা ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ড। তবে সুগন্ধি কেনার ক্ষেত্রে চাহিদা ও লাইফস্টাইল এর উপর বেশ প্রাধান্য দেয়া উচিত।
পারফিউম নাকি বডি স্প্রে
বডি স্প্রে আর পারফিউমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পারফিউম এর ঘ্রাণ তুলনামূলকভাবে একটু কড়া হয়। তাই পারফিউম এর গন্ধ বেশিক্ষন লাস্টিং করে। যদিও বডি স্প্রে পারফিউমের মত লং লাস্টিং নয় তবে এর দাম পারফিউম অপেক্ষা দামে কম ও বেশ সুলভ হয় বলে এর চাহিদা পারফিউম থেকে বেশি।(পারফিউম দাম)
অতিরিক্ত কড়া পারফিউম আপনার ব্যক্তিত্ব প্রকাশে বাধা দিতে পারে। তাই নিজের পার্সোনালিটির সাথে মানানসই এমন এক্সক্লুসিভ ব্র্যান্ডের ছেলেদের বডি স্প্রে, ডিওডোরেন্ট, ডিও স্টিক ও রোল অন ডিওডরেন্ট বেছে নেয়াই উত্তম। সুতরাং দেরি না করে অফুরন্ত ডট কম ভিজিট করে কিনে নিন আপনার পছন্দের পণ্যটি। কারন এখানে ছেলেদের সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন সেকশনে পাওয়া যাচ্ছে পছন্দের সকল পারফিউম ও সুগন্ধি। আপানাদের সুবিধার্থে নিচে অফুরন্ত ডট কম এর কিছু বেস্ট কালেকশন দেয়া হল।
১। ১৫০ মি.লি. অ্যাডভান্স গ্রুমিং HE (Innovator) পারফিউম বডি স্প্রে ফর জেন্টস
২। Gambit (Sensational) ডিওডোরেন্ট বডি স্প্রে ফর ম্যান
৩। LOMANI (El Paso) ডিওডোরেন্ট স্প্রে ফর ম্যান (২০০ মি.লি.)
৪। ১২০ মি.লি. মাস্টার সিরিজ জেন্টস FOGG (ওক) বডি স্প্রে পারফিউম
৫। ENVY Rush জেন্টস ডিওডোরেন্ট বডি স্প্রে পারফিউম (১২০ মি.লি.)
৬। ১২০ মি.লি. জেন্টস WILD STONE কোড ইরিডিয়াম পারফিউমড বডি স্প্রে
৭। ব্লু ফর ম্যান Pour Homme Rasasi ডিওডোরেন্ট বডি স্প্রে ২০০ মি.লি.
৮। ইউনিসেক্স HAVOC গোল্ড পারফিউম বডি স্প্রে (২০০ মি.লি.)
৯। F0GG (নেপোলিয়ন) সুগন্ধিযুক্ত পারফিউম বডি স্প্রে ফর জেন্টস (১২০ মি.লি.)
১০। নো গ্যাস ১০০% হালাল সার্টিফাইড লাফজ Erdem বডি স্প্রে ফর জেন্টস (১২০ মি.লি.)
লিমিটেড বাজেটের মধ্যে সেরা কিছু পারফর্ম পাবেন বাংলাদেশ বিডি সপে। তো বন্ধুরা একবার চেক আউট করে দেখতে পারেন বাংলাদেশ বিডি ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা আজকের মত বিদায় ।এরকমই নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।(পারফিউম দাম)